নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আলী আহসানের ব্লগ

জন্ম ২৪শে মে যশোর জেলায়। শৈশব, বাল্যকাল ও তারুন্যের একটা দীর্ঘ সময় কেটেছে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার মধ্যমে। স্কুল ম্যাগাজিন "অগ্রজ", যশোর শিশুসাহিত্য কেন্দ্রের কিশোরমেলা", কলেজের "ক্র্যাচ" এবং দেশের বিভিন্ন দৈনিকে বিচ্ছিন্নভাবে প্রকাশিত কবিতা ও গল্প।

আলী আহসান

জন্ম ২৪শে মে যশোর জেলায়। শৈশব, বাল্যকাল ও তারুন্যের একটা দীর্ঘ সময় কেটেছে কবিতা, গল্প ও প্রবন্ধ লেখার মধ্যমে। স্কুল ম্যাগাজিন "অগ্রজ", যশোর শিশুসাহিত্য কেন্দ্রের কিশোরমেলা", কলেজের "ক্র্যাচ" এবং দেশের বিভিন্ন দৈনিকে বিচ্ছিন্নভাবে প্রকাশিত কবিতা ও গল্প। তড়িৎ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়াকালীন “সময়" সংকলন এবং নির্বাচিত সাহিত্য সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন। বিমানের পাইলট ও ক্যাপ্টেনদের ককপিট ইন্সট্রুমেন্টেশান প্রশিক্ষক ও পরবর্তীতে জার্মানী থেকে ইনফরমেশন ও কমুউনিকেশন্স এ উচ্চশিক্ষা গ্রহনের পর আই.বি.এম ও বিভিন্ন গ্লোবাল কোম্পানিতে আই টি স্পেশিয়ালিষ্ট হিসাবে কর্মরত। পেশাগত কারনে দীর্ঘদিন লেখালেখি থেকে বিরত থাকার পর আবার সাহিত্যের অঙ্গনে প্রত্যাবর্তন কবিতা, গল্প, উপন্যাস ও গবেষনা ভিত্তিক প্রবন্ধ লেখার মাধ্যমে। বর্তমানে যুক্তরাজ্যের প্রবাস জীবনে বিভিন্ন ব্লগে কবিতা, গল্প ও উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশিত প্রিয়.কম, গল্প-কবিতা.কম ও বাংলার কবিতা.কম অনলাইন ব্লগে। ব্যক্তিজীবনে ভীষন বন্ধুভাবাপন্ন, অত্যন্ত সদালাপী এবং আড্ডাপরায়ণ। বর্তমানে স্ত্রী, পুত্র ও কন্যা সন্তানকে নিয়ে থাকেন ইংল্যান্ডের মিডল্যান্ডের মার্সটন গ্রিনে।

আলী আহসান › বিস্তারিত পোস্টঃ

আমি যখন তুমি

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:১৭

তোমাকে খুব ভালবাসার আগে প্রয়োজন,
আমাকে আমার থেকে আলাদা করে নিয়ে,
তারপর আমার খুব ভেতরে রোপণ করা -
খুঁটিনাটি সব সহ তোমার একার তুমিকে।
যেন আমার আমিটাকে ফেলে যেতে পারি,
প্রশ্নহীন ও দ্বিধাহীন চিত্তে, একান্ত সম্মতিতে।

তোমাকে ঘিরে ভালবাসার স্বপ্ন দেখার আগে,
আমার এই আমিকে ঘুম পাড়িয়ে দিতে হবে,
তারপর তোমার সেই তুমিকে জাগিয়ে দিয়ে,
তুমিত্বের ইঞ্চি ইঞ্চি কাছ থেকে দেখতে হবে।
যেন আমার আমির চেয়েও তোমার তুমিকে,
খুব ভাল করে পুরোটাই চিনে নিতে পারি।

তোমাকে ছুঁয়ে দেখার ইচ্ছেটা হবার আগে,
আমি আমার একার যে পথ হেঁটে এসেছি,
সেই পথের পথিক, আমাকে, বিদায় দিতে হবে,
যেন ছুঁয়ে দেবার ছলে আমার আমিত্বের জীবাণু,
তোমার তুমিত্বের বিশুদ্ধ সরোবরে মিশে যেয়ে,
তোমার ভেতর আমার আমির গন্ধ না খোঁজে।

তোমার তুমিটাকে তোমার মতো করে পেতে,
আমি এবং আমি ও আমিত্বদের সবাইকেই,
আজীবন কারাবাসের পাহারায় রাখবে হবে,
যেন তোমার তুমির দ্বায়িত্ব আমার করে নিয়ে,
আমার আমির সবকিছু তুমির আড়ালে রেখে,
খুব দৃঢ়তার সাথে বন্দি করে রাখতে পারি।

তোমার তুমির কাছে আমাকে হারাবার আগে,
আমার আমির যে কোনও ধরণের অস্তিত্বকে,
তুমি এবং তুমিত্বেদের মাঝে বিলিয়ে দিতে হবে,
যেন আমার কাছে এক ফোঁটাও আমি না থাকে,
এমনকি আমার আমাকে ফিরে পাবার ইচ্ছেটাও,
বেশ নিরবেই দিয়ে দাও তোমার তুমির কাছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

আলী আহসান বলেছেন: অনেক ধন্যবাদ রাজীব নুর

২| ১৫ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

কাইকর বলেছেন: সুন্দর কবিতা

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫

আলী আহসান বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.