নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা: একটা কথা

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৪৭




একটা কথা


একটা কথা খুব বুঝেছি
এ জীবনে তোমায় পাওয়া হবেনা।
একটা কথা খুব জেনেছি
চাঁদ আর মাটি এক ঘরেতে রবেনা।

একটা কথা খুব মেনেছি
জীবন বড় কষ্টকর।
একটা কথা খুব বলেছি
তুমি আমার নষ্ট পর।

একটা কথা খুব তুলেছি
তোমায় ছাড়া আমি কোথাও থাকবনা।
একটা কথা  খুব ভুলেছি
তোমার কথা আর কখনও ভাবব না।

একটা কথা খুব দেখেছি
তুমিও আমায় ভুলতে কভু পারনি।
একটা কথা খুব ভেবেছি
কেন তুমি আমার আশা ছাড়োনি।

একটা কথা দিনের মত সত্যি আজ
রাতের শেষে ভোর হয় যে অকারণ।
একটা কথা মিথ্যে দিয়ে ঢাকি রোজ
তুমি আমার আমি তোমার আমরণ।


রিপোস্ট

মন্তব্য ৫৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: ++++

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে আপু। খুব সুন্দর কবিতা।

০৬ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৭

আলপনা তালুকদার বলেছেন:
সিরিয়াস লেখা লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেলে আমি কবিতা লিখি। এই কবিতাটাও তাই।

ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর কবিতা + B-)

০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:১৪

স্বতু সাঁই বলেছেন: শিরোনাম নিয়ে ভাবা যেতো...

০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:১৮

আলপনা তালুকদার বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ।

সত্যি বলতে কি, আমি কবিতা ভাল বুঝিনা। অত খুঁটিয়ে ভাবিওনা।

বেশ, পরের বার খেয়াল করব। ভাল থাকুন।

৫| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৫

ভ্রমরের ডানা বলেছেন:
কবিতাটি ভাল লাগল!

০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৩২

আলপনা তালুকদার বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৬| ০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:২৯

নতুন নকিব বলেছেন:



নামটি 'আমি তোমার আমরণ' রাখা যেতে পারে।

০৬ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৩

আলপনা তালুকদার বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৭| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৯

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৬

অপ্‌সরা বলেছেন: একটা কথা খুব দেখেছি
তুমিও আমায় ভুলতে কভু পারনি।
একটা কথা খুব ভেবেছি
কেন তুমি আমার আশা ছাড়োনি।

একটা কথা দিনের মত সত্যি আজ
রাতের শেষে ভোর হয় যে অকারণ।
একটা কথা মিথ্যে দিয়ে ঢাকি রোজ
তুমি আমার আমি তোমার আমরণ।


ঠিক ঠিক ঠিক আপুনি!!!!!!!!

একদম ঠিক কথা!!!!! :)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! তাই? খুব মনে ধরেছে, তাইনা? আসলে পৃথিবীর সব ব্যর্থ প্রেমিক- প্রেমিকারাই এমনটা ভাবে। মুশকিল হল, যারা প্রেম করে বিয়ে করেছে, তারা ভাবে উল্টেটা। সত্যি সেলুকাস! কি বিচিত্র মানুষের মন! একেবারে দিল্লী কা লাড্ডু!!!......

৯| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

অপ্‌সরা বলেছেন: তুমি ব্যার্থ প্রেমিক !!!!!!!!! মানে ব্যার্থ প্রেমিকা নাকি!!!!!!!!! :P

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৭

আলপনা তালুকদার বলেছেন: কবিতার বিষয়বস্তু ব্যর্থ প্রেমিক-প্রেমিকার মনের আকুতি নিয়ে লেখা। জরুরী নয় কবিকে ব্যর্থ হতেই হবে। কবির কবিতায় স্বার্থকতা- ব্যর্থতাসহ যেকোন অনুভূতির প্রকাশ থাকবে। সবকিছু লেখক বা কবির জীবনে নাও ঘটতে পারে। দেখে, শুনে, কল্পনা করেও অনেক কিছু লেখা যায়। এসব আপনার বোঝার কথা। যাইহোক, ধন্যবাদ।

১০| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩

অপ্‌সরা বলেছেন: ঠিক তাই। প্রেমের গল্প বা কবিতা মানেই দুঃখের হলেই বেশি মনে গেঁথে যায়। অনেকেই বলে হ্যাপী এন্ডিং হলে ভালো হয় আসলে হ্যাপী এন্ডিং কারো মনে থাকে না। মানুষের মনের গোপন গহীন কোনে দুঃখের ছাপটাই বেশি প্রগাঢ়।

আমি জানি আপুনি!!!! দুত্তামী করেছি। :) :) :)

০৬ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৬

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। বুঝেছি। ঠিকআছে। ভাল থাকুন।

১১| ০৬ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫১

জগতারন বলেছেন:
কবিতা ভালো লাগলো।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জেনে আমারও ভাল লাগলো। ভাল থাকুন।

১২| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৩

কানিজ রিনা বলেছেন: মানুষের মনের ব্যর্থ কথাইত কবিতা গল্পে
উঠে আসে তাইনা আলপনা? অসাধারন
হয়েছে। ধন্যবাদ।

০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আলপনা তালুকদার বলেছেন: সফলতাও উঠে আসে। ধন্যবাদ। আমার কবিতা আপনাদের ভালল লাগছে দেখে আমারও ভীষণ ভাল লাগছে!!! ভাল থাকুন।

১৩| ০৬ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

অবিসংবাদিত নেতা নেহরু বলেছেন: একটা কথা খুব দেখেছি
তুমিও আমায় ভুলতে কভু পারনি।
একটা কথা খুব ভেবেছি
কেন তুমি আমার আশা ছাড়োনি।

একটা কথা দিনের মত সত্যি আজ
রাতের শেষে ভোর হয় যে অকারণ।
একটা কথা মিথ্যে দিয়ে ঢাকি রোজ
তুমি আমার আমি তোমার আমরণ।

আমারও ভাললাগা রইল

০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ইস্! আপনাদের প্রতি কৃতজ্ঞতায় মন ভরে যাচ্ছে!!! খুব খুব ভাল থাকুন।

১৪| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৭

কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন+++ =p~

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। কিন্তু আপনার নাম এমন কেন?????

