নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

একটি হালকা পোস্ট

০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫




একটি হালকা পোস্ট

আমার বাগানে সাদা ও গোলাপী কাঠকরবী আর গন্ধরাজের সাথে ফুটেছে সাদা রঙের এক অদ্ভুত সুন্দর ফুল। বড় গাছ ভর্তি ছোট ছোট সাদা ফুল। অসম্ভব সুন্দর গন্ধ। অনেকটা বেলী ফুলের মত। ফুলটা সচরাচর দেখা যায়না। ফুলের পাপড়িগুলো ছড়ানো। সন্ধ্যা থেকে এ ফুল গন্ধ ছড়াতে থাকে। রাতের বেলা এর গন্ধ আরো বাড়তে থাকে। ব্লগের বন্ধুরা দেখে বলুন, ফুলটার নাম কি?

কাজ নিয়ে খুব ব্যস্ত আছি। তাই লেখালেখি আপাতত স্থগিত আছে। আপাতত ফুলের ছবি দেখুন। কারো মন খারাপ থাকলে ফুলের ছবি দেখে ভাল হয়ে যাবে আমি নিশ্চিত।

গতকাল থেকে আমার একটি পোস্ট নিয়ে অনেক ক্যাচাল হয়েছে। তাই মনকে হালকা করার জন্য হালকা পোস্ট দিলাম। সেইসাথে পুরস্কার ঘোষণা করছি। যে বন্ধু প্রথমে ফুলটির নাম বলতে পারবেন, তাঁর জন্য রয়েছে আমার পক্ষ থেকে আকর্ষণীয় দাওয়াত!!! সুতরাং????







মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০০

জুন বলেছেন: ফুলগুলো কামিনী ফুলের মত লাগছে, কিন্ত এত বড় কামিনী গাছ দেখিনি আলপনা তালুকদার :-*

০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:০৬

আলপনা তালুকদার বলেছেন: আপনি ফেল। পুরস্কার পাইলেন না। হা হা হা!!!

ধন্যবাদ চেষ্টা করার জন্য। ভাল থাকুন।

২| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৮:৩৭

আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার ,




ফুলের আসল নামটি না হয় না-ই বলতে পারলুম কিন্তু পোস্টটি দিয়ে আপনি যে হাল্কা হলেন বলেছেন , তাতেই এই ফুলের নাম হওয়া উচিৎ - হাল্কা বা হালকা ফুল ( অলকা ফুল ) :(

দাওয়াৎ টা ভেস্তে গেলো , তাইনা ? :((

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:০০

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ভেস্তে গেল। অলকা ফুল নয়। তবে 'হালকা ফুল' আপনি বলতেই পারেন। নতুন নামকরণ আকীকা ছাড়া। ক্রিয়েটিভিটি আর কি!!

ফুল ভাল লেগেছে কিনা তা কিন্তু বলেননি।

৩| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:১৮

আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার,




ফুল ভাল লেগেছে কিনা তা কি জানতে চেয়েছেন একবারও ? :-0 :-0
জানতে চেয়েছেন ফুলের নাম কি আর জানাতে চেয়েছেন, পুরষ্কার হিসেবে কিছু একটা দেয়া হবে !!!!! :P দাওয়াৎ -টাওয়াৎ মনে হয় !!!! :D

০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৩৫

আলপনা তালুকদার বলেছেন: জানতে চাইনি বলে আপনি বলবেন না!!! আমি অধম...

এত সুন্দর একটা নতুন ফুলের ছবি দিলাম। ভাল লাগলো না!!!

