নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৭ শে মার্চ, ২০১৭ রাত ১১:২৬






মৃত্যু



আজকাল বড় বেশী 'হতাশ হতাশ' লাগে।
আমি আর কতদিন বাঁচবো?
তারপর এত ব্যস্ততা, কাজ, লেখা কিংবা সম্পর্ক
কোনকিছুরই কোন মানে নেই, থাকেনা।
মনে রাখলে বা ভুলে গেলেও কি মৃত ব্যক্তির খুব বেশী কিছু যায় আসে?
আজ কেন জানিনা, বার বার ভাবছিলাম
মানুষ মরে কেন?
যদি মরেই, তবে বাঁচে কেন?




আলপনা তালুকদার
রাজশাহী
২৫ ফেব্রুয়ারী, ২০১৭

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৭ রাত ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ম্যাম দীর্ঘজীবী হউন। আল্লাহ অনেক বছর জীবন দান করুন। কবিতা কথন হলে কবিতার কথা কাব্যর জন্য। মনের চিন্তারা যদি যাপিত জীবনে পিড়া দেয় তা থেকে মুুক্তি মিলুক সেই প্রত্যাশা।

২৮ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৪৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২| ২৮ শে মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

মুশি-১৯৯৪ বলেছেন:
আজকাল বড় বেশী 'হতাশ হতাশ' লাগে।
আমি আর কতদিন বাঁচবো?


হতাশা কেন আপু !!! তুমি যার কাছ হতে ফিরে আসলে সে কি আমার চেয়েও কঠিন।
তুমি যাকে ডেকে সাড়া পেলে না সে কি আমার চেয়েও মূক।
তুমি যার মুখের পানে তাকালে সে কি আমার চেয়েও অন্ধ।

২৮ শে মার্চ, ২০১৭ রাত ৮:১১

আলপনা তালুকদার বলেছেন:
হতাশার অনেক কারণ আছে। একটা বলি। আমার লেখা ব্লগের প্রথম পাতায় আসেনা (অথচ আমার ধারণা আমি খুব ভাল লিখি। আমার প্রচুর হেভিওয়েট পাঠক আছে ফেসবুকে)।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৯ শে মার্চ, ২০১৭ রাত ১২:৪৫

রিফাত হোসেন বলেছেন: এটাতো ফেবু নয়:( অন্য ব্লগে দেখলাম যে আপনি ব্লগ মুছে ফেলতে চান। ব্লগের দুনিয়া সামু সবচেয়ে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত। অন্য ব্লগে লেখক অনেক থাকতে পারে পাঠক নয়। আমি কয়েকটা চালানোর পর স্টপ হয়ে যাই। আর চাইলে আপনার লেখা ফেবুতে লিংক করে শেয়ার করার অপশন সামু রেখেছে, তা নিশ্চয়ই জানেন। ব্লগে প্রচুর লেখক আছে কিন্তু সবার হাত নেই, যা আপনার আছে, যদি জনপ্রিয়তা বা পাঠক চান একটু সময় লাগবে।
আপনার ব্লগ স্ট্যাটাস:আমার পরিসংখ্যান
পোস্ট করেছি: ২৪টি
মন্তব্য করেছি: ১৫৯টি
মন্তব্য পেয়েছি: ১৯৬টি
ব্লগ লিখেছি: ৪ মাস ২ সপ্তাহ
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ১৭ জন

বছর সময় নেন, মাত্র তো ৪ মাস, আপনিও অনুসরন করুন, মন্তব্য করুন, পরিচিত হন, আশা করি আপনারও অনুসরন শতগুন হবে।


আপনার প্রতিভা বিকাশ করে যান, সাথে আছি

২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৪৭

আলপনা তালুকদার বলেছেন: সবার বেলাতেই কি এত সময় লাগে? আসলে কতদিন লাগে? আমার ধারণা, এত সময় লাগার কোন কারণ নেই। আমার লেখা প্রথম পাতায় আসার মত হলে এতদিনে এসে যেত। আমার লেখাই আসলে ভাল না। অন্যরা হয়ত বেশী ভাল লেখেন। তাই তাঁদের পাঠকও বেশী। তাই আর ব্লগে থাকতে চাচ্ছিনা।তাছাড়া ফেসবুকে আমার ভাল একদল পাঠক তৈরী হয়ে গেছে যাঁদের বেশীরভাগই দেশে ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান। ফেসবুকের সাথে লিংক করাটা সমস্যা নয়, প্রথম পাতায় না আসাটা সমস্যা।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন।

৪| ৩০ শে মার্চ, ২০১৭ ভোর ৬:৫৩

রিফাত হোসেন বলেছেন: ফেবু পাঠক আর ব্লগ পাঠক আকাশ পাতাল পাথর্ক্য আছে। ক্ষেত্র বিশেষে তারা পড়ুক আর না পড়ুক, লাইক শেয়ার করে থাকে। আর ব্লগ এর ব্যাপারটা সত্যিকার ব্লগার না হলে অনুধাবন করা যায় না।

আর মডারেশন এর ব্যাপারে বলতে চাই এই সামুকে এখন ফেবুর মত বিজ্ঞাপন জাতীয় পোষ্টের সমাহার করে ফেলায় + নিক গুলি কেনা বেচা হয় বিধায় খুবই কঠিন মডারেশন প‌্যানেল গঠন করা হয়েছে। শুধু পোষ্ট নয় বরং এক্টিভিটির উপর ওয়াচ থাকে। শুধু দীর্ঘ সময় থাকলেই এক্সেস পাবেন তা কথা নাই। কনটেন্ট বাড়াতে হবে, অন্যের পোষ্টে মন্তব্য করতে হবে, অনুসরন করতে হবে। এর সুবিধা দীর্ঘ হবে।
ফেবুতে যত ইচ্ছা কনটেন্ট যোগ করুন না কেন তা কারেন্ট ইভেন্ট হিসেবে মানুষ অনুসরন করবে মাত্র। কিন্তু ব্লগে একটা পোষ্ট ২-৩ বছর পরেও মন্তব্য হয় অহরহ।

সামু জনপ্রিয়ের তুঙ্গে ছিল মাইনাস বাটনের সময়ে। ফেবুর মত ডিস লাইক বাটন টা সরিয়ে ফেলেছে, অনেকের লেখা অনুতসাহিত করা হয়, এই অযুহাতে!

আচ্ছা, শুভেচ্ছা রইল।

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ১:০২

আলপনা তালুকদার বলেছেন: কনফিউজড।

৫| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩৪

অর্ধ চন্দ্র বলেছেন: মরে না, বেঁচে থাকে প্রিয়তর কোন এক হৃদয়ে লুকিয়ে হাজার বছর।

২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

আলপনা তালুকদার বলেছেন: ভাল। প্রিয় তেমন কেউ থাকলে মন্দ হয়না। ধন্যবাদ।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৬

অর্ধ চন্দ্র বলেছেন: হুমমম, অপেক্ষা করুন, আশা করি প্রিয়তর প্রকৃতি পেয়ে যাবেন।

২৬ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০২

আলপনা তালুকদার বলেছেন: যথাআজ্ঞা।

৭| ০৩ রা মে, ২০১৭ বিকাল ৪:৪৩

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: বিশেষ কারণ সৃষ্টিকর্তা আমাদেরেক সৃষ্টি করেছেন। মৃত্যু হলো তিক্তসত্য, চাইলেও আমার মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারব না।

০৩ রা মে, ২০১৭ বিকাল ৫:০৬

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, জানি। এই নিয়ন্ত্রণের অক্ষমতা থেকেই কবিতাটা লেখা।

ধন্যবাদ। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.