নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

একজন স্বতু সাঁই

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪০



একজন স্বতু সাঁই

অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সহব্লগার স্বতু সাঁই আমার "ধর্ম এবং মানবিকতা" পোস্টে ( লিংক: Click This Link) অত্যন্ত আপত্তিকর একটি মন্তব্য করেছেন। আমি ঐ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ বিষয়ে মডাররেটরদের ও সহব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি চাই, সবাই মন্তব্যটি পড়ুন এবং সচেতন হোন। কাউকে অকারণে এমন বিশ্রীভাবে আক্রমণককারীদের বিষয়ে সামু ব্যবস্থা নেবে, এই আশাবাদ রইলো। সবাইকে ধন্যবাদ। ভাল থাকুন।


মন্তব্য ১৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৮

সুফি ইবনুসসাবিল বলেছেন: রোহিঙ্গাদের ইতিহাস নিয়ে রচিত একটি অনন্য সংকলন ।
http://www.somewhereinblog.net/blog/amanullahraihan/30211358

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

আলপনা তালুকদার বলেছেন: ???

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

সুফি ইবনুসসাবিল বলেছেন: লাগলে ডাউনলোড করে নিন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

আলপনা তালুকদার বলেছেন: ওকে। ধন্যবাদ।

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫২

পান-সুপারি বলেছেন: ঐটা সম্ভবত চাঁদগাজী মাল্টিনিক বা চাঁদগাজীর মতই স্ক্রু-ছাড়া কেউ। চাঁদগাজীর ষাটভাগ কমেন্ট অসংলগ্ন, ঐটার নব্বইভাগ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫

আলপনা তালুকদার বলেছেন: বুঝতে পারছি। সামুতে ভদ্রলোকের জায়গা হবেনা। ধন্যবাদ।

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: মনে হয় না ব্যবস্থা নিবে। :(

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৬

আলপনা তালুকদার বলেছেন: তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, মডারেটরদের কাজ কি?

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪

মোঃ তানজিল আলম বলেছেন: এড়িয়ে যাবেন। সমস্যা হওয়ার কথা না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

আলপনা তালুকদার বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনার দেয়া ছবি থেকে কিছু পড়া মুশকিল; তবে, কোন ব্লগারের ব্যাপারে পোস্ট দিয়ে অভিযোগ করা সত্যই ছেলেমানুষী; কোন ব্লগার বেঠিক কমেন্ট করলে, প্রতিউত্তরে তাঁকে বুঝিয়ে দিতে হবে; নালিশ ইত্যাদি ব্লগিং'এর অংশ হওয়া উচিত নয়।

আমার কোন মাল্টি নিক ছিলো না, হবেও না; সেটা সামুর টেকনিক্যাল লোকজন ও ব্লগারেরা জানেন। মাল্টি নিক নিয়ে ব্লগিং করার অবস্হায় আমাকে কোনদিন যেতে হয়নি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১০

আলপনা তালুকদার বলেছেন: আমার দেয়া লিংকে যান। পড়তে পারবেন। আপত্তিকর মন্তব্য করলে নালিশ করব বৈকি! মডারেটরদের কাজ হল এসব বেয়াদবদেরকে সতর্ক করা যাতে মন্তব্য করার সময় কোন ব্লগারই সীমা না ছাড়ান।

মাল্টি নিক বিষয়ে আমি কিছু জানিনা। ধন্যবাদ।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৭

আলপনা তালুকদার বলেছেন: "প্রতিউত্তরে তাঁকে (ঁ) বুঝিয়ে দিতে হবে; নালিশ ইত্যাদি ব্লগিং'এর অংশ হওয়া উচিত নয়।" - আপনার অবগতির জন্য জানাচ্ছি, তাঁকে (ঁ) বুঝিয়ে দেয়া হয়েছে। পড়ে দেখুন। তবে কাউকে বোঝালেই যে সে (তিনি) বুঝবে, এমন আশা কেন করছেন? এত ঘেলু মাথায় থাকলে তো তার (ঁ) এমন মন্তব্য করারই কথা না। ধন্যবাদ।

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৬

মোঃ তানজিল আলম বলেছেন: কমেন্ট ব্যান করা যায় এমন কোনো অপশন থাকতে পারে। চাঁদগাজী তো বলেন মাঝে মাঝে। আমি জানিনা। ওনাকে নক করেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১২

আলপনা তালুকদার বলেছেন: অভিযোগ করা যায়। এর আগে করেছি। কাজ হয়নি। তাই এবার এ পথ ধরলাম। এবার কাজ না হলে ব্লগ ছেড়ে দেব। ধন্যবাদ।

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১১

পান-সুপারি বলেছেন: চাঁদগাজী, মিথ্যা বলছেন কেন? আপনার মার্কোপোলো আর জনতা নিক দুইটা এখনও জেতা আছে। আপনি ব্যাবহার করেন না কারণ চাঁদগাজী এখন কমেন্ট ব্যান না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৩

আলপনা তালুকদার বলেছেন: এ বিষয়ে আমার কোন ধারণা নেই। ধন্যবাদ।

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, "মডারেটরদের কাজ হল এসব বেয়াদবদেরকে সতর্ক করা যাতে মন্তব্য করার সময় কোন ব্লগারই সীমা না ছাড়ান।"

-কোন ব্লগারকে বেয়াদব মেয়াদব ডাকাও গ্রহনযোগ্য নয়; এটা ব্লগ, মক্তব নয়

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

আলপনা তালুকদার বলেছেন: কোন সহব্লগারকে "গন্ডমূর্খ" বলা গ্রহণযোগ্য????

