নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

মন খারাপ

২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪৩




আমার মন খারাপ। আমি একা হতে চাই, কিছুক্ষণ একা থাকতে চাই। চারপাশের সবকিছু অসহ্য লাগছে। কোন কিছুই ভাল লাগছে না, মেয়ে দুটো ছাড়া। মাঝে মাঝে নিজের স্বামীর সঙ্গও ভাল লাগেনা। আমাদের মেয়েদের সবচেয়ে বড় সমস্যা হল - আমাদের কোন প্রাইভেসী নেই, আমরা চাইলেও একা হতে পারিনা। কিছুক্ষণ মন খারাপ নিয়ে একা একা বসে থাকব, নিজের সাথে কথা বলব, এতবড় পৃথিবীতে তেমন কোন জায়গা নেই। আসলেই মেয়েদের একা হবার কোন জায়গা নেই, কবর ছাড়া।

ছেলেদের মন খারাপ হলে বা একা থাকতে ইচ্ছে হলে তাঁরা যেখানে খুশী যেতে পারেন। একা একা নদীর ধারে বসে থাকতে পারেন। আমি মেয়ে। তাই সন্ধ্যের পর তো নয়ই, দিনের বেলায়ও একা কোথাও বসে থাকতে পারিনা। থাকলে লোকে কৌতুহল নিয়ে তাকাবে, হাজার প্রশ্ন করবে। কোন একটা নিরিবিলি জায়গা পাচ্ছিনা যেখানে কিছুক্ষণ একা চুপচাপ বসে থাকবো। আজব সমস্যা!!!!

"আজ আমার ভীষণ রকম মন খারাপ,
অথচ আমার দুঃখগুলো বেজায় খুশী।
আজ তারা মনের সুখে বরফ গলা নদী হবে,
চোখের কোণের বাঁধ পেরিয়ে বিন্দু থেকে সিন্ধু হবে।....."


খুব খুব ভাল থাকুন বন্ধুরা। আপনাদের মন ভাল থাকুক, আপনাদের ঈদ আনন্দে কাটুক।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৪৮

আঁকবার বলেছেন: দুঃখ কে জয় করতে একজন ভাল বন্ধু খোজেন --

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫০

আলপনা তালুকদার বলেছেন: আছে নাকি আপনার খোঁজে তেমন কেউ? থাকলে আওয়াজ দেবেন। ধন্যবাদ।

২| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫২

শাহরিয়ার কবীর বলেছেন: আপা মন খারাপ করে আর থাকবেন না।আপনারও ঈদ আনন্দে কাটুক।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫১

আলপনা তালুকদার বলেছেন: এখন আর মন খারাপ করছি না। তবে এবারের ঈদ আর আনন্দে কাটবেনা। ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২৪ শে জুন, ২০১৭ রাত ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য নিরন্তর শুভকামনা । অনেক ভাল থাকুন সুস্থ থাকুন ।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫২

আলপনা তালুকদার বলেছেন: অশেষ ধন্যবাদ। জ্বি, চেষ্টা করব।

৪| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০০

চাঁদগাজী বলেছেন:


আপনার মেয়েরা ও তাদের বন্ধু-বান্ধবী থাকলে, ওদের সবাইকে নিয়ে হালকা কোন খাবার (এপেটাইজার ধরণের) তৈরি করেন সবাই মিলে; তারপর এক সাথে খাওয়া দাওয়া করেন।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

আলপনা তালুকদার বলেছেন: মন খারাপ থাকলে কোন কিছু করতেই উৎসাহ পাইনা। মন খারাপ ভাল করার চেষ্টা করতেও ইচ্ছে করেনা। ধন্যবাদ।

৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:০৩

সাগর পাড়ের বালক বলেছেন: দুঃখ মানুষের থাকবেই !!!!! সুখ গুল কে নিয়ে বাঁচার চেষ্টা করুন আপু..।.।.।.।.।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৬

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক। এরচেয়ে নিষ্ঠুর সত্যি কথা আর কিছু নেই। জ্বি, তাই করছি। ধন্যবাদ।

৬| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:১৮

অশ্রু সিক্ত তোমার স্মৃতি বলেছেন: মানুশ এর জীবন টাই দুখের দুখের সাথে জুদ্ধ কিরেই সুখ খুজে নিতে হয়
মন আজিব ১ জিনিশ যখন মন খারাপ হয় শব সুখগুল অসজ্জ লাগে
১টা অপুরনতা নিয়েই মানুশ কে না ফেরার দেশে চলে জেতে হয়

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক। ধন্যবাদ।

৭| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ছেলেদের মন খারাপ হলে যেখানে খুশি সেখানে যেতে পারে।কথা সত্য।
আপনারা কি করেন তা তো জানি না।তবে,মন ভালো হয় এমন কিছু একটা করতে পারেন।সেটা কি নিজেই ঠিক করুন।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৮

আলপনা তালুকদার বলেছেন: করেছি। যাদের জন্য কষ্ট পাচ্ছিলাম, তাদের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছি। ধন্যবাদ।

