নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

হুমায়ূন আহমেদের থাপ্পড়

১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৩৯




হুমায়ূন আহমেদের থাপ্পড়

দুপুরবেলা ভার্সিটি থেকে ফিরেছি। প্রচণ্ড ক্ষিদে পেয়েছে। আমি বাসায় ঢুকেই গুলতেকিনকে টেবিলে খাবার দিতে বললাম। খেতে বসে দেখি - সাদা ভাত, বেশী করে পেঁয়াজ দিয়ে ছোট মাছের ভাজি, করলা ভাজা, মশুরের ঘন ডাল, গলদা চিংড়ি ভুনা আর মুরগির ঝোল। সাথে পেঁয়াজ, কাঁচা মরিচ আর লেবু। সবই আমার পছন্দের খাবার। খুশী মনে খেতে বসতেই আমার ছোট মেয়ে বিপাশা গম্ভীর মুখে বলল, "বাবা, ফজলু মিয়াকে থাপ্পড় মারা তোমার ঠিক হয়নি।"

আমি রোজ রাতে যা লিখি, সেগুলো ডাইনিং টেবিলের পাশে ডিপ ফ্রিজের উপর পেপারওয়েট দিয়ে চাপা দেয়া থাকে। সকালে স্কুলে যাবার আগে সেগুলো পড়ার পর আমার তিন মেয়ে স্কুলে যায়। আমি এখন "গাতক ফজলু" নামের যে গল্পটি লিখছি, তাতে ফজলু মিয়া মূল চরিত্র। ফজলু মিয়া একজন বাউল। আধপাগলা টাইপের মানুষ। সে একা থাকে। কঠিণ রোগে ভুগে বিনা চিকিৎসায় তার অল্পবয়সী সুন্দরী স্ত্রী মারা যাবার পর সংসারে তার মন নেই। নিঃসন্তান ফজলু গ্রামে-গঞ্জে ঘুরে বেড়ায়, গান গায়। মাঝে মাঝে এক-দেড় মাসের জন্য বাড়ী ছেড়ে উধাও হয়ে যায়। আবার আসে। বাপ-দাদার ভিটেতে তার ভাঙ্গাচোরা দু'টো ঘর আছে। তার একটাতে সে থাকে। অন্যটাতে সে নিজেই রান্না করে খায়। তার এই ভিটেমাটির প্রতি চোখ পড়েছে গ্রামের দুষ্টু চেয়ারম্যান জব্বার মোল্লার। জব্বারের লোকেরা ফজলুকে তাড়াবার জন্য গভীর রাতে তার বাড়ীর মধ্যে ঢিল মারে, ভূতের মত বিকট গলায় শব্দ করে। তাতে কোন কাজ হয়নি। সম্প্রতি ফজলু জব্বার মোল্লাকে নিয়ে ব্যাঙ্গাত্বক গান রচনা করেছে। সেই অপরাধে জব্বার ফজলুকে গ্রামের লোকেদের সামনে থাপ্পড় মারে।

গতরাতে এই থাপ্পড় মারার অংশটি আমি লিখেছি। আমার মেয়ের সেটি পছন্দ হয়নি। সে ক্লাস ফোরে পড়ে। কিন্তু সেইই আমার লেখার সবচেয়ে বড় সমালোচক। সে গান ভালবাসে। ফজলু গাতক। তাই তার প্রতি আমার মেয়ের বিশেষ দূর্বলতা তৈরী হয়েছে। তার উপর ফজলুর বয়স ষাটের ঊর্ধে। এমন মানুষকে কেউ থাপ্পড় মারবে - এটা সে মেনে নিতে পারছে না। আমি অপরাধীর মত বললাম, "দ্যাখ মা, ক্ষমতাবানরা সবসময় ক্ষমতাহীনদের সাথে এমন আচরণই করে।"