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৮

পান-সুপারি বলেছেন: চাঁদগাজী সাহেব, ডাবল স্ট্যান্ডার্ড দেখানো ঠিক না। ফেসবুকে আপনার প্রধানমন্ত্রীকে গালি দেয়া স্ক্রিনশট পর্যন্ত ফেরি হয়, সেখানে আরেকজনকে উপদেশ দেন কোন মুখে? শয়ে শয়ে কমেন্ট করেছেন ব্লগারদের পিগমী, মগজহীন ডেকে; এখানে আরেকজনকে পরামর্শ দেন কিভাবে? আলপনা তালুকদারের শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক অবস্হানও আপনার ঢের উপরে, শুরু থেকেই আপনি এই ভদ্রমহিলাকে উত্তক্ত করে আসছেন। ব্লগে আপনার জন্য সাতখুন মাফ বলে যা খুশি বলে বেড়াচ্ছেন সবাইকে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৭

আলপনা তালুকদার বলেছেন: কি বলব, বুঝতে পারছি না। ধন্যবাদ।

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯

চাঁদগাজী বলেছেন:

@পান-সুপারি বলেছেন, " চাঁদগাজী, মিথ্যা বলছেন কেন? আপনার মার্কোপোলো আর জনতা নিক দুইটা এখনও জেতা আছে। আপনি ব্যাবহার করেন না কারণ চাঁদগাজী এখন কমেন্ট ব্যান না। "

-সামুতে আমার ৬টি নিক ব্যান করা হয়েছে, সেগুলোতে অনেক পোস্ট ছিল; পরে, সময়ের সাথে সেগুলোর কিছু নিক ব্যানমুক্ত হয়েছে; আমি কখনো সেগুলো আর ব্যবহার করি না; আমি সব সময় একটা নিক ব্যবহার করি; আমি আপনার ব্লগিং পরিসংখ্যান দেখেছি!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

আলপনা তালুকদার বলেছেন: তার মানে মাল্টি নিক ছিল বা আছে!!! সত্যি সেলুকাস!!!!!!

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


@পান-সুপারি ,

ব্লগ সবার জন্য সমান; অভিযোগ ইত্যাদি ব্লগিং'এর অংশ হওয়া উচিত নয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩১

আলপনা তালুকদার বলেছেন: অন্যায় হলে অবশ্যই অভিযোগ হবে। হওয়া উচিত। কারণ এখানে সবাই সমান। অকারণে আপনি বা যেকেউ কাউকে অপমানজনক কথা বলতে পারেন না। বললে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। কারণ এখানে লেখকরা অপমানিত হবার জন্য আসেননা।

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৯

পান-সুপারি বলেছেন: বেশি দূর যাওয়া লাগল না, জুলাই মাসে ভ্রমরের ডানাকে মগজহীন ডাকার স্ক্রিনশটটা চোখে পড়ল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৩

পান-সুপারি বলেছেন: ফেসবুক থেকে পাওয়া চাঁদগাজীর প্রধানমন্ত্রীকে মগজহীন বলা যে কিছুই না সেটার স্বীকারোত্তিটাও সবাই দেখুক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

আলপনা তালুকদার বলেছেন: কি বলা উচিত, বুঝতে পারছিনা।

১৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৪

পান-সুপারি বলেছেন: এরকম আরও শখানেক দেয়া যাবে। আপাতত আর দিলামনা, নাহলে চাঁদগাজীর তো কিছু হবেনা আমার নিক ব্যান করবে মডু চাঁদগাজীর কুকর্মের প্রমাণ ব্লগে দেখানোর জন্য।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৮

আলপনা তালুকদার বলেছেন: এবার বুঝলাম, সব লেখা কি করে আলোচিত হয়?

১৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " তার মানে মাল্টি নিক ছিল বা আছে!!! সত্যি সেলুকাস!!!!!! "

-আমি যে ব্যাখ্যা দিয়েছি, তাতে কি মালটিনিক আছে মনে হয়? নিক ব্যান হয়ে যাওয়ার পর, নতুন নিকে ব্লগিং করলে, এবং সময়ের সাথে পুরাতন নিক আপনা আপনি ব্যানমুক্ত হলে, এবং সেই পুরাতন নিককে ব্যবহার না করলে, উহাকে কি মাল্টিনিক বলা হয়? আপনার ভাবনা লজিক্যাল নয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯

আলপনা তালুকদার বলেছেন: সরি। আপনার কাছে অনেককিছু শেখার বাকী আছে। ধন্যবাদ।

১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪০

স্পার্টাকাস৭১ বলেছেন:
দেখলাম কমেন্টটা।
ক্ষমা করে দেন। জানেন না ক্ষমা মহৎগুন। নিঃশ্চয় সেই গুন আপনার আছে।

রিসেন্টলি টেসলার সিইও ফেসবুকের সিইও কে গাধা বলেছে এআই নিয়ে একটা তর্কে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৪

আলপনা তালুকদার বলেছেন: কিছু কিছু অপরাধ শাস্তিযোগ্য, যা ক্ষমার অযোগ্য। আমি মোডারেটদের ভূমিকা দেখতে চাই। নাহলে নিজেই ব্লগ ছেড়ে চলে যাব। আর যিনি দোষ করেছেন, তিনি কিন্তু ক্ষমা চাননি।

আপনার অনুভূতিকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ।

১৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৩

পান-সুপারি বলেছেন: ভীষণ মজা। উপরের স্ক্রিনশটের টাইমলাইনেই দেখা যাচ্ছে মার্কোপলো আর চাঁদগাজী নিকটা একই সময়ে এক্টিভ ছিল। এখন ধরা পড়ার পর ড. আলপনা তালুকদারের চিন্তা লজিক্যাল না =p~

একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে শুরু থেকেই অপদস্ত করা হচ্ছে, তারপরও এই নিকের ব্যাপারে মডারেটরের কোন বিকার নেই। দুঃখজনক।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৭

আলপনা তালুকদার বলেছেন: সত্যি দুঃখজনক। মতের অমিল, তর্ক হতে পারে। কিন্তু সীমা লংঘন করে কাউকে অপমান করা খুবই অনুচিত, সে যেই হোন। তার প্রতিকার না হওয়া আরও দুঃখজনক। ধন্যবাদ।

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

কুঁড়ের_বাদশা বলেছেন: একজন স্বতু সাঁই


ওনি কে গো আফা? :)

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৬

এম আর তালুকদার বলেছেন: সামু ব্লগ স্বাধীন ব্লগ। লেখকের কোন অভিযোগ থাকলে মডারেটরদের জানান। ব্লগ সুধীদের আড্ডাস্থল।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬

আলপনা তালুকদার বলেছেন: সেই চেষ্টাই করছি। ধন্যবাদ।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

স্পার্টাকাস৭১ বলেছেন:
ঐ পোষ্টে দেখলাম সে আপনাকে মূর্খ বলেছে আর এই পোষ্টে দেখলাম আপনি তাকে বেয়াদব বললেন।

এখন মডারেটর কে কিভাবে বিচার শুরু করার পরামর্শ দিবেন আপনি? তারটা আগে আপনারটা পরে এই ভাবে না দুই জনের টাই এক সঙ্গে?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৬

আলপনা তালুকদার বলেছেন: আমি এযাবৎ যতগুলো মন্তব্য করেছি, তার কোনটাতেই কাউকে এভাবে বলিনি। একে বেয়াদব বলছি, কারণ সে আমাকে অকারণে বিশ্রীভাষায় প্রথমে আক্রমণ করেছে। আমি খুব অপমানিত বোধ করেছি, রেগে আছি এবং এরকম মন্তব্যকে আমি বেয়াদবি ছাড়া আর কিছু ভাবতে পারছিনা। এজন্য আমি চেয়েছি তার মন্তব্যটি কতটা আক্রমণাত্মক, তা সবাই জানুক। এরকম মন্তব্য ভবিষ্যতে আর কোন ব্লগার (আমিসহ) যেন না করে, সেবিষয়ে সামুকে ব্যবস্থা নেবার অনুরোধ করছি। ধন্যবাদ।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:

@পান-সুপারি বলেছেন,

" ভীষণ মজা। উপরের স্ক্রিনশটের টাইমলাইনেই দেখা যাচ্ছে মার্কোপলো আর চাঁদগাজী নিকটা একই সময়ে এক্টিভ ছিল। এখন ধরা পড়ার পর ড. আলপনা তালুকদারের চিন্তা লজিক্যাল না।"

-আমি ব্যাখ্যা করেছি যে, আমার বর্তমান নিক ব্যতিত আরো ৬টি নিক, যেগুলো আগে ব্যান করা হয়েছিল, বর্তমানে মুক্ত হয়ে একটিভ থাকতে পারে; আমি সেগুলো ব্যবহার করিনা; আপনার বুঝতে অনেক কস্ট হচ্ছে দেখছি! সেইজন্য আপনার ব্লগিং একটু আজব ধরণের।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

আলপনা তালুকদার বলেছেন: নিক একটিভ থাকলে বোঝা সম্ভব আপনি সেগুলো ব্যবহার করছেন কিনা। লগইন করলে একটিভ দেখায়। ব্যবহার না করলে বা লগইন না করলে একটিভ দেখাবেনা।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫২

পান-সুপারি বলেছেন: আমার ব্লগিং আজব বলার দরকার নেই, আমাকে বিশ্বের ২য় মগজ বিহীন মানুষ ডাকতে পারেন চাঁদগাজী সাহেব, আমি মাথা পেতে নেব এই খেতাব। আপনি তো বুঝেই ফেলেছেন যে সামুতে আপনি কাউকে গালি দিলে আপনার বিরুদ্ধে কোনরকম ব্যবস্হা মডারেটররা নেবেনা। সেখানে আমি কোন ছার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১

আলপনা তালুকদার বলেছেন: গুড! অসীম ক্ষমতা সবার থাকেনা। গাজীভাই, আপনাকে সালাম।

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

মোঃ তানজিল আলম বলেছেন: @কুঁড়ের_বাদশা, উনি একজন দরবেশ বাবা।

আলসেমি ছেড়ে কমেন্ট করতে কস্ট হয় নি তো??

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০১

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!!

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৪

পান-সুপারি বলেছেন: আলপনা ম্যাম, আপনার এভাবে সাঁই বাবুকে বেয়াদব বলাটা ঠিক হচ্ছে না। নিজেকে ঐ লোকের লেভেলে নামাবেন না রাগের মাথায়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

আলপনা তালুকদার বলেছেন: তাও তো ঠিক। কুকুরের কাজ কুকুর করেছে.....। ধন্যবাদ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

কুঁড়ের_বাদশা বলেছেন:
@পান-সুপারি, চাঁদগাজী ভাই আগের মত কাউকে আর নেগেটিভ মন্তব্য করেন না। তাই এখন খমাখা আর ক্যচাল লাগাইন না । স্বতু সাঁইকে নিয়ে কিছু বলুন। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৪

আলপনা তালুকদার বলেছেন: তেমন হলে সত্যিই ভাল। ধন্যবাদ।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৫৯

কুঁড়ের_বাদশা বলেছেন: @ মোঃ তানজিল আলম,


দর্শক গ্যালারিতে বসে অলপনা আপা বনাম সাইজি ম্যাচ দেখছি ! :-B



বিজ্ঞাপন বিরতি কখন ?

