নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৭



ভালবাসি

আমি আর একবার শুধু বলতে চাই- 'ভালবাসি'।
আকাশ-পাতাল কাঁপিয়ে, পূথিবীর সব 'না' কে তুচ্ছ করে
তোমার হাত ধরে বলব ভালবাসি।
সেই প্রথমবার যেমন বলেছিলাম,
সাথে সাথে ফুটে উঠেছিল সবগুলো লাল গোলাপ,
অথচ বাতাসে ভেসেছিল শুধু তোমার গায়ের গন্ধ।
আর কিছুই স্পর্শ করতে পারেনি আমার মনের আঙ্গিনা।
তারপর অনেকবার বলতে চেয়েও পারিনি।
অনেক বর্ষা, হেমন্ত বা বসন্তের চাঁদনী রাতেরও মন খারাপ ছিল।
কিন্তু পদ্মায় ঠিকই বয়ে গেছে কলকল জল, জীবনেরই মত।
তোমার ছোঁয়ায় আজ যখন সেজেছে মনের আকাশ
নতুন করে, বহূদিন পর
যা হয় হবে, আজ শেষবার চিৎকার করে বলব, ভালবাসি।
ভালবাসি, ভালবাসি।
পৃথিবীর প্রথম ও শেষ কথা 'ভালবাসি'।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে পুরাতন আর সবচেয়ে নতুন কথা 'ভালবাসি'!


মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪২

মোহাম্মদ বাসার বলেছেন: ভাল লাগলো। আরও বেশী বেশী লিখুন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

ফেবুতে নতুন পোস্ট দিয়েছি। সুন্দর সুন্দর কমেন্ট আসছে। সময় পেলে পড়বেন।

ভাল থাকুন।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:৪৩

মোহাম্মদ বাসার বলেছেন: হেহেহেহে! আমি ফেবু বিরাগী হইয়া গেছি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১২

আলপনা তালুকদার বলেছেন:

ফেবুতে আমার পতকালের পোস্টের শিরোনাম "বন্ধুত্ব ও লাইব্রেরী সমাচার"। লেখাটা সবাই খুব পছন্দ করছে, অনেক ভাল ভাল কমেন্টও দিয়েছে। গতকাল রাতেই এ লেখাটাও উইমেন চ্যাপ্টারে চলে গেছে। আমার ধারণা লেখাটা আপনারও ভাল লাগবে। পড়বেন প্লিজ। ফেবুর উপরে রাগ করে থাকবেন না।

ভাল থাকুন।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি দারুণ হয়েছে। সাবলিল প্রানজল একটুকু হৃদয়ের উম্মেশ সহ সময়ের বন্ধনাকরে যে কথাগুলো শব্ধের বনুনে নিজেকে জানান দিয়ে গেলেন। সত্যি অপূর্ব মেম।

অপটপিক; গতদিনের লিখাটি পড়ে অনেক ভাল লেগেছে। বন্ধু ও লাইব্রেরী শিরনামে লিখাটির চমকটি সব পাঠক অন্তরে নতুন করে আকাঙ্খা ফুটাবে, হারানো স্মৃতীরা পথে ফিরবে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

ভাল থাকবেন।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:০২

ঋতো আহমেদ বলেছেন: ভাল হয়েছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০

আলপনা তালুকদার বলেছেন: অশেষ ধন্যবাদ। অনেকদিন বাদে আপনি আমার পোস্টে কমেন্ট করলেন। ভাল লাগছে, আপনি বলেছেন আমার কবিতা ভাল হয়েছে। আমি শখের কবি। দিন বিশেক আগে আমি কবি হয়েছি এবং আমার কবিতার সংখ্যা তিন। হা হা হা..

আনন্দ হলেও একটা দুঃখ রয়েই গেছে। এখনও আমার লেখা প্রথম পাতায় আসেনা। আফসোস.....

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৮

ঋতো আহমেদ বলেছেন: আসবে। ধৈর্য ধরুন । লিখতে থাকুন । আপনার সুন্দর লিখা গুলো সামু কর্তৃপক্ষের নজরে আসবে খুব তাড়াতাড়ি । শুভ কামনা ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪

আলপনা তালুকদার বলেছেন:
তাই কি? লেখার মান ভাল হলে এতদিন লাগার কথা নয়। সবার বেলাতেই কি এত সময় লাগে?

যাইহোক। আপনার সান্ত্বনার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.