নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা

১৩ ই মে, ২০১৭ রাত ১০:৩৮




তোমার ফেরা

রাতের শিশিরের উপরে যখন ভোরের রোদ খেলা করে,
চাঁদের আলোর সাথে যখন হিজল গাছের কচি পাতা ভাব জমায়,
মাঠভরা ফসলের ডগায় ঢেউ তুলে যখন পাগলা বাতাস ছুটে চলে,
অথবা মহুয়ার মাতাল গন্ধ গায়ে মেখে যখন কোন কিশোর রাখাল
তার বাঁশীতে বাজায় কোন পল্লীগানের মনকাড়া সুর,
আমি উদাস হই, আমি চেয়ে থাকি নিষ্পলক।

বৈশাখী ঝড় যখন উড়িয়ে নেয় কোন গ্রাম্য কাজল মেয়ের চুল,
হাঁসেরা খেলা করে বিলের জল আর শাপলার সাথে,
যখন আনমনা মাঝির গলায় উঠে আসে চেনা কোন ভাটিয়ালী সুর,
আধো আধো বোলে কোন উদাম শিশু মাকে বোঝায় তার মনের কথা,
আমি স্বপ্ন দেখি, আমি আপ্লুত হই।

উঠানে সদ্য ওঠা নতুন ফসলের ছড়াছড়ি দেখে যখন হাসে কৃষাণীর মুখ,
অথবা ঘামের বিনিময়ে পাওয়া শ্রমিকের তৃপ্তির হাসি,
ঐ মধ্যগগণে উড়ে চলা ঘুড়ির লাটাই হাতে ছুটে চলে কোন কিশোর বালক,
দীঘির পাড়ে পান খাওয়া ঠোঁটে ফোকলা দাঁতে গল্প শোনায় দাদিমা,
সবকিছুতেই আমি তোমাকে দেখি, সবকিছুতেই তুমি মিলেমিশে একাকার।
মনে হয়, এ মাটির প্রতিটি ধূলিকণায় তোমার বসবাস।

দিনের শেষে ক্লান্ত পথিক যখন ঘরে ফেরে মেঠো কোন পথ ধরে,
হাটের সদাই নিয়ে গল্পে মশগুল হয়ে যখন দ্রুত পায়ে ধেয়ে আসে হাটুরে,
গরুর পাল ধুলো উড়িয়ে বৌ লগনে ফিরে আসে চেনা পথ ধরে,
নিকোনো উঠোণে ঘোমটা দেয়া কোন নতুন বৌ করে রাতের রান্নার আয়োজন,
সারা আকাশ দাপাদাপি করে সন্ধ্যা হলেই পাখিরাও ঠিকই ঘরে ফেরে।
তুমি ফিরবে কবে? তোমাকে একপলক দেখার আশায় আর কত অপেক্ষা?
তুমি ছাড়া আজকাল আর কোন কিছু চোখে পড়েনা আমার।
এতে আমার কি দোষ বল? আমি যে তীর্থের কাক!
বলনা সত্যি করে, কবে ফিরবে তুমি?
ফিরবে তো?
তোমার ফেরার জন্য আমার অনন্তের অপেক্ষা।.....

ছবি: আমার মেয়ের আঁকা।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৪৪

মৌমুমু বলেছেন: অনেক সুন্দর লিখেছেন আপু। +++
অনেক ভালোলাগা আর শুভকামনা রইল।
ভালো থাকবেন।

১৩ ই মে, ২০১৭ রাত ১০:৪৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও অনেক শুভকামনা। অনেক অনাচার চারদিকে। তারমাঝেই যতটুকু পারা যায়, ভাল থাকুন।

২| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৫১

নাগরিক কবি বলেছেন: সুন্দর। B-) কবি :)

১৩ ই মে, ২০১৭ রাত ১০:৫৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।

৩| ১৩ ই মে, ২০১৭ রাত ১০:৫৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কাব্যখানি ম্যাম। সত্যিই অপূর্ব। ভাল থাকবেন সদায়। লিখে যান আশা করি আপনি পাঠক সমাদৃত হবেন।

১৩ ই মে, ২০১৭ রাত ১১:১৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ সুজন। আমি কবিতাটা লিখেছি সব প্রবাসী ভাই-বোন-বন্ধুর জন্য যাদের জন্য তাদের প্রিয়জনেরা পথ চেয়ে থাকে। আমি নিজেও এমন কষ্ট সহ্য করেছি অনেকবার।

কবিতাটা তোমার ভাল লেগেছে জেনে খুশী হলাম। আর পাঠক আমার লেখা পড়ছে। এত কম সময়ে এতটা সাড়া আমি আশা করিনি। যাইহোক, ভাল থেকো।

৪| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: এই তো হচ্ছে । আপনি পারবেন কবিতা লিখতে । ভাল লেগেছে ।

১৩ ই মে, ২০১৭ রাত ১১:১৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। যাক, আপনার আকাঙ্খা ছুঁতে পেরেছি বলে ভীষণ খুশী লাগছে!

ভাল থাকুন।

৫| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতার মধ্যে প্রকৃতি প্রেম! বেচে থাকুক ভালবাসা সতত!

১৩ ই মে, ২০১৭ রাত ১১:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জ্বি, ঠিক বলেছেন। অপরূপা আমার সোনার বাংলার গ্রাম্য প্রকৃতি! খুব ভালবাসি।

ভাল থাকুন।

৬| ১৩ ই মে, ২০১৭ রাত ১১:৫৩

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে +++

সেই সাথে আপনার মেয়ের আঁকা ছবিটাও ....

১৪ ই মে, ২০১৭ রাত ১২:০২

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! মা-মেয়ে দু'জনেই হিট! আহা কি আনন্দ আকাশে বাতাসে..
ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:০৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন

১৪ ই মে, ২০১৭ রাত ১২:১২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ১৪ ই মে, ২০১৭ রাত ১২:১০

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হচ্ছে আরো ভালো করতে হবে কিন্তু !

জ্ঞানীগুনীদের কঠিন চাপে এখন তো হাসাহাসি বন্ধ =p~

হা হা হা ভালো থাকুন।

১৪ ই মে, ২০১৭ রাত ১২:১৮

আলপনা তালুকদার বলেছেন: আমার হাসি বন্ধ করা কঠিণ। যত চাপই থাকুক, আমি জানি কি করে নিজেকে ও আপন মানুষজনকে হাসিখুশী রাখতে হয়।
তবে আশপাশের ঘটনাপ্রবাহ মন খারাপ করে দেয়।

আমি কবিতা লিখি শখ করে। আপনাদের দু'চার জনের ভাল লাগলেই আমি মহা খুশী।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.