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৬

আলপনা তালুকদার বলেছেন: মডুরা এলে। দেখতে থাকুন।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৩

চাঁদগাজী বলেছেন:


@কুঁড়ের_বাদশা,
আপনি বলেছেন, " @পান-সুপারি, চাঁদগাজী ভাই আগের মত কাউকে আর নেগেটিভ মন্তব্য করেন না। "

-আসলে, ব্লগের নিয়মের কারণে, আমি আর আমার নিজের মতো করে কমেন্ট করতে পারছি না; ব্যানে ব্যানে বিরক্ত হয়ে গেছি, তাই ম্যাঁও প্যাঁও মন্তব্য করে নিক বাঁচায়ে রাখছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১০

আলপনা তালুকদার বলেছেন: বলেন কি??? আপনাকে ব্যান করে!!!??? এতবড় স্পর্ধা!!!! আপনি আন্তর্জাতিক আদালতে মামলা করুন। আহারে বেচারা!! না জানি কত কষ্টে নিজের মত করে মন্তব্য করা থেকে নিজেকে বিরত রেখেছেন!! এমন নির্যাতন করা কি উচিত?

আপনি আরো গোটা বিশেক নিক খুলুন। কটা বন্ধ করবে? একটা করলে আরেকটা...।

২৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:০৫

পান-সুপারি বলেছেন:
@কুঁড়ের_বাদশা, এই সাঁই/কুকরা এর মত নতুন নিকগুলো ব্লগে যে যাকে যা খুশি বলা যায় এই ধারণা পেয়েছে চাঁদগাজীর কাজকর্ম দেখেই। চাঁদগাজীর মানুষকে গালি দেয়া আগের চেয়ে কমেছে, কিন্তু গালি দেয়া বন্ধ হয়নি। এইপোস্টেই যেই মন্তব্যগুলা করা হয়েছে দেখতে পারেন, এখন চাঁদগাজী সাবধানে কমেন্ট করবেন এই পোস্টে কারণ তার পুরান কাজের প্রমাণ এসে গেছে কয়েকটা। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রাপ্য এরচেয়ে ভাল ব্যাবহার। চাঁদগাজী সবসময় তাকে হ্যারাস করে আসছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১২

আলপনা তালুকদার বলেছেন: আমার মনে হচ্ছে, আমি সামুতে একেবারেই অনুপযুক্ত। আমার এখানে আসা উচিত হয়নি। সরি।

৩০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১

কুঁড়ের_বাদশা বলেছেন: @চাঁদগাজী ভাই,
-আসলে, ব্লগের নিয়মের কারণে, আমি আর আমার নিজের মতো করে কমেন্ট করতে পারছি না; ব্যানে ব্যানে বিরক্ত হয়ে গেছি, তাই ম্যাঁও প্যাঁও মন্তব্য করে নিক বাঁচায়ে রাখছি।

ম্যাঁও প্যাঁও মন্তব্য করেই আপনি আমাদের মাঝে বেঁচে থাকুন। আপনাকে আমরা হারাতে চাই না। সামু ব্লগে চাঁদগাজী অন পিচ।
আর ব্লগারদের শাসন -বারণ করা দরকার আছে। বিশেষ করে পাগল জাত করতে আপনি ওস্তাদ। :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৪

আলপনা তালুকদার বলেছেন: ওয়াও!!! গ্রেট!!!

৩১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১১

চাঁদগাজী বলেছেন:


@পান-সুপারি ,

আমি কোন ব্লগারকে গালি দিইনি, বেয়াদব বলিনি; আপনারা ছেলেমীর লেভেলে রয়ে গেছেন; ব্লগিং শুরু করেন, দেখবেন বিশ্ব অনেক সুন্দর যায়গা, অভিযোগ ইত্যাদি আর থাকবে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৫

আলপনা তালুকদার বলেছেন: হাসবো, না কাঁদবো???

৩২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৩

পান-সুপারি বলেছেন: চাঁদগাজী সাহেব, আপনার এই ডাবল স্ট্যান্ডার্ডের কমেন্টগুলা পড়ে প্রচুর হাসি পাচ্ছে। দয়া করে আমাকে আর হাসাবেন না। সামুতে আপনার জন্য আইন আলাদা এটা এখন পরীক্ষিত সত্য, অন্তত স্ক্রিনশটগুলা তাই বলে।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

আলপনা তালুকদার বলেছেন: এ বিষয়ে গবেষণা হওয়া দরকার।

৩৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:


@পান-সুপারি বলেছেন,
"চাঁদগাজী সাহেব, আপনার এই ডাবল স্ট্যান্ডার্ডের কমেন্টগুলা পড়ে প্রচুর হাসি পাচ্ছে। দয়া করে আমাকে আর হাসাবেন না। "

-আপনি কয়বার হেসেছেন? ৩ বার হাসলে কিন্তু চিন্তার বিষয় হয়ে যাবে!

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২০

আলপনা তালুকদার বলেছেন: আপনি কয়বার হাসার অনুমতি দেন? দুবার? তিনবার হাসলে কি করেন? জেনে রাখি। আপনাকে সমীহ করে চলতে হবে কিনা!!