গুলতেকিন মহাবিরক্ত হচ্ছে। দুপুরের প্রচণ্ড গরমে ঘেমে সে এতকিছু রান্না করেছে। খাওয়া ফেলে এই থাপ্পড় বিষয়ক আলোচনা তার মোটেই পছন্দ হচ্ছেনা। খাবার ঠাণ্ডা হচ্ছে। আমি আবার ঠাণ্ডা খাবার খেতে পারিনা। আমি না খেলে সেও খেতে পারছেনা। বড় মেয়ে নোভার তাড়া আছে। সে খেয়ে টিউশনিতে যাবে। শিলা বিপাশাকে চোখের ঈশারায় ধমক দিল। নুহাশের গলদা চিংড়ি খুবই প্রিয়। সে এসব ফালতু আলোচনায় কান না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বিপাশা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করল, "বাবা, ক্ষমতাবান কি?"

গুলতেকিন দেখল, আলোচনা আরো দীর্ঘ হবে। তাই সে কড়া গলায় শাসনের সুরে আমাকে বলল, "আগে খাও। থাপ্পড় পরে মেরো।" ক্ষমতাবানের ধমকে আমাদের আলোচনা থেমে গেল। আমি ভাল করে খেতে পারলাম না। চোখের সামনে ফজলু মিয়ার অপমানিত করুণ মুখটা ভাসতে লাগলো। খাওয়া শেষে সিগারেট হাতে বারান্দায় বসে ভাবতে লাগলাম - কি করা যায়? থাপ্পড় বাদ দেব? থাপ্পড়ের জন্যই ফজলু মিয়ার প্রতি পাঠকের সহমর্মিতা তৈরী হবে। জব্বার মোল্লাকে ঘৃণা করবে। পাঠক চাইবে জব্বর মোল্লার সাজা হোক। এভাবে গল্প পাঠকের মন ছুঁয়ে যাবে।

অন্যদিকে কাহিনী না বদলালে বই ছাপার পর ছোট মেয়ে দেখে মন খারাপ করবে যে, তার বাবা তার কথা শোনেনি। তারচেয়েও বড় সমস্যা হল - সকালে অন্যপ্রকাশের সত্বাধিকারী মাজহার এসে লেখাগুলো নিয়ে গেছে টাইপ করতে। সামনে বইমেলা। হাতে সময় কম। আমি মাজহারকে ফোন করে ডাকলাম। সাথে অবশ্যই আজকের লেখাগুলো নিয়ে আসতে বললাম।

মাজহার আসার পর বললাম, "লেখাগুলো থাক। আমি আরেকটু ভেবে লিখব।" মাজহার হতাশ চোখে আমার দিকে তাকালো। এর আগেও আমি এমন পাগলামো অনেকবার করেছি। শেষ মুহূর্তে চরিত্রের নাম, ঘটনা, গল্পের পরিণতি বদলে দিয়েছি। মাজহারকে আশ্বস্ত করার জন্য বললাম, "তুমি চিন্তা করোনা। আমি খুব বেশী সময় নেবনা।"

রাতে আবার লিখতে বসলাম। অনেক ভাবার পর থাপ্পড়ের জায়গায় "শুয়োরের বাচ্চা" বসালাম। এই প্রথম লেখক হুমায়ূন বাবা হুমায়ূনের কাছে হেরে গেল। পরাজয়ের আনন্দে তার মন ভরে গেল। তার চোখের সামনে ভাসতে লাগলো - নতুন বই হাতে নিয়ে তার পরীর মত মেয়ে নাচছে.......!!!!!


