নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : সব থেকেও নেই

১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৪



সব থেকেও নেই


আমার সব থেকেও নেই
বুকের মাঝে অহর্নিশি
পাইনা খুঁজে খেই।

লাল-নীল আর সবুজ-হলুদ
সবি আছে মোর
তবু ভাবি রাত্রি শেষে
কখন হবে ভোর?

দিবানিশি স্বপ্ন বুনি
তোমায় ভেবে দিন যে গুনি
শত বাধা ছিন্ন করে
শুনব সানাই সুর।

প্রিয়তম তুষের আগুন
আমার বুকেও জ্বলে দ্বিগুণ
সন্ধ্যে হবার আগেই এসো
যাব সমুদ্দুর।

তোমায় ভেবে জীবন গেল,
দিনের শেষে রাত্রি হল।
তোমায় পাবার অলীক আশা
আজও অন্তহীন।

তোমার মাঝেই চাঁদের আলো
দিনের শেষেও ছড়ায় ভালো
তোমার মাঝেই ভাবছি সদা
হব আমি লীন।

লোকনিন্দা, লৌকিকতা
কিসের তোমার ভয়?
একা একাই ভীষণ যদি
থাকতে তোমার হয়?

কোন কিছুতেই ঘোচেনা যে
বুকের শূন্যতা
খুঁজে ফিরি হাতড়ে বেড়াই
আমার পূর্ণতা।

তোমার মত এমন ভাল
কে আর আমায় বাসে?
নাহলে কি তোমার স্মৃতি
নিত্য এমন আসে?

ভুলে-ছলে অন্ধকারে
জীবন হল পার
তোমার দেয়া একটু পরশ
বাঁচায় হাজার বার।

রিপোস্ট

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: সব থেকেও নেই, এই যন্ত্রণা মনে ভীষণ কষ্টের হয় !

কবিতা ভালো হয়েছে +

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

২| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬

রাফিন জয় বলেছেন: ভুলে-ছলে অন্ধকারে
জীবন হল পার
তোমার দেয়া একটু পরশ
বাঁচায় হাজার বার।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

রাফিন জয় বলেছেন: +++++++++++++++++

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৪| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বলেছেন, কাব্যিক ভাষায় নিজের ইচ্ছে গুলোর প্রকাশ হয়েছে বেশ। ভালোবাসার গভীরতা, উদাস সময় মন বাসনা পড়ে মনের মুগ্ধতা'র নেই শেষ।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২০

জাহিদ অনিক বলেছেন: লাল-নীল আর সবুজ-হলুদ
সবি আছে মোর
তবু ভাবি রাত্রি শেষে
কখন হবে ভোর?


ভোর হওয়ার পরে কি করা যাবে ? আবার রাতের জন্য অপেক্ষা, আবার ভোরের জন্য অপেক্ষা ।

কবিতা ভাল লেগেছে। বিরহ কাব্য মনে হচ্ছে।

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! তাইতো!!! আচ্ছা দেখা যাক। আগে ভোর তো হোক।

ধন্যবাদ। ভাল থাকুন

৬| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: ভুলে-ছলে অন্ধকারে
জীবন হল পার
তোমার দেয়া একটু পরশ
বাঁচায় হাজার বার।

সুন্দর

লোকনিন্দা, লৌকিকতা
কিসের তোমার ভয়?
একা একাই ভীষণ যদি
থাকতে তোমার হয়?

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। এবার কবিতা ঠিক আছে?

৭| ১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: ঠিক আছে । ছন্দ ঠিক আছে ।বক্তব্যও সুষ্পষ্ট । সুন্দর + :)

১১ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

আলপনা তালুকদার বলেছেন: জেনে খুশী হলাম। ধন্যবাদ। কবিতাটা কিন্তু পুরনো।

৮| ১২ ই জুন, ২০১৭ রাত ১:২৫

স্বতু সাঁই বলেছেন: বড় বড় কবিতা পড়তে ভীষণ কষ্টকর। ছোট ছোট হলে পঢ়ে মজা!

সবই আছে ঠিকঠাক মনটা শুধু নাই।
খুঁজতে খুঁজতে সকাল দুপুর বেলা চলে যায়।
সবই আছে ঠিকঠাক, শুধু মনটা কোথাও নাই!!

১২ ই জুন, ২০১৭ রাত ৩:৩৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.