৩৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮

পান-সুপারি বলেছেন: আলপনা ম্যাম, আমি আর মন্তব্য করব না এই পোস্টে। আপনি ধৈর্য্য নিয়ে চাঁদগাজী সাহেবের হ্যারাসমেন্ট সহ্য করতে থাকুন, যদিও ওনার মতে উনি কাউকে হ্যারাস করেননা। আমাকে মডু আপনার পোস্ট দেখার সাথে সাথেই ব্যান করবে কারণ আমি চাঁদগাজীর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দেখিয়েছি। জয় হোক সামুর।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

আলপনা তালুকদার বলেছেন: আমি এমনিতেই আর সামুতে থাকার আগ্রহ বোধ করছিনা। গুডবাই সামু। সবাই ভাল থাকবেন।

৩৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২২

মোঃ তানজিল আলম বলেছেন: @পান-সুপারি , দয়া করে চেপে যান। আর কত কচলাবেন ওই এক কথা। তার চেয়ে সাঁই জি কে এখানে ডেকে আনুন,তারা নিজেরাই মিমাংসা করুক।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২০

আলপনা তালুকদার বলেছেন: সাঁইজির আসার সৎসাহস থাকলে এমনিতেই চলে আসার কথা। ডেকে আনতে হবে কেন?

৩৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন, " আপনি কয়বার হাসার অনুমতি দেন? দুবার? তিনবার হাসলে কি করেন? জেনে রাখি। আপনাকে সমীহ করে চলতে হবে কিনা!! "

-কেহ ৩ বার হাসলে আমাকে কিছু করতে হবে না, যিনি ৩ বার হাসেন উনার পরিবারই ব্যবস্হা নেবেন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৩

আলপনা তালুকদার বলেছেন: ৩ বার হাসলে পরিবার ব্যবস্থা নেবে - এই নতুন মতবাদ কি আপনি দিলেন? কোথায় লেখা আছে, তিনবারের বেশী হাসা যাবেনা? ডাক্তাররা তো বলেন, যতখুশী হাসুন। তাতে হার্ট ভাল থাকে.....।

৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

কুঁড়ের_বাদশা বলেছেন: @পান-সুপারি,

মানছি চাঁদগাজী ভাইয়ের মুখের ভাষা খারাপ কিন্তু তার চিন্তা-চেতনা ধ্যান- ধারণা বা সুখ-দুঃখ মানুষকে কল্যানের জন্য। তার এই দিক একবার ভাবুন না । এখন সে যেমন ব্যবহার করে। আমি আপনি তো আর তার মত ব্যবহার করতে পারি না। অনেক সময় যুক্তি যদি সাদাকে কালো বলা যায়। এখন সে যদি ব্লগারদের সাথে খারাপ ব্যবহার করে শান্তি পায়; সে তাই করুক না।তার ভুল একদিন সে বুঝতে পারবে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৬

আলপনা তালুকদার বলেছেন: দ্বিমত পোষণ করছি। আত্মসম্মানবোধ সবার আছে। আপনি নিজের শান্তির জন্য অন্যকে কষ্ট দিতে পারেন না।

৩৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২৪

মোঃ তানজিল আলম বলেছেন: না হলে মডু আসা পর্যন্ত অপেক্ষা করুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

আলপনা তালুকদার বলেছেন: আমি জানিনা মডুরা এসেছিলেন কিনা বা সাঁই বাবাজির বিঢয়ে কি ব্যবস্থা নিয়েছেন বা নেননি। আমি লগইন করেছি সহব্লগারদের প্রতি দায়িত্ববোধের কারণে। বেশকিছু মন্তব্য এসেছে যার জবাব দেয়া আমার কর্তব্য। ব্লগে থাকব কি থাকবনা, সে পরের বিষয়।

৩৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

চাঁদগাজী বলেছেন:


@কুঁড়ের_বাদশা ,

ব্লগ হলো আলোচনার যায়গা, এখানে লজিক্যালী তর্ক বিতর্ক হবেই; সেটা নিয়ে কান্নাকটি শুরু করলে ব্লগিং করবেন কখন!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:১৮

আলপনা তালুকদার বলেছেন: ঠিক বলেছেন। তর্ক হবে লজিক দিয়ে। বিপত্তি ঘটে তখন, যখন লজিক ছাড়া ব্যক্তিগত আক্রোশ থেকে আক্রমণাত্মক মন্তব্য আসে।

৪০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৩

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ব্লগতো দেখি কান্নাকাটির জায়গা হয়ে গেলো.............। ম্যাচিউরিটি শব্দটাকি ......নার ডিকশনারীতে নেই ? তাছাড়া ঐ কমেন্টে আমিতো কোন আপত্তিকর কিছু দেখিনি............আজব। আমি এখন ঐ লেখা বিষয়ে প্রশ্ন করে আবার কান্নাকাটির কারন হতে চাই না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২১

আলপনা তালুকদার বলেছেন: সবার দেখার, বলার, বোঝার ক্ষমতা সমান হলে তো এত কথার সূচনাই হতোনা। ধন্যবাদ।

৪১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৪

স্পার্টাকাস৭১ বলেছেন:
আপনি রাগ কমান যদি ব্লগে লিখতে চান।
এই আক্রমন সামুতে আসলেই কিছু না। এখনে কারো মতামত কেই সবাই মেনে নেয় না। আপনার মতামত কেও মেনে নিবে না।। অনেকেই আপনার বক্তব্যের তিব্র বিরোধীতা করবে। তাদের মধ্যে কেও কেও আবার বিশ্রি ভাষায় আক্রমন করবে। আর এটাই স্বাভাবিক। শুধু এখানেই না গোটা ওর্য়াল্ডেই এই রকমই পরিবেশ।
এখানে মরারেটররাও কিছু করতে পারবে না যতক্ষন পর্যন্ত না সেই ব্যাক্তি আপনাকে শরীরিও কোন ব্যাপার কে ইঙ্গিত করে গালী না দিচ্ছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

আলপনা তালুকদার বলেছেন: আমি ব্লগে নতুন কিনা! তাই এখানকার সবকিছু জানিনা। আমার ভাবতেই অবাক লাগছে যে, লেখকরাও অসৎ। তারা একাধিক নিক বানিয়ে, নিজেদের মধ্যে লাইক-কমেন্ট বিনিময় করে নিজেদের লেখাকে আলোচিত বানাবে। আরো অবাক লাগছে, অন্য নিক থেকে যে কাউকে যা খুশী বলে অপমান করবে। সীমা মানবেনা। এটা কেমন কথা?