হুমায়ূন আহমেদের স্টাইলে লেখার চেষ্টা করেছি। অনেকটা কৌতুহল থেকে। উনি লিখলে কি এভাবে লিখতেন? সরি স্যার। আপনাকে খাটো করার জন্য লিখিনি। মিস ইউ। আপনি থাকলে বাংলাদেশ আরও অনেক কিছু পেত। যেখানেই থাকুন, ভাল থাকুন - এই কামনা সবসময়।

মন্তব্য ৮৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ রাত ১০:৫৬

তপোবণ বলেছেন: লেখার আদলটা হুমায়ুন স্যারের মতোই হয়েছে। লেখার শেষে গিয়ে বুঝলাম আপনার নির্মল স্বীরোক্তির পর যে এটা হুমায়ুন স্যারের লেখা নয়। প্রথমে ভাবলাম স্যারেরই কোন লেখা, লেখক হয়তো এটা নিয়ে কোন আলোচনা করবেন। যাক সুন্দর লিখেছেন, এমন করেই একটা বড় লেখা চাই আপনার কাছে।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

আলপনা তালুকদার বলেছেন: অশেষ ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। হুমায়ূন স্যারের লেখা মনে হয়েছে চরিত্রগুলোর জন্য, আমার লেখার গুণে নয়। আমি কি অত ভাল লিখি? ওকে, চেষ্টা করে দেখতে পারি। ভাল থাকুন।

২| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:০৮

কলাবাগান১ বলেছেন: "এই প্রথম লেখক হুমায়ূন বাবা হুমায়ূনের কাছে হেরে গেল। পরাজয়ের আনন্দে তার মন ভরে গেল। "

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:০৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:১২

প্রামানিক বলেছেন: লেখাটি ভালো লাগল। চেষ্টা করুন উপন্যাসও লিখতে পারবেন।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:১৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। তাই? হুমায়ূন স্যারের স্টাইলে??? হা হা হা! ভাল থাকুন।

৪| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩২

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লাগা আপুনি!

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৫| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৩৫

রাবেয়া রাহীম বলেছেন: অপূর্ব প্রকশ ভঙ্গী মন ছুয়ে গেল।

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৪০

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। স্যার মারা যাবার পর অনেকবার মনে হয়েছে, ওনার মত করে কেউ লিখুক। তা হয়নি। সেই আক্ষেপ থেকেই এ লেখাটা লিখেছিলাম। আপনাদের ভাল লাগছে দেখে ভীষণ ভাল লাগছে। আসলে স্যারের লেখা পছন্দ করেনা, বাংলাদেশে এমন পাঠক বিরল। আবারো ধন্যবাদ। ভাল থাকুন। স্যারের জন্য দোয়া করবেন।

৬| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: স্যারকে স্মরণ করে লেখা খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।

স্যারের "ম্যাজিক মুনশি" বইটা পড়েছেন নিশ্চই, স্যার খুব উদার মনের মানুষ ছিলেন তা এই বইয়ে অজান্তে ফুটে উঠেছে।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১১

আলপনা তালুকদার বলেছেন: উদার মন না হলে এত ভাল লেখা যায়না। এত মানুষের মন ছোঁয়া যায়না। ধন্যবাদ।

৭| ১৩ ই জুন, ২০১৭ রাত ১১:৫৬

রায়হানুল এফ রাজ বলেছেন: প্রথমে তো সেটাই ভেবেছিলাম আপু। অনেক ভালো হয়েছে।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১২

আলপনা তালুকদার বলেছেন: তাই? শুনে খুশী হলাম। ধন্যবাদ। ভাল থাকুন।

৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: জি, অবশ্যই। আপনিও ভালো থাকবেন।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি তো ম্যাম। সরি, ভুল করে আপু বলে ফেলেছি।

১৪ ই জুন, ২০১৭ রাত ১২:২১

আলপনা তালুকদার বলেছেন: সমস্যা নেই। ম্যামরাও কখনও কখনও আপু হয়। মন্তব্যের জন্য আবারো ধন্যবাদ।

১০| ১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:১২

মিঃ আতিক বলেছেন: সুন্দর একটা গল্প পড়লাম। ধন্যবাদ।

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:২৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১১| ১৪ ই জুন, ২০১৭ ভোর ৫:১৩

রিফাত হোসেন বলেছেন: +

১৪ ই জুন, ২০১৭ সকাল ৮:২৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১২| ১৪ ই জুন, ২০১৭ সকাল ৯:২৫