৪| ০২ রা জুলাই, ২০১৭ রাত ৯:৫২

এডওয়ার্ড মায়া বলেছেন:
ছোট বেলায় স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করছি।
স্কুলের মাঠ টা তিনবার চক্কর দিলে ৬০০ মিটার -সে দৌড়ে আমি থার্ড হইছি।
পুরস্কার হিসেবে আমারে একটা কাচের বাটি দিছে =p~
৩০ টাকা দামের কাচের বাটির লাইগা তিনবার মাঠ চক্কর দেয়ার কোন মানেই না।
এখন জাতি বলবে ৫ টাকা হোক আর ২টাকা হোক পুরষ্কার পুরষ্কার ই !
ক্যান বাপু পুরষ্কার পুরষ্কার হবে।এট্টু বেশি দিলে ক্ষতি কি।
সে দৌড়ের পর আমার তিনদিন জ্বর ছিল।
আমগো সেই অভাবের স্ংসারে আমার বাপে ত্রিশ টাকার বাটির লাইগা আমার পিছে ৬০০ টেকা ব্যয় করছে !!!
এখন পুরষ্কার নিয়া আমি কোন রিস্ক নিতে চাই না-
পুরষ্কার আগে কি দেয়া হবে তা নিশ্চিত করা হোক তারপর ফুল গাছের নাম বলব। =p~ :P B:-)

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩৭

আলপনা তালুকদার বলেছেন: আচ্ছা বেশ, আপনি বলুন, কি পুরস্কার চান? সাধ্যের অতিরিক্ত না হলে তাই দেব। আমি অবশ্য ভেবে রেখেছিলাম, এই গাছের একটি চারা পাঠাব।

৫| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার,





হা..হা...হা যুগ পাল্টেছে । এখন আপনি অধম হইলে আমি হইলাম বড় অধম !!! :P

ভালো যে লাগলোনা তাও কিন্তু বলিনি । ;)

যাকগে , ফুলগুলো আসলেই সুন্দর । অনেকটা কাঠালচাঁপার মতো দেখতে ।

এডওয়ার্ড মায়ার মন্তব্যে ১০০ প্লাস । =p~ =p~ =p~

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩৮

আলপনা তালুকদার বলেছেন: এবারও ভুল উত্তর। এরপর ভুল হলে কিন্তু আপনি আমাকে পুরস্কার দেবেন।

৬| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১০:৪৭

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ফুলের নাম বলতে পারলাম না, তবে ছবিগুলো দেখে খুব উপভোগ করলাম। মনে হলো ফুলের শুভেচ্ছাই জানিয়েছেন। তবে সচরাচর এমন ফুল দেখা যায় না, বা আমি দেখিনি।

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৪০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জ্বি, দেখা যায়না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই গাছ একটাই।

৭| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৩৩

সুমন কর বলেছেন: নাম জানি না !!

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৪১

আলপনা তালুকদার বলেছেন: এই ফুল রবিঠাকুরের খুব প্রিয়। এই ফুল নিয়ে ওনার লেখা কবিতা আছে। হিন্টস দিলাম।

৮| ০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৪২

মূর্ক্ষের পিতা হস্তী মূর্ক্ষ বলেছেন: Come from haven. Mom

০২ রা জুলাই, ২০১৭ রাত ১১:৪৭

আলপনা তালুকদার বলেছেন: ?
আপনার গতকালের কমেন্ট কিন্তু মডুরা মুছে দিয়েছে।

৯| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৫

রানা আমান বলেছেন: বাই এনি চান্স এটা কি ক্যামেলিয়া ?

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২১

আলপনা তালুকদার বলেছেন: না। কুর্চি।

১০| ০৩ রা জুলাই, ২০১৭ সকাল ১১:৩৬

জুন বলেছেন: কুর্চি ফুল কি !!
পুরস্কারের লোভে নয় আলপনা তালুকদার । কুইজ আমার সব সময়ের পছন্দ তাই আবার আসলাম :)

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২৩

আলপনা তালুকদার বলেছেন: দ্বিতীয় প্রচেষ্টায় হলেও আপনার উত্তর শতভাগ সঠিক হয়েছে। জ্বি, এটি কুর্চি ফুল।

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:১৪

আহমেদ জী এস বলেছেন: আলপনা তালুকদার ,




প্রতিমন্তব্যে লিখেছেন - এবারও ভুল উত্তর।

ভুলটা তো আগাগোড়া আপনারই । ভালো করে খেয়াল করে দেখুন, আমার কোনও মন্তব্যে আমি ফুলের নাম বলিনি । এখন আবার আমার মন্তব্যগুলো পড়ে কি মনে হয় ? ফুলের নাম কি বলেছি ?

এবার কে কাকে ভূলের জন্যে পুরষ্কার দেবে ? B:-)

০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:২৫

আলপনা তালুকদার বলেছেন: অতি চালাকের গলায় দড়ি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.