৪২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৫

কূকরা বলেছেন: পাঁদগাজী X(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৬

আলপনা তালুকদার বলেছেন: ???

৪৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৭

রাজীব নুর বলেছেন: বোন মনে রাখতে হবে কিছু দুষ্টলোক সব জাগায়ই থাকে। মক্কা মদীনায়ও আছে। এইসব মেনে নিয়েই আমাদের জীবন যাপন করতে হবে। দুষ্টলোক মুক্ত পৃথিবী সম্ভব নয়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:২৯

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। সবাই নিজের সীমা ও সীমাবদ্ধতা বোঝেনা। ধন্যবাদ।

৪৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৪

কুঁড়ের_বাদশা বলেছেন: @চাঁদগাজী ভাই,

ব্লগ হলো আলোচনার যায়গা, এখানে লজিক্যালী তর্ক বিতর্ক হবেই; সেটা নিয়ে কান্নাকটি শুরু করলে ব্লগিং করবেন কখন!

এই কথা যদি আপনি বুঝতে তাহলে কেউ আপনাকে ভুল বুঝতো না; আপনার বিরুদ্ধে যেত না ।কেউ কথা বলার আগেই আপনি তাকে ঘাড় মটকাইয়া দেন,ঠিক যেন বাঘের মত। আপনার কাছে সাদাকে কালো বানানো কোন ঘটনা না। নিজের ভুল কখনো নিজের চোখে দেখা যায় না, ভাই। এখন যুগ-যামানা বদলাইছে, পারলে আপনিও নিজেকে একটু বদলান । সেই দাদার আমলের মোড়াল প্রথা আর দেশে নাই,যে মোড়ল যা বলবে তাই ঠিক। একবারের জন্যও কি ভেবে দেখেছেন আপনাকে সবাই ভুল বুঝে কেন ? তবে যে যাই বলুক না কেন, আপনাকে আমার ভীষণ ভালো লাগে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৪৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৭

কাউয়ার জাত বলেছেন: আমার কিছু বলার ইচ্ছা ছিল এই গাঞ্জু সাঁইকে নিয়ে। কিন্তু একঘেয়ে কমেন্টে পোস্টের অবস্থা এখনই ছেড়াবেড়া। কি আর করা!

তবুও বলি। এই গাঁজাখোর দেখছি অল্পদিনে ব্লগে কিছু ভক্তও তৈরি করে ফেলেছে। বিদ্রোহী ভৃগু এবং আরো দু' চারজন ব্লগার দেখি সাইজি ডাকে! আবার দোয়াও চায়। বাপরে বাপ কতবড় দীক্ষাগুরু! (আসলে গাঁজায় গাঁজা আকর্ষণ করে)।
ও হচ্ছে সামু ব্লগের রাম-রহিম। বিবাহ ব্যতীত যৌন সম্পর্কে বিশ্বাসী।

এর আরেক কাজ হল বিভিন্ন পোস্টে গিয়ে পণ্ডিতি সহকারে ভিন্নমত দেয়া। Mr. Disagreement । আবার পাল্টা প্রশ্ন করলে জ্ঞান দিবে, "প্রশ্নের জবাবে প্রশ্ন করতে হয় না।" এই বারোভাজা পণ্ডিতরে কি আর বলবো। বাউল জাতটাতো গুও খায়। সুতরাং লজ্জা দিতে যাওয়ার বৃথা চেষ্টা।

চিন্তা করিয়েন না। ব্লক করার অপশন আছে। ব্লক মেরে দিন। ছুঁচো মেরে হাত কালো করার দরকার নেই।

তবে গতকাল এক নারী ব্লগারের পোস্টে যেয়ে তাকে জারজ প্রমাণ করতে গিয়ে ও নিজের যুক্তিতে নিজেই জারজ প্রমাণিত হইছে। জয় গাঁজা!


১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। অনেককিছু জানলাম। আমি এরপর আমার পোস্টে সে কোন মন্তব্য করলে তা মুছে দেব। ভাল থাকুন।

৪৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

কূকরা বলেছেন: লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

১। ডানদিকে উপরে আপনার নিক নেমের পাশের ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করুন, নীচের ছবির মত একটা লিষ্ট আসবে:


উপরের লিষ্টে, কমেন্ট মডারেশনে ক্লিক করুন: নীচে বামদিকে এই ছবির মত একটা ঘর আসবে: লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

১। ডানদিকে উপরে আপনার নিক নেমের পাশের ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করুন, নীচের ছবির মত একটা লিষ্ট আসবে:


উপরের লিষ্টে, কমেন্ট মডারেশনে ক্লিক করুন: নীচে বামদিকে এই ছবির মত একটা লিষ্ট সহ ঘর আসবে:



এই ছবির নিষিদ্ধ তালিকায় ক্লিক করুন, নীচের ছবির মত নিষিদ্ধ তালিকার একটা বাটন আসবে
লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

১। ডানদিকে উপরে আপনার নিক নেমের পাশের ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করুন, নীচের ছবির মত একটা লিষ্ট আসবে:


উপরের লিষ্টে, কমেন্ট মডারেশনে ক্লিক করুন: নীচে বামদিকে এই ছবির মত একটা ঘর আসবে: লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

লেখক বলেছেন: এটা কোন সমাধান হলোনা। ফেসবুকে ব্লকের অপশন আছে। সামুতে এসব বেয়াদবদের সামলানো মোডারেটরদের কাজ। নাহলে ভদ্রলোকেরা সামুতে থাকবে কেন?