মোস্তফা সোহেল বলেছেন: আমিতো মনে করলাম হুমায়ূন স্যারের লেখায় পড়ছি। খুবই সুন্দর হয়েছে।

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:০৮

আলপনা তালুকদার বলেছেন: তাই? ধন্যবাদ।

১৩| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:২১

রাজীব নুর বলেছেন: ভালো এবং সুন্দর কিছু অনুকরন করা খারাপ নয়।

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:২৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। তাহলেতো ওনার স্টাইলে গল্প, উপন্যাস সব লেখা যায়। কিন্তু পাঠক পড়বে কি?

১৪| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৭

মোহাম্মদ বাসার বলেছেন: আপনি নিজের মত করেই লিখুন। কে জানে একদিন তাঁকে ছাড়িয়ে যাবেন না?

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৬

আলপনা তালুকদার বলেছেন: ওয়াও!! তা কি সম্ভব??? ধন্যবাদ।

লাইক?????

১৫| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৩

আমি চির-দুরন্ত বলেছেন: লেখার স্টাইলটা​ আর চরিত্রগুলোর কারনে স্যারের লেখাই মনে করেছিলাম প্রথমে​।পরে বুঝলাম আপণার লেখা।।

১৪ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৭

আলপনা তালুকদার বলেছেন: হতাশ হয়েছেন আমার লেখা বলে? সরি....

১৬| ১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১

বেয়াদপ কাক বলেছেন: ভালো লেগেছে

১৪ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১৭| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

বিজন রয় বলেছেন: হুমায়ূন আহমেদ কি জনপ্রিয় লেখক না দামী লেখক?

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৯

আলপনা তালুকদার বলেছেন: আমার ধারণা - দু'টোই। আপনার কি মনে হয়?

১৮| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৪

জামান শেখ বলেছেন: হুমায়ুন সাহেবের তুলিতে আল্পনাটি আপনি একেছেন-- আলপনা আক্তার আপনাকে ধন্যবাদ।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০০

আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকুন।

১৯| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসাধারণ ! অসাধারণ !!
বুঝতেই পারিনি, এটা অন্য কেউ লিখেছে !!!!!

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৩

আলপনা তালুকদার বলেছেন: তাই? ওয়াও!!! আমার জন্য বিশাল কমপ্লিমেন্ট!!! খুব খুশী হলাম। ধন্যবাদ। ভাল থাকুন।

২০| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৫

বিজন রয় বলেছেন: আমি তো মনে করি জনপ্রিয় লেখক ছিলেন।
এজন্য আর ১০ বছর পরের প্রজন্ম উনাকে চিনবেন না।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৯

আলপনা তালুকদার বলেছেন: ওনার কালজয়ী কিছু লেখা, সিনেমাও তো আছে। আমার কিন্তু তা মনে হয়না। চিনবে। কারণ এখনকার পাঠক হালকা কিন্তু জীবনঘনিষ্ঠ লেখাই বেশী পছন্দ করে।

২১| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

রাতু০১ বলেছেন: ভালো লেগেছ। শুভকামনা।

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভাল থাকুন নিরন্তর।

২২| ১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

গেম চেঞ্জার বলেছেন: হুমম! আই মিস হিম আ লট! :(

১৪ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪৯

আলপনা তালুকদার বলেছেন: Me too. Thanks.

