নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলী আহসানের ব্লগ

জন্ম ২৪শে মে যশোর জেলায়। শৈশব, বাল্যকাল ও তারুন্যের একটা দীর্ঘ সময় কেটেছে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার মধ্যমে। স্কুল ম্যাগাজিন "অগ্রজ", যশোর শিশুসাহিত্য কেন্দ্রের কিশোরমেলা", কলেজের "ক্র্যাচ" এবং দেশের বিভিন্ন দৈনিকে বিচ্ছিন্নভাবে প্রকাশিত কবিতা ও গল্প।

আলী আহসান

জন্ম ২৪শে মে যশোর জেলায়। শৈশব, বাল্যকাল ও তারুন্যের একটা দীর্ঘ সময় কেটেছে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার মধ্যমে। স্কুল ম্যাগাজিন "অগ্রজ", যশোর শিশুসাহিত্য কেন্দ্রের কিশোরমেলা", কলেজের "ক্র্যাচ" এবং দেশের বিভিন্ন দৈনিকে বিচ্ছিন্নভাবে প্রকাশিত কবিতা ও গল্প। তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াকালীন “সময়" সংকলন এবং নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন। বিমানের পাইলট ও ক্যাপ্টেনদের ককপিট ইন্সট্রুমেন্টেশান প্রশিক্ষক ও পরবর্তীতে জার্মানী থেকে ইনফরমেশন ও কমুউনিকেশন্স এ উচ্চশিক্ষা গ্রহনের পর আই.বি.এম ও বিভিন্ন গ্লোবাল কোম্পানিতে আই টি স্পেশিয়ালিষ্ট হিসাবে কর্মরত। পেশাগত কারনে দীর্ঘদিন লেখালেখি থেকে বিরত থাকার পর আবার সাহিত্যের অঙ্গনে প্রত্যাবর্তন কবিতা, গল্প, উপন্যাস ও গবেষনা ভিত্তিক প্রবন্ধ লেখার মাধ্যমে। বর্তমানে যুক্তরাজ্যের প্রবাস জীবনে বিভিন্ন ব্লগে কবিতা, গল্প ও উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশিত প্রিয়.কম, গল্প-কবিতা.কম ও বাংলার কবিতা.কম অনলাইন ব্লগে। ব্যক্তিজীবনে ভীষন বন্ধুভাবাপন্ন, অত্যন্ত সদালাপী এবং আড্ডাপরায়ণ। বর্তমানে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে থাকেন ইংল্যান্ডের মিডল্যান্ডের মার্সটন গ্রিনে।

আলী আহসান › বিস্তারিত পোস্টঃ

পেয়ালা

১১ ই জুলাই, ২০১৮ রাত ১১:৩৬

যে শিশুটি পৃথিবীতে জন্মগ্রহণ করলো,
আজ তার অন্ধকার বরণ অনুষ্ঠান হবে!
নিগূঢ় অমবশ্যাকে ফালি করে কেটে নেয়া,
উৎসবের মোড়কে মুড়ে রাখা গাঢ় অন্ধকার,
বিভিন্ন সুদৃশ্য পেয়ালায় তাকে দেয়া হবে।

মানবিক গড়নের আলো ফোঁটার আগে,
প্রথম পেয়ালা প্রস্তুত - মনোরম মিথ্যা!
জন্ম নিবন্ধন দিয়ে শুরু হবে মিথ্যা পর্ব,
তারপর শৈশব, কৈশোরের প্রতিটা ক্ষণ,
মুখরোচক মিথ্যার চুমুকে সে বড় হবে।
মিথ্যার পেয়ালায় থাকবে প্রশ্নের উষ্ণতা,
মিথ্যা উত্তরের ছোঁয়ায় প্রশ্নরা শীতল হবে।

প্রতারণার রম্য পেয়ালা থাকবে বেদীতে,
বেঁচে থাকার বুদ্বুদের মতো শিশুটির মুখে,
ধীর লয়ে ঢেলে দেয়া হবে প্রবঞ্চনার রস।
উদ্দীপক ঈর্ষার চকচকে পেয়ালা থেকেও,
টীকা দেয়া হবে শিশুটির ধমনীর গভীরে।
রস গ্রহণে কিংবা টীকা দানে ইচ্ছা না হলে,
শিশুটিকে প্রলভোনের পেয়ালা দেয়া হবে,
রমরমে পেয়ালার প্রতি কৌতুহল হবে তার।
শিশুটি অন্ধকার পেয়ালার স্বাদে বড় হবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১২:১০

শামচুল হক বলেছেন: ভালো লাগল।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২

আলী আহসান বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১:৫০

ভ্রমরের ডানা বলেছেন:


বাস্তবতা তিতা হলেও সত্য!

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২

আলী আহসান বলেছেন: আসলেই তাই, বাস্তবতা বরাবরই এমন তিতা হয়। অনেক ধন্যবাদ

৩| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৬

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:১২

আলী আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.