ম্যাডাম, সামুতেও ব্লকের অপশন আছে। যেমন পাঁদগাজী, থুক্কু, চাঁদগাজীরে ব্লক করতে হলে "chandgazi" শব্দটা দিয়ে ব্লক করতে হবে, "chandgazi" শব্দটা পাবেন ঐ হালার .... থু্ক্কু..... চাঁদগাজীর ব্লগপেজের এড্রেসবারে:

http://www.somewhereinblog.net/blog/chandgazi

কেমনে ব্লক করবেন বলতেছি:

১। ডানদিকে উপরে আপনার নিক নেমের পাশের ড্রপ ডাউন মেন্যুতে ক্লিক করুন, নীচের ছবির মত একটা লিষ্ট আসবে:


উপরের লিষ্টে, কমেন্ট মডারেশনে ক্লিক করুন: নীচে বামদিকে এই ছবির মত একটা লিষ্ট সহ ঘর আসবে:



এই ছবির নিষিদ্ধ তালিকায় ক্লিক করুন, নীচের ছবির মত নিষিদ্ধ তালিকার একটা বাটন আসবে


(পরের কমেন্টে বাকিটুকু দেখুন)




১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৪৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৫

চাঁদগাজী বলেছেন:


@কুঁড়ের_বাদশা ,

-ঠিক আছে, আমার দুর্বলতাগুলো আমি কাটিয়ে উঠার চেস্টা করবো।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। নিজের ভুল শুধরে নেওয়া বুদ্ধিমানের কাজ। আশা করছি বাকীরাও এটা করবেন এবং কখনোই সীমা লংঘন করবেন না।

৪৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

কূকরা বলেছেন: এই বাটনে ক্লিক করে যেই ঘরটা পাবেন সেখানে পাঁদগাজী.....থুক্কু.....চাঁদগাজীর ব্লগ নেম "chandgazi" শব্দটা কপিপেষ্ট করুন অথবা লিখুন




(সরি উপরের মন্তব্যটায় বাগ এডিট করতে ভুলে গেছিলাম)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। জানতাম না। ভাল থাকুন।

৪৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:০৭

আল ইফরান বলেছেন: সামুতে লেখালেখি করে টিকতে হলে চামড়া একটু গন্ডারের মত করে ইমপ্রোভাইজ করে নিতে হবে আর উস্কানীকে প্রশ্রয় দেয়া যাবে না। আমার ব্যক্তিগত অবজার্ভেশান থেকে এইটুকু বলা (আপনাকে উপদেশ দেয়া আমার মত ছোট মানুষের কাজ না যদিও)
আর আপনি যদি চলে যান তাতে যতটুকু না ব্লগ বা আপনার ক্ষতি, তারচাইতে ক্ষয়িঞ্ছু বাংলা ব্লগের ট্রেন্ডেরই ক্ষতি হবে।
এই ব্লগে অনেকেই টিকতে না পেরে চলে গিয়েছেন, তাতে কিন্তু স্বাতু-সাই দের মত ব্লগারের কোন ক্ষতি হয় নাই।
মাঝখান দিয়ে আমাদের মত আম-জনতা পাঠক ও মন্তব্যকারীদের জন্য ভালো লেখার আকাল পড়ে গেছে এই যা :(

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৪৯

আলপনা তালুকদার বলেছেন: আমার এক কলিগ, খুব ভাল লেখে। সে সামু ছেড়ে চলে গেছে। লেখকরা নীতিবান না হলে টেকা মুশকিল। আরো মুশকিল অকারণে কাউকে অপমান করলে।

চামড়া একটু গন্ডারের মত করে নিতে পারব বলে মনে হয়না। আমি এভাবে আক্রান্ত হতে চাইনা। তবে আপনি ঠিক বলেছেন। তাতে দুষ্টুরাই টিকে যাবে। আপনার/ আপনাদের পরামর্শ ভাল লেগেছে। তেমন যুক্তিহীন কমেন্ট দেখলে মুছে দেয়া বা ব্লক করা যেতে পারে। ধন্যবাদ। ভাল থাকুন।

৫০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৫

চাঁদগাজী বলেছেন:


এত সামান্য ব্যাপারে যদি ব্লগ ছাড়ার কথা বলেন, তা'হলে কেমনে কি!

ব্লগে থাকেন, শক্ত হোন!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১০:৫১

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! বেশ। এবার উল্টো পথ ধরব। ডিলিট না হয় ব্লক। কি বলেন?

৫১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২২

অর্ক বলেছেন: আলপনা তালুকদার আপনার ব্লগে অমন ওই হামবড়া নাক উচু ভাবসাবটাও একটু সংশোধন করেন। সহব্লগারদের কি খেয়েদেয়ে আর কাজ নেই, আপনার আর স্বতু সাইয়ের ব্যাপার নিয়ে মাথা ঘামানো ছাড়া। আর এমনভাবে 'সহব্লগার সগব্লগার' করে চেঁচাচ্ছেন মনে হচ্ছে সহব্লগারদের প্রতি আপনার দরদ যেন একেবারে উথলে উথলে পড়ছে! ব্লগে আপনি সহব্লগারদের জন্য করেছেনটা কি শুনি! শুধু তো নিজের পোস্টে চটুল প্রশ্নোত্তর ছাড়া আর কোনরকম কোনও অবদান নেই আপনার ব্লগে। কিন্তু ভাবসাব এমন ধরেন যেন আপনি এই ব্লগের জমিদার, এই জায়গির যেন আপনার হাত ছাড়া হয়ে যাচ্ছে! একটু হামবড়া ভাবসাব কমিয়ে বিনয়ের সাথে, সবার সাথে মিলেমিশে বন্ধুভাবাপন্ন মন নিয়ে ব্লগিং করা শিখুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:১৭

আলপনা তালুকদার বলেছেন:
হা হা হা! ভাল বলেছেন। আমি ব্লগে কারো জন্যই কিছু করিনি। তবু আমার অনেক পোস্ট আলোচিত, নির্বাচিত, স্টিক হয়েছে। সাড়ে চার মাসে আজ পর্যন্ত আমার ব্লগ পড়া হয়েছে ৩৮৪৬৩ বার, কমেন্ট এসেছে ২৮১০ টি, আমার ফলোয়ার ১১১ জন। কি অবাক কাণ্ড!!! তাইনা?

