নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহর হল শেষ

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:০৯


কথা ছিল সেখানে গিয়ে
কথা হবে কবিতাটি নিয়ে
হলনা আসা সময় নিয়ে
বিরক্ত বোধে ক্ষম বিনয়ে।

অপেক্ষার প্রহর হল শেষ
অনুভবে এল করেছ বেশ
নীজকে নিয়ে চলাই রীতি
বুঝেছি এটাই তোমার নীতি।

নারকেল পাতা রোদ ছায়া
পরেছে ফুটানো ফুলের পর
শুকাল আমার পুর্ণী পুকুর
হারিয়েই গেছ আজ বহুদুর ।

জানি পরবনা আর চোখে
পরশ বুলাবেনা আর দুখে
দুর হতে দেখব অগোচরে
আছ তুমি সুখের ঘরে ।

বলব এই করেছ ভাল
নিঠুর এই করেছ ভাল
দিয়ে দিব সকল কিছু
রইবেনা টান আর পিছু ।

আমার ছলনার কিছু নাই
নিরবে ভালবেসে যাব তাই
যতদিন রব আমি বেচে
মরনেও বাসব ভাল যেচে।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:২৪

শায়মা বলেছেন: কার জন্য এই দুঃখের কবিতা ভাইয়া?

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপুমনি । কবিতাটি To whom it may concern

ভাল থাকুন শুভ কামনা থাকল ।

২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল হয়েছে কবিতা।

#আমি আমি জানি কার জন্য

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪২

ডঃ এম এ আলী বলেছেন: কাম সারসে ধরা পরে যেন না যাই । এর বেশী আর কিছু বলনা যেন আপু ।
থাকনা সে কথা যে কথা হয়নি বলা ।

খুব খুশি হলাম কবিতা ভাল লাগার কথা শুনে । ভাল থাকুন শুভ কামনা থাকল ।

৩| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪১

শায়মা বলেছেন: ভাইয়া ফাতেমা আপু কেমনে জানে!!! :|


কাজী ফাতেমা বলেছেন: ভাল হয়েছে কবিতা।

#আমি আমি জানি কার জন্য

১৩ ই মে, ২০১৬ বিকাল ৫:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: আন্দাজে ডিল ছুরেছেন বলে মনে হয়েছে, যে কথা নীজেই জানিনা অপরে জানবে তা কেমন করে ।
অনেক ধন্যবাদ ।

৪| ১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগল।

১৩ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগল শুনে আমারও খুব ভাল লাগছে । ভাল থাকুন এ কামনা থাকল ।

৫| ১৪ ই মে, ২০১৬ রাত ২:০৬

মুসাফির নামা বলেছেন: মোটামুটি ভাল লেগেছে।

১৪ ই মে, ২০১৬ রাত ৩:২৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মুসাফির ভাই যতার্থ মুল্যায়নের জন্য । আপনার প্রতি রইল একরাশ শুভেচ্ছা ও ভাল থাকার কামনা ।

৬| ১৪ ই মে, ২০১৬ ভোর ৬:০৭

চাঁদগাজী বলেছেন:




এটা মনে হয়, ব্লগের অনেক কবির জাতীয় সংগীত হয়ে গেছে

১৪ ই মে, ২০১৬ সকাল ৮:০৬

ডঃ এম এ আলী বলেছেন: গাজী ভাই, এত উচ্চ মার্গের মন্তব্যের শানে নযুল বুঝতে আমার কয়েক জেনারেশন লেগে যাবে তবে ভিতরের হাসিটুকু চেপে রাখতে পারিনি । অনেক ধন্যবাদ এত চমৎকার একটি মন্তব্যের জন্য ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৭| ১৪ ই মে, ২০১৬ দুপুর ১২:০৪

খায়রুল আহসান বলেছেন: দুর হতে দেখব অগোচরে
আছ তুমি সুখের ঘরে
-- শেষমেষ আপনারও এ কথা???
শেষ স্তবকটা স্পর্শ করে গেল।
১ নং মন্তব্য আর তার উত্তর, দুটোই বেশ ভালো লাগলো।

১৪ ই মে, ২০১৬ রাত ৮:০৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক খুশী হয়েছি আপনাকে পেয়ে এখানে । অসাধারণ মন্তব্য দেখে আমি অভিভুত , যতার্থ মুল্যায়ন যথাস্থানে পড়েছে নয়ন ।
অনেক ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

৮| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৮

কবি হাফেজ আহমেদ বলেছেন: প্রতি মন্তব্যের জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৩০ শে জুন, ২০১৬ ভোর ৬:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ।
বিলম্বিত উত্তর দানের জন্য দু:খিত
নোটিফিকেশন সমস্যার কারণে
এখানে আসা হয়ে উঠেনি ।

ভাল থাকার শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.