২৩| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৩

উম্মে সায়মা বলেছেন: একদম হুমায়ুন আহমেদের মতই হয়েছে। আপনি সফল আপু :) শুভ কামনা।
আমিও মিস করি উনার লেখা :(

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৯

আলপনা তালুকদার বলেছেন: তাই? খুব ভাল লাগছে শুনে। ধন্যবাদ। আপনাকেও অনেক শুভকামনা। বাংলাদেশের সাহিত্যে ওনার অবদান ভোলার মত নয়। ওনার শূন্যতা কেউ ভরাতে পারবেনা।

২৪| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: হুমায়ূন আহমেদের মতোই হয়েছে, তবে তার মতো না হয়ে লেখাটা আলপনা তালুকদারের মতো হলে ভালো হতো।


ধন্যবাদ বোন আলপনা তালুকদার।

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আলপনা তালুকদার বলেছেন: সব লেখাই তো আলপনা তালুকদারের মত। একটা না হয় শ্রদ্ধাঞ্জলি দিলাম। ধন্যবাদ।

২৫| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫৬

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে । নিজের মতোই লিখুন ।

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪২

আলপনা তালুকদার বলেছেন: ওকে। ডান। ধন্যবাদ।

২৬| ১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

জেন রসি বলেছেন: হুমায়ূনের লেখা পড়ছি, এমনটাই মনে হচ্ছিল। বেশ সফল ভাবেই অনুকরন করতে পেরেছেন।

১৪ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। স্যারের লেখার মত মনে হয়েছে - এটাও কম পাওয়া নয়। ভাল থাকুন।

২৭| ১৪ ই জুন, ২০১৭ রাত ৮:০৫

পারভেজ রশীদ বলেছেন: এই প্রথম লেখক হুমায়ূন বাবা হুমায়ূনের কাছে হেরে গেল। পরাজয়ের আনন্দে তার মন ভরে গেল।

১৪ ই জুন, ২০১৭ রাত ৮:১২

আলপনা তালুকদার বলেছেন: কথাগুলো ব্যতিক্রম, তাইনা? পরাজয়ে দুঃখের পরিবর্তে কখনও কখনও আনন্দে মন ভরে যায়....। এটাই স্যারের কথার জাদু। ধন্যবাদ। ভাল থাকুন।

২৮| ১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৩০

ঠাকুরমাহমুদ বলেছেন: আপা, ভালো লেখেছেন, অত্যন্ত ভালো হয়েছে, হুমায়ুন আহমেদ স্যার আমার একজন শিক্ষক, যদিও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ক্লাস করিনি, আমি চট্রগ্রাম বি আই টি বর্তমান নাম CUET এর ছাত্র, তবে স্যার এর সাথে আমার ছাত্র শিক্ষক সম্পর্ক ছিলো, আমার মতো অনেকেই যারা স্যারের কাছাকাছি ছিলেন তারা এখন বলা যায় মাথার উপর ছাতা বিহিন হয়ে গেছি । আর কিছু বলার নাই আপা । আপনি যদি স্যারের মতো লিখতে পারেন এটা আমাদের গর্ব ।। ধন্যবাদ ।।।

১৪ ই জুন, ২০১৭ রাত ৯:৪৯

আলপনা তালুকদার বলেছেন: তাই কি সম্ভব? আমি কেন, স্যারের মত কেউ লিখতে পারবেনা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২৯| ১৪ ই জুন, ২০১৭ রাত ১১:২৭

কেমিক্যাল রিয়াদ বলেছেন: আরও লিখা চাই । হুমায়ূন আহমেদ স্টাইলে

১৪ ই জুন, ২০১৭ রাত ১১:৩৬

আলপনা তালুকদার বলেছেন: আপনি দ্বায়িত্ব নিন, অন্যপ্রকাশকে দিয়ে ছাপিয়ে দেবেন - তাহলে লিখব।

৩০| ১৫ ই জুন, ২০১৭ রাত ১২:২৩

ক্লে ডল বলেছেন: খুব ভাল লাগল।

১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৩৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩১| ১৫ ই জুন, ২০১৭ রাত ১:২৬

দিমিত্রি বলেছেন: লেখা ভালো হয়েছে। উপভোগ্য। :)

১৫ ই জুন, ২০১৭ রাত ৩:৩৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৩২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৪

অশ্রুকারিগর বলেছেন: ওয়াও! আমি ভাবতেছিলাম হুমায়ুনের কোন বই থেকে লেখা !
দুর্দান্ত ভাবে তুলে ধরেছেন।
য়ারো চাই। হুমা্যুন কে নিয়ে না, হুমায়ুন স্টাইলে।

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:১২

আলপনা তালুকদার বলেছেন: আপনি দ্বায়িত্ব নিন, অন্যপ্রকাশকে দিয়ে ছাপিয়ে দেবেন - তাহলে লিখব। স্যারের স্টাইলে লেখা প্রথম গল্প - "গাতক ফজলু"।
কেমন? হা হা হা!!!!