৮| ২৫ শে জুন, ২০১৭ রাত ১২:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:

মন খারাপের কারণ থেকে মন ঘুরিয়ে অন্য কিছুতে মনযোগ দিন।মন ভাল হয়ে যাবে।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৯

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ধন্যবাদ।

৯| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:২৭

তপোবণ বলেছেন: মন ভালো নেই তাহলে এক কাজ করুন আপনার মেয়েদের নিয়ে 'Maleficent' মুভিটা দেখে ফেলুন মন ভালো হয়ে যাবে। প্রজেক্টরে দেখলে মন আরো ভালো হয়ে যাবে।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০১

আলপনা তালুকদার বলেছেন: মন খারাপ থাকলে আমার কিছুই করতে ভাল লাগেনা, মন ভাল করার চেষ্টা করতেও না। তবে এখন মন অনেকটা ভাল। ছবিটা দেখব অন্য কোন সময়। ধন্যবাদ।

১০| ২৫ শে জুন, ২০১৭ সকাল ১০:৪২

রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক বোন।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০২

আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও জানাই ঈদ মোবারক। ভাল থাকুন। ধন্যবাদ।

১১| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৪

বিজন রয় বলেছেন: আপনার মন খারাপ!! কেমন যেন শোনায় না?

বলুন সময় খারাপ।

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৩

আলপনা তালুকদার বলেছেন: দুটোই দাদা। তবে এখন অনেকটা সামলে উঠেছি। ধন্যবাদ।

১২| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০২

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Is it poem ? Or not you frustrated.You should be taken alcohol. Frustration can remove it.I think you are so happy in rajshahi city. Really you happy believe it or not mom.

২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

আলপনা তালুকদার বলেছেন: হ্যাঁ, আমার লেখা কবিতার লাইন। আমি হতাশ নই, আমার দীর্ঘদিনের একটি বিশ্বাস, সযত্নে লালিত বোধ ভেঙ্গে গেছে। এই বিশ্বাস ভঙ্গের কষ্ট মেনে নিতে পারছিনা। আপনার ধারণা সঠিক। আমি খুবই সুখী মানুষ। তবে কিছুটা বোকাও। মানুষকে বেশী বিশ্বাস করি। তারপর ঠকে গিয়ে কষ্ট পাই। নিজের চেয়ে পরের কথা বেশী ভাবি। পরে তাদের দেয়া কষ্টে চুরচুর হয়ে যাই। তবে এখন অনেকটা সামলে নিয়েছি। জ্বি, এলকোহল ছাড়াই। ধন্যবাদ।

১৩| ২৫ শে জুন, ২০১৭ বিকাল ৫:২২

চানাচুর বলেছেন: আমার ঘুরতে ভাল লাগে। আর আমি মন খারাপ হলে একাই বেড়িয়ে পড়ি। আপনার সঙ্গে তো আপনার দুটো মেয়ে আছে, আপনার জন্য তো আরো সুবিধা। ওদেরও ভাল লাগবে। শিশুদের নিয়ে ঘুরতে বেড়ানোর মত আনন্দ আর নেই। আপনার যেটা ভাল লাগে করবেন।
আর কেউ না থাকলে আমার মত, "যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে..."

এত মন খারাপ করবেন না। আপনার সাথে ভাল মন্দ যা হয়েছে সবকিছু সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিন। ফলাফল দেখবেন একদিন না একদিন। :)

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৩

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, সামলে নিয়েছি। সৃষ্টিকর্তার ইচ্ছা ধরে নিয়েই সেটাকে উপেক্ষা করলাম। আর গায়ে মাখবনা। নিজের মত থাকব। কারো জন্য ভাবব না। রোযা না থাকলে বেড়াতে ভাল লাগে। প্রচণ্ড রোদ। তাছাড়া বর যেতে দেবেনা একা মেয়েদের নিয়ে। মেয়েরা বেড়ানোর জন্য একটা জায়গা পছন্দ করে রেখেছে। ওদের কথা দিয়েছি, ওদের পরীক্ষা শেষ হবার পরের দিনই সেখানে বেড়াতে নিয়ে যাব।

ধন্যবাদ আপা। ভাল থাকুন।

১৪| ২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

নক্ষত্র নীড় বলেছেন: ক্যামন আছেন? অনেক দিন পর। এইবার মন ভাল হল?অারেকটু উদার হোন,মন ভাল হয়ে যাবে।

২৫ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৫

আলপনা তালুকদার বলেছেন: এখন ভাল আছি। উদার হতে গিয়েই তো কষ্টে মরে যাচ্ছিলাম। তাই আর উদার হবনা বলে ঠিক করেছি। ধন্যবাদ।

১৫| ২৫ শে জুন, ২০১৭ রাত ১১:৫৩

জোকস বলেছেন: "ঈদ মোবারক"

২৬ শে জুন, ২০১৭ রাত ১২:২০

আলপনা তালুকদার বলেছেন: আপনাকেও ঈদ মোবারক! আনন্দে কাটুক ঈদ! ভাল থাকুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.