নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলী আহসানের ব্লগ

জন্ম ২৪শে মে যশোর জেলায়। শৈশব, বাল্যকাল ও তারুন্যের একটা দীর্ঘ সময় কেটেছে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার মধ্যমে। স্কুল ম্যাগাজিন "অগ্রজ", যশোর শিশুসাহিত্য কেন্দ্রের কিশোরমেলা", কলেজের "ক্র্যাচ" এবং দেশের বিভিন্ন দৈনিকে বিচ্ছিন্নভাবে প্রকাশিত কবিতা ও গল্প।

আলী আহসান

জন্ম ২৪শে মে যশোর জেলায়। শৈশব, বাল্যকাল ও তারুন্যের একটা দীর্ঘ সময় কেটেছে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার মধ্যমে। স্কুল ম্যাগাজিন "অগ্রজ", যশোর শিশুসাহিত্য কেন্দ্রের কিশোরমেলা", কলেজের "ক্র্যাচ" এবং দেশের বিভিন্ন দৈনিকে বিচ্ছিন্নভাবে প্রকাশিত কবিতা ও গল্প। তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াকালীন “সময়" সংকলন এবং নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন। বিমানের পাইলট ও ক্যাপ্টেনদের ককপিট ইন্সট্রুমেন্টেশান প্রশিক্ষক ও পরবর্তীতে জার্মানী থেকে ইনফরমেশন ও কমুউনিকেশন্স এ উচ্চশিক্ষা গ্রহনের পর আই.বি.এম ও বিভিন্ন গ্লোবাল কোম্পানিতে আই টি স্পেশিয়ালিষ্ট হিসাবে কর্মরত। পেশাগত কারনে দীর্ঘদিন লেখালেখি থেকে বিরত থাকার পর আবার সাহিত্যের অঙ্গনে প্রত্যাবর্তন কবিতা, গল্প, উপন্যাস ও গবেষনা ভিত্তিক প্রবন্ধ লেখার মাধ্যমে। বর্তমানে যুক্তরাজ্যের প্রবাস জীবনে বিভিন্ন ব্লগে কবিতা, গল্প ও উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশিত প্রিয়.কম, গল্প-কবিতা.কম ও বাংলার কবিতা.কম অনলাইন ব্লগে। ব্যক্তিজীবনে ভীষন বন্ধুভাবাপন্ন, অত্যন্ত সদালাপী এবং আড্ডাপরায়ণ। বর্তমানে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে থাকেন ইংল্যান্ডের মিডল্যান্ডের মার্সটন গ্রিনে।

আলী আহসান › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার উপাখ্যান

১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:১৫

শোন মেয়ে, দিবানিশি যদি বলো ভালবাসি, ভালবাসি!
তবেই কি হৃদয়ের অলিন্দ কোষ্ঠে সুখানুভূতি অহর্নিশী?
ভালবাসা কি শুধু বচন কিংবা শব্দমালার অলংকার?
নাকি মুহুর্মুহু অভিব্যক্ত হলেই শ্রুত হয় প্রেম ঝংকার?

ভালবাসতে প্রয়োজন - নিদারুন নির্ভরতায় আত্মসমর্পণ,
কথামালা নয়, আমাদের নিত্য আচরণই ভালবাসার দর্পণ।
অভিব্যক্তির বাগ্মিতা প্রকাশেই খুঁজে পাবে প্রেমের নন্দন,
অনুযোগে নয় - নিত্য মার্জনায় হয় প্রণয়ের অলঙ্করণ।

যদি বশ্যতা স্বীকার করো তবেই হবে ভালবাসার বিকাশ,
উপাখ্যানে মুখরিত বিলাপ বর্জনে পাবে ভালবাসার নির্যাস।
প্রথম নেত্রপাতে চিত্তের গভীর উপত্যাকায় বহে এক অনিল,
জীবনের মরুদ্যানে তাকে বলা যায় না ভালবাসার সুনীল।

ভালবাসতে প্রয়োজন - নিশ্চিত সমঝোতায় সদা বিচরণ,
লৌকিকতা নয়, আমাদের দিব্য কর্মে ভালবাসার উন্মোচন।
যশোহানির প্রদাহ বলিদানেই খুঁজে পাবে প্রেমের উচ্চারণ,
প্রেমের উচ্চতা খুঁজে পাবে যদি করো স্বীয় চরিত্রের বিশ্লেষণ।

ভালবাসি উচ্চারণেই কি হয় ভালবাসার নিত্য প্রবর্তন? ,
নির্বাক অভিব্যক্তিতেও তো হতে পারে প্রেমের বিবর্তন!
উপস্থিতি খুঁজলেই কি ভালবাসার সরোবরে অবগাহন?
দুজনের সুর এবং তালেই হতে পারে প্রেমের অনুরণন।

জীবন্ত মনকে উপেক্ষার তরল নাইট্রোজেনে মুড়ে দিয়ে,
আবার যদি কান্নায় পাগল করা বৃষ্টিতে দিতে পারে ধুয়ে!
তাহলেই খুঁজে পাবে ভালবাসার দিবানিশি স্পর্শ হৃদয়ে।
এভাবেই বাজাতে পারো মিলনের সুর ভাঙ্গনের প্রলয়ে!

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:২১

স্রাঞ্জি সে বলেছেন: বাহ, দারুণ কাব্য।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১০

আলী আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

২| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৬:৩১

ব্লগ মাস্টার বলেছেন: বাহ বেশ দারুন কবিতা লিখেনতো আপনি।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১১

আলী আহসান বলেছেন: ব্লগ মাষ্টার, আরে! বলেন কি? এতো দারুণ কিছু না তবে মাঝে মাঝে ঝোঁক চাপলে হাবিজাবি কিছু একটা লিখে ফেলি। অনেক উৎসাহ দিতে পারেন আপনি। অনেক ধন্যবাদ

৩| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৩১

ফ্লাডিং বলেছেন: ওমা কত তুন্দর কবিথারে।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

আলী আহসান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৪০

রাজীব নুর বলেছেন: খুব ভালো কবিতা।
মনের সব আবেগ ঢেলে দিয়েছেন।

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১২

আলী আহসান বলেছেন: রাজীব নুর, এতো দারুণ করে আপনারা মন্তব্য করেন কিভাবে? আমি তো কিছু মন্তব্য করতে পারি না, ভাষা হারিয়ে ফেলি। অনেক ধন্যবাদ

৫| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:৫৭

জাহিদ অনিক বলেছেন: বাহ চমৎকার

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৩

আলী আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে

৬| ১১ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১৮

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, ভালোবাসা নিয়ে সুন্দর কবিতা লিখেছেন তো ! আপনার পিপি তে ছবি দিচ্ছেন না কেন?

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪

আলী আহসান বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। ছবি দিব দিব করেও আলস্য পেয়ে যায় আর দেয়া হয় না। খুব ইচ্ছা হয় নিয়মিত এখানে আসি কিন্তু সময় বের করে উঠতে পারি না। অবশ্যই ছবি দিব খুব শীঘ্রই

৭| ১১ ই জুলাই, ২০১৮ রাত ৯:৫১

সনেট কবি বলেছেন: সুন্দর।+

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:১৪

আলী আহসান বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি

৮| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভালবাসা ভাল থেকো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.