স্যারের ভক্ত যে কত, তাঁর নতুন লেখা পড়ার জন্য কত পাঠক যে আগ্রহী, তা আমার পোস্টে আপনাদের প্রতিক্রিয়া থেকে বুঝলাম।

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ভাল থাকুন।

৩৩| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৪

অশ্রুকারিগর বলেছেন: আপনার পুরো ব্লগ ঘুরে তো গাতক ফজলুর দেখা পেলাম না। আপাতত সামুতেই পাঠকদের পড়ান। তারপর নাহয় আমরা অন্যপ্রকাশের মাজহারকে ধরি B-)

১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫২

আলপনা তালুকদার বলেছেন: লিখি নাই তো। বলেছি ছাপার নিশ্চয়তা পেলে লিখব। আপাতত শুধু হুমায়ূনকে নিয়ে ওনার স্টাইলে এ লেখাটা লিখেছি। এই লেখাতেই "গাতক ফজলু" গল্পের প্লট আছে।

ব্লগে লিখলেও মন্দ না। ভাল হলে অনেকেই নিশ্চয় পড়বে।

৩৪| ১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৬

হাসান রাজু বলেছেন: আমি ভেবে ছিলাম আপনি তার বইয়ের কোন লেখা উঠিয়ে দিয়েছেন । দারুন লিখেছেন ।
কিন্তু এর চেয়ে বেশি কিছু করতে যাবেন না । ভক্তরা মেনে নিতে পারবে না ।

লিখুন । আপনার লেখায় হুমায়ূন আহমেদের প্রভাব থাকলে তার ভক্তারা খুশিই হবে ।
ভালো থাকবেন ।

১৫ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫৩

আলপনা তালুকদার বলেছেন: আসলে আমার এ লেখাটি ছিল স্যারের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি। ওনাকে কপি করার উদ্দেশ্যে লিখিনি। আমি আমার মতই লিখি। তবে আপনার পরামর্শ ভেবে দেখব। অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৩৫| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:২৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: অসাধারণ লেখা! আমি তো ধরেই নিয়েছিলাম, হুমায়ুন আহমেদের কোন বইয়ের অংশ, কিন্তু কোনটার সেটা ধরতে পারছিলাম না। কেননা, হুমায়ুন আহমেদের প্রায় সব বইয়ই আমার পড়া হয়েছে একাধিকবার। আপনার লেখা পড়ছিলাম, আর ভাবছিলাম। শেষে এসে খেলাম আরও বড় ধাক্কা। ++++

ভাল থাকুন সবসময়, আরও লিখতে থাকুন বেশী বেশী করে। অনুসরণে রইলেন।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৩৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা! ভাল থাকুন। জ্বি লিখব। তবে স্যারের স্টাইলে লিখলে পাঠক ভাল ভাবে নেবে কি???

৩৬| ১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৪৩

বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমার নিজস্ব অভিমত, প্রত্যেকের লেখার স্টাইলে নিজস্বতা থাকা উচিত। আর মনে করি, আপনি চাইলে স্বকীয়তা বজায় রেখে ভাল লিখতে পারবেন, আপনার এই লেখাটি সেটাই বলে দেয়।

ধন্যবাদ।

১৬ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫০

আলপনা তালুকদার বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আমি লিখতে চাই। হয়ত পারিও। তবে সময় পাইনা। অফিস, বাড়ী, বাচ্চা,... সামলিয়ে মেয়েদের লেখালেখি চালিয়ে যাওয়া বেশ কঠিণ। তবু চেষ্টা করব।

৩৭| ১৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৪

ইয়াশফিশামসইকবাল বলেছেন: নকল বাজ...মৌলিক লেখার মুরাদ নাই...

১৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

আলপনা তালুকদার বলেছেন: ঠিক বলেছেন।

৩৮| ১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৩১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সব ফুল ঝরে যাবে, শুকিয়ে মচমচে, তারপর গুঁড়ো হয়ে আকাশে উড়ে যাবে; হুমায়ূন আহমেদ অমর। তিনি কালোত্তীর্ণ। তাঁর মতো জীবনঘেঁষা লেখা বাংলা সাহিত্যে আর কারো নেই। কিন্তু পরশ্রীকাতর কিছু লেখক ও পাঠক তাঁকে সহ্য করতে পারেন না; শিল্পী মাত্রই পরশ্রীকাতর।

আপনি তাঁকে অনুসরণ করে লিখে তাঁর প্রতি আপনার ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন, আর লিখেও ফেলেছেন একটা চমৎকার গল্প। স্বকীয়তা থাকলেই অনুসরণ ও অনুকরণ, দুটোই করা যায়। আপনার স্বকীয়তা আছে। আপনার লেখা এটাই আমার প্রথম পাঠ। ভালো লেগেছে।

শুভেচ্ছা থাকলো।

১৭ ই জুন, ২০১৭ রাত ১১:৫৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আসলে স্যারের শূন্যতা কখনই কাউকে দিয়েই পূরণ হবার নয় - এটাই সবচেয়ে বড় আফসোস।

৩৯| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০৩

এডওয়ার্ড মায়া বলেছেন: লেখাটা অসম্ভব ভাল লেগেছে।
আশা করি সামনে আপনার কাছ থেকে আরো ভাল লেখা পাব।
প্রিয় ব্লগার সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাইয়ের সাথে সহমত পোষন করছি -

আপনি তাঁকে অনুসরণ করে লিখে তাঁর প্রতি আপনার ভালোবাসার প্রকাশ দেখিয়েছেন, আর লিখেও ফেলেছেন একটা চমৎকার গল্প। স্বকীয়তা থাকলেই অনুসরণ ও অনুকরণ, দুটোই করা যায়। আপনার স্বকীয়তা আছে।

১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:২৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জ্বি, লেখার চেষ্টা করব। ভাল থাকুন।

৪০| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৪

আমি ইহতিব বলেছেন: কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এমন লেখা কখন বা কোন বইতে ছিলো যা আমার দূর্বল স্মৃতিতে ফিরে আসছেনা। বুঝুন তাহলে কত ভালো লিখেছেন আপনি। :)

লেখালেখি চালিয়ে যান, শুভ কামনা রইলো।

১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৭

আলপনা তালুকদার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা!!! আমার জন্য এটা বিশাল কমপ্লিমেন্ট!! জ্বি, লিখব। ধন্যবাদ।

৪১| ১৯ শে জুন, ২০১৭ রাত ১২:২৫

বাংলার ডিলান বলেছেন: আহা!

১৯ শে জুন, ২০১৭ রাত ১২:৪২

আলপনা তালুকদার বলেছেন: ???

৪২| ২১ শে জুন, ২০১৭ রাত ১২:২৩

বাংলার ডিলান বলেছেন: ভালো লাগা রইলো।

২১ শে জুন, ২০১৭ রাত ১:৪৩

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ।

৪৩| ২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৯

নাইট রাইটার বলেছেন: খুব মজা পেয়েছি :D

২১ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

৪৪| ২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:০৬

মোহাম্মদ বজলুর রশিদ বলেছেন: সত্যই তো সুন্দর লিখেছেন!

২৮ শে জুন, ২০১৭ সকাল ১০:১৭

আলপনা তালুকদার বলেছেন: তাই? পছন্দ হয়েছে? জেনে খুশী হলাম। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.