নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৯ শে মার্চ, ২০১৭ রাত ৯:২৮




একটি চুমু



প্রথমবার যেদিন তোমার ঠোঁটে চুমু খেয়েছিলাম,
বিন্দুমাত্র পাপবোধ হয়নি আমার।
মনে হয়েছে, এ সুখ আমার পাওনা, আমার ন্যায্য হিস্যা,
বিনা অপরাধে যা থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে।
আমাদের প্রেমের ব্যবচ্ছেদ করেছে যারা,
আমার এ অভিসারের পাপ তাদের
তোমার বা আমার নয়।

এই যে রোজ মনের মধ্যে বাসন-কোসনের শব্দের চেয়েও
বেশী বাজে তোমাকে অকারণে হারাবার বেদনা,
কিংবা রোজ তুমি কর ভালবাসার অভিনয় অন্য কারো সাথে,
সেটা বরং পাপ, মহাপাপও বলতে পার,
কারণ এতগুলো জীবনের কষ্টের চেয়ে সমাজের ঠুনকো জেদ
অনেক অনেক বেশী পাপী।

যখন তোমাকে ভালবেসেছি, কখনো কি ভেবেছি
তোমাকে ছাড়া দেখব চাঁদ, পাহাড় কিংবা সমুদ্র?
রংহীন এই বেঁচে থাকা, বা নিজেকে বা তাকে ঠকানো - এটা পাপ নয়?
এক জীবনে যদি তোমার স্পর্শে একবারও পাই প্রকৃত প্রেমের স্পর্শ,
খুব কি ক্ষতি হবে এই বিশ্ব চরাচরের?

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল। ভাল থাকবেন ম্যাম।

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০১৭ বিকাল ৩:১১

খায়রুল আহসান বলেছেন: ভাল লেগেছে এই স্পষ্টকথন। কবিতায় + +
এক জীবনে যদি তোমার স্পর্শে একবারও পাই প্রকৃত প্রেমের স্পর্শ,
খুব কি ক্ষতি হবে এই বিশ্ব চরাচরের?
-- না, মোটেই তা হবার কথা নয়।

২১ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ভেবে বলছেন তো???

৩| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাম আপনি তালপাতারসেপাই এর পোস্টে গিয়ে আপনার ইচ্ছার কথা ব্যাক্ত করাতে আমি স্ব-ইচ্ছায় আপনার পোস্টে এসিছি।
অাসলে ব্লগ এমন একটা প্লাটফ্রম এখানে আপনি ফেইজ বুকের মতো ততো পাঠক আর কমেন্টদারী পাবেন না। তবে যা পাবেন তা সলিট যারা আসলেই পাঠক খুঁজে পড়বে। এখানে আপনি অনেক ভাল মানের লেখক ও যেমন পাবেন আবার ভাল মানের পাঠকও পাবেন।
পোস্ট প্রথম পাতায় যাওয়ার ব্যাপার টা হলো ওদের এই সিসস্টেম কি করার বোন। কিছুদিন আরো অপেক্ষা করেন। পোস্ট করে যান। মনে করেন ব্লগটি আপনার স্টোর এখানে আপনি আপনার লিখাগুলি স্টোর করবেন।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ১০:০৮

আলপনা তালুকদার বলেছেন: আমি সত্যি হতাশ। ওকে। আপনার পরামর্শ মেনে নিলাম। কি আর করা!!

৪| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১

অর্ধ চন্দ্র বলেছেন: হয়তো তার চেয়ে আরো বেশি উচ্ছ্বাস, আরো বেশি প্রকৃতির আপন রঙে রাঙানো মধুময় ক্ষন অপেক্ষমান....

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

আলপনা তালুকদার বলেছেন: Is it???

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন: কেন নয়,

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১

আলপনা তালুকদার বলেছেন: ওকে। ডান।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের প্রেমের ব্যবচ্ছেদ করেছে যারা,
আমার এ অভিসারের পাপ তাদের
তোমার বা আমার নয়....

রোজ তুমি কর ভালবাসার অভিনয় অন্য কারো সাথে,
সেটা বরং পাপ, মহাপাপও বলতে পার,
কারণ এতগুলো জীবনের কষ্টের চেয়ে সমাজের ঠুনকো জেদ
অনেক অনেক বেশী পাপী।

দারুন! ভাল লাগল :)
++

২৭ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।

৭| ০৫ ই মে, ২০১৭ রাত ১০:০৭

সেলিম আনোয়ার বলেছেন: মোটামুটি ।চেষ্টা করেন । একদিন হয়তো ভাল কবিতা লিখতে পারবেন ।

০৭ ই মে, ২০১৭ দুপুর ২:৫৮

আলপনা তালুকদার বলেছেন: জ্বি নিশ্চয়। দোয়া করবেন। ভাল কবিতা না লিখতে পারলেও বিশেষ কোন ক্ষতি নেই। কারণ ভাল কবিতা লিখতে পারে, এমন লোকের আকাল নেই।

ভাল থাকবেন। আর একটি কথা, আমি ফরিদীর একজন ফ্যান। তাই আপনার প্রফাইল পিকচার দেখেই আমার মন ভাল হয়ে যায়। ভাল লেখক হতে না পারার কথা আমলেই আসেনা।

৮| ০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০২

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখতে পারে এমন লোক অতি নগন্য। আপনার সম্ভাবনা আছে ।সেটিই বললাম ।

০৭ ই মে, ২০১৭ বিকাল ৩:০৬

আলপনা তালুকদার বলেছেন: ওয়াও!!! বিশাল কমপ্লিমেন্ট!!! ভীষণ ভাল লাগলো!!!

অশেষ ধন্যবাদ।

৯| ০৯ ই মে, ২০১৭ রাত ১:২৭

নক্ষত্র নীড় বলেছেন: ইশ্! আমিও যদি এরকম একটি ...খেতে পারতাম,তাহলে বোধ'য় ... নিয়ে একটি কবিতা লিখতে পারতাম।কেউ কী নেই ,আমাকে এরকম একটি কবিতা উপহার দিতে পারেন?

০৯ ই মে, ২০১৭ সকাল ৭:০৬

আলপনা তালুকদার বলেছেন: তারজন্য ভালবাসতে হবে। আর ভালবাসা ইচ্ছে করলেই আসেনা। ভালবাসা স্বর্গীয়, আল্লাহ প্রদত্ত। আপনি চাইলেও কারো প্রতি যেমন আপনার ভাললাগা তৈরী হবেনা, তেমনি যদি তৈরী হয়, তাহলে তাকে ভুলে যেতেও পারবেননা। ভালবাসার কষ্টও আছে।

আপনার জন্য দোয়া করি, তেমন কেউ আসুক আপনার জীবনে। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.