১৫| ০৬ ই জুন, ২০১৭ রাত ৮:৪৮

কুঁড়ের_বাদশা বলেছেন:
আপা ৪ নাম্বার লাইক কিন্তু আমার .............. :P

ভাল থাকুন ।

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:০৭

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! ওকে। জ্বি, আপনিও ভাল থাকুন।

১৬| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:২৩

কুঁড়ের_বাদশা বলেছেন:
অাফা, কোন কাজ-কাম পারিনা তাই বউ কথায়, কাথায় গালি দেয় । খুব জ্বালায় আছি ... :-P

এখন নিজ গুনে বুঝে নিন এমন ব্লগ নামের রহস্য । B-)

০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৩০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!!! জ্বি, বুঝে নিলাম।

১৭| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল কবিতা

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:২৭

আলপনা তালুকদার বলেছেন: অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাচ্ছি। ভাল থাকুন।

১৮| ০৬ ই জুন, ২০১৭ রাত ৯:৪৬

আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার ,




একটা কথা খুব বুঝেছি, এমন ছোট ছোট অভিমান আর হাহাকারে ভরা কবিতাটিকে "সুন্দর" বলে আলপনায় সাজিয়ে না দিয়ে গেলে বড় বেশী অন্যায় হয়ে যেত ।

০৬ ই জুন, ২০১৭ রাত ১০:২৯

আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজেই ভাবিনি কবিতাটা আপনাদের এত ভাল লাগবে। আবারো ধন্যবাদ। ভাল থাকুন।

১৯| ০৬ ই জুন, ২০১৭ রাত ১০:৪৭

করুণাধারা বলেছেন: হাল্কা ভারী দুধরনের লেখাতেই আপনি সমান পারদর্শী।

শুভকামনা।

০৬ ই জুন, ২০১৭ রাত ১১:১২

আলপনা তালুকদার বলেছেন: ওয়াও!!!! বিরাট কম্প্লিমেন্ট!!! অনুপ্রেরণাদায়ক!!!! অশেষ ধন্যবাদ!!!!! ঠিক এইমুহূর্তে একটি সিরিয়াস লেখা লিখছি। আর মিনিট পনেরো লাগবে।

আবারো ধন্যবাদ। ভাল থাকুন।

২০| ০৭ ই জুন, ২০১৭ রাত ১২:২১

জাহিদ অনিক বলেছেন: তীব্র আকুলতা ও ট্রাজেডি ।

বিরহেই কি প্রেমের সফলতা ? নাকি মহৎ প্রেম বলেই সব দূরে ঠেলে দিতে চায় ?

কবিতা ভাল লেগেছে । +

০৭ ই জুন, ২০১৭ রাত ১২:৩৫

আলপনা তালুকদার বলেছেন: জটিল প্রশ্ন। ধন্যবাদ। ভাল থাকুন।

২১| ০৭ ই জুন, ২০১৭ ভোর ৫:৫৪

তপোবণ বলেছেন:
"একটা কথা দিনের মত সত্যি আজ
রাতের শেষে ভোর হয় যে অকারণ।
একটা কথা মিথ্যে দিয়ে ঢাকি রোজ
তুমি আমার আমি তোমার আমরণ। "

দারুণ লাগল আপু। এই কবিতাটা মিলায়ে দেখলে দেখা যাবে অনেকের জীবনের অব্যক্ত কিছু উক্তি এখানে উঠে এসেছে। তবে আপু আমার অনুভুতির সাথে মিলে যাওয়ায় ++

০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১৭

আলপনা তালুকদার বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। তাই? মিলে গেছে? বেশ, শুনে আমারও ভাল লাগলো। ভাল থাকুন।

২২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:৩০

কাব্য রসিক বলেছেন: সব অনুভূতি একবারে প্রকাশ হলো !!
খুবই ভাল লেগেছে .......... অসংখ্য ধন্যবাদ কবি আপনাকে :-B

০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১৮

আলপনা তালুকদার বলেছেন: আমারও জেনে খুবই ভাল লাগলো!!!! আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা - ভাল থাকুন।

২৩| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬

বৃষ্টি বিন্দু বলেছেন:

ভাললাগলো খুব। শুভকামনা রইলো

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২৪| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:০১

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: কবিতায় ভালোলাগা রেখে গেলাম।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৫

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

২৫| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সাংবাদিক জুলহাস বলেছেন: “একটা কথা খুব মেনেছি
জীবন বড় কষ্টকর।
একটা কথা খুব বলেছি
তুমি আমার নষ্ট পর”

অসাধারণ, খুব সুন্দর, খুব ভাল লাগলো আপু।

০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য। খুব খুব ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.