নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

আহাম্মক চেনার উপায়

০৭ ই মে, ২০১৭ রাত ১১:৪৬





আমরা প্রায়ই ভুল করে বোকার মত কাজ করি। আর আহাম্মকরা একই ভুল বার বার করে। বন্ধুরা, মিলিয়ে নিন আহাম্মকের মত কোন্ কোন্ কাজটি আপনি নিজে করেন।



আহাম্মক চেনার দশটি উপায়:

আহাম্মক নাম্বার এক
যে বড়লোককে দেয় ঠেক।

(কেননা বড়লোকের সাথে পারা কঠিণ)

আহাম্মক নাম্বার দুই
যে নদীর কিনারায় লাগায় ভুঁই।

(কেননা যেকোন সময় নদীর পানিতে ফসল ডুবে যেতে পারে।)

আহাম্মক নাম্বার তিন
যে ছোটলোকের কাছে করে ঋণ।

(কেননা যেকারো সামনে ঋণ ফেরত চেয়ে সে আপনাকে বিব্রতকর অবস্থায় ফেলতে পারে।)

আহাম্মক নাম্বার চার
যে ঘরের কথা করে বার।

আহাম্মক নাম্বার পাঁচ
যে বাড়ীর সীমানায় লাগায় গাছ।

( সীমানার ওপাশের জন গাছ নিজের বলে দাবী করতে পারে। মানে অযথা ক্যাচালের সম্ভাবনা তৈরী )

আহাম্মক নাম্বার ছয়
যে গোপন কথা বউয়ের (বা স্বামীর) কাছে কয়।

( সেধে পায়ের দড়ি গলায় তোলার কোন মানে হয়না)

আহাম্মক নাম্বার সাত
যে রাগ করে না খায় ভাত।

(সবচেয়ে বড় আহাম্মক)

আহাম্মক নাম্বার আট
যে পরের কোদালে লাগায় বাঁট।

( নিজের খেয়ে পরের কাজ করে।)

আহাম্মক নাম্বার নয়
যে দোষের কথা শত্রুর কাছে কয়।

(কখনও শত্রু বা পরের কাছে নিজের দোষ, দূর্বলতার কথা বলতে নেই। বললে সে আপনাকে বিপদে ফেলবে। তারা আপনার তুচ্ছ দোষকে বড় করে অকারণে আপনাকে হেয় করার বা বিপদে ফেলার চেষ্টা করবে।)

আহাম্মক নাম্বার দশ
যে বউয়ের (বা স্বামীর) হয় বশ।

খুব খুব ভাল থাকবেন বন্ধুরা।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৭ রাত ১১:৫৬

নাদিম আহসান তুহিন বলেছেন: তাহার জন্য আমি শত শত আহাম্মক হতেও রাজি।
কিন্তু সেই তাঁহারেই আজও পাইলাম নাহ খুঁজি।

০৮ ই মে, ২০১৭ ভোর ৬:২৫

আলপনা তালুকদার বলেছেন: ভাইজান, চিন্তা করিবেন না। রবিঠাকুরকে তাঁর পণ্ডিতমশাই বলিয়াছিলেন, "এখন ইস্কুলে যাইবার জন্য কাঁদিতেছ, পরে না যাইবার জন্য কাঁদিবে।" এখন আপনি তাহার জন্য আহাম্মক হইতে চাইতেছেন, পরে....

২| ০৮ ই মে, ২০১৭ রাত ১২:৫৫

চানাচুর বলেছেন: খুব ভাল্লাগছে পোস্টটা :#) ধন্যবাদ ম্যাডাম B-)

০৮ ই মে, ২০১৭ ভোর ৬:১৯

আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ০৮ ই মে, ২০১৭ রাত ১:১৩

নক্ষত্র নীড় বলেছেন: আর আহাম্মক কিভাবে আহাম্মক চিনতে পারবে ! হা ... হা ...হা ...

০৮ ই মে, ২০১৭ ভোর ৬:২১

আলপনা তালুকদার বলেছেন: সেই তো!!! কেন? মানিকে মানিক চেনে কিভাবে?

৪| ০৮ ই মে, ২০১৭ রাত ৩:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আমি মাঝে মাঝে আহাম্মক চেনার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে, এ জগতের কে মস্ত বড় আহাম্মক,তাকে চেনার চেষ্টা করি B-)

০৮ ই মে, ২০১৭ ভোর ৬:২৩

আলপনা তালুকদার বলেছেন: গুড। আপনার জন্য দোয়া করি। আপনার চেষ্টা সফল হোক।

৫| ০৮ ই মে, ২০১৭ সকাল ১০:৪৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আহাম্মক নাম্বার দশ
যে বউয়ের (বা স্বামীর) হয় বশ।



আজকাল এরকম আহাম্মকের সংখ্যা বিপজ্জনকভাবে বাড়ছে।

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:২৬

আলপনা তালুকদার বলেছেন: জনাব, আপনার অবস্থা কি? হা হা হা! সরি। এমনি বললাম।

ধন্যবাদ।

৬| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: না, না, সরি বলার কিছু নাই। আমি শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক। =p~

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৪১

আলপনা তালুকদার বলেছেন: গুড গুড!!!!

৭| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: আহাম্মক নাম্বার দশ
যে বউয়ের (বা স্বামীর) হয় বশ।

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৫০

আলপনা তালুকদার বলেছেন: আপনিও তাই???!!! হা হা হা!!!

ভাল, অতি ভাল। ধন্যবাদ।

৮| ০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৫২

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Much better

০৮ ই মে, ২০১৭ সকাল ১১:৫৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৯| ০৮ ই মে, ২০১৭ দুপুর ২:৩২

নক্ষত্র নীড় বলেছেন: (প্রত্ত্যুত্তরের প্রত্ত্যুত্তরে বলছি,) ও রতনে রতন চেনে।(আর বান্ধববিহারে বলতাম,একটু মজা করে,) বৈতালে বৈতাল!

০৮ ই মে, ২০১৭ বিকাল ৩:৪২

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! বেশ!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.