ব্লগের জমিদার তারা, যারা একাধিক নিক খুলে, মিলেমিশে বন্ধুভাবাপন্ন মন নিয়ে লাইক-কমেন্ট বিনিময় করে তাদের লেখাকে আলোচিত বানায়, একাধিক নিক খুলে তা থেকে সহব্লগারদের গালি দেয়।

আমাকে খুব ব্যস্ত থাকতে হয় বলে ব্লগে সবার সাথে ভাব করতে পারিনা। ধন্যবাদ। ভাল থাকুন।

৫২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

কুঁড়ের_বাদশা বলেছেন: @ কাউয়ার জাত


এই গাঁজাখোর দেখছি অল্পদিনে ব্লগে কিছু ভক্তও তৈরি করে ফেলেছে। বিদ্রোহী ভৃগু এবং আরো দু' চারজন ব্লগার দেখি সাইজি ডাকে! আবার দোয়াও চায়। বাপরে বাপ কতবড় দীক্ষাগুরু! (আসলে গাঁজায় গাঁজা আকর্ষণ করে)।

আপনি দেখে এসেছেন ? এই গাঁজা খওয়ার ব্যপারটা ।কোথায় তাদের এক সাথে গাঁজা খেতে দেখেছেন ? বিদ্রোহী ভৃগু ভাই কম-বেশি সবার পোষ্টে মন্তব্য করেন। এখানে যদি সেই সাইজির সাথে তারা-তারা মন্তব্য চালাচালি করতেন। তাহলে বুঝতাম সেই সাইজি তার দীক্ষাগুরু। এখানে বিদ্রোহী ভৃগু ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ দিতে পারেন না। আপনার এ লাইনটা একদম হাস্যকর এবং ভিত্তিহীন। আপনি পারলে এই লাইনটা প্রত্যহার করুণ। বিদ্রোহী ভৃগু ভাই ব্লগে ক্যচালবাজদের তালিকায় তার নাম নাই। আর নাহয়, আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে বাধ্য হচ্ছি ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

আলপনা তালুকদার বলেছেন: .

৫৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৪৮

কাউয়ার জাত বলেছেন: আমি বিদ্রোহী ভৃগুকে গাঁজাখোর বলতে চাইনি। তবে স্বতু সাঁই নিজে একজন আত্মস্বীকৃত গাঁজাখোর।
বিদ্রোহী ভৃগুকে ভালো ব্লগার হিসেবেই জানি। কিন্তু কোন এক রহস্যময় কারণে তিনি এই গোয়ারকে খুব শ্রদ্ধা করেন।
আর গাঁজায় আকর্ষণ করে এরকম ভক্ত আছে। দেখতে চাইলে এই গাঞ্জুর এই Click This Link পোস্টের ৫নং কমেন্ট দেখুন।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৮

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৩

মোঃ তানজিল আলম বলেছেন: সোনাবীজ এবং বিদ্রোহী ভাই কে আমি পছন্দ করি। তারা ছোট বড় সবাইকে মজার কমেন্ট দিয়ে ঊতসাহিত করেন।

বিদ্রোহী ভৃগু ভাই সাঁই জি সম্বোধন করেছিলেন ।কারন সেখানে সাই এর এক মন্তব্যে সহমত হয়েছিলেন। তার উচিত ছিল কি গাজাখোর সম্বোধন করা???

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৫৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

ব্লগার আল্পনা তালুকদার ওপারের একটা অচল মাল কে নিয়ে পোষ্ট দিয়ে ব্লগের পরিবেশটা নষ্ট করে ফেলেছে। তবে সাঁই কি যেন নাম সে আসলে হুক্নাটা টানে এটা নিচ্ছিত। সে বাঙ্গালি কে 'বাঙ্গাল' বলেছে! শাব্দিক অর্থ যা হউক না কেন সে এটা উচ্চারণ করে হীন মান্যতারর পরিচয় দিয়েছেন।
তাই এক্ষেত্রে "ফস লের চেয়ে আগাছা দ্রুত বাড়ে" প্রযোজ্য।

আল্পনা তালুকদার, আপনি বারবার বলেছেন, চলে যাবেন.... চলে যাবেন...;
তয় আপনাকে মানা করছে ক্যাটা?
"চিলে মোরগের বাচ্ছা নিলে বাচ্ছার মা কিছুক্ষণ পর খবর রাখতে পারেন না বা তার বিগত বাচ্ছার কথা ভুলে যান।

সামু হলো সাগর, এখান থেকে দু'চারজন ভাইস্যা গেলে এটা বিচ্ছিন্ন ঘটনা।

'অন্য ব্লগে লেখক আছে কিন্তু পাঠক নেই'.......

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:২৮

আলপনা তালুকদার বলেছেন: সামুতে পাঠক আছে বলেই কি সহব্লগারকে গালি দেবার লাইসেন্স পেয়ে গেছেন? এখানে পাঠক যেমন আছে, তেমনি কিছু অসৎ ব্লগারও আছে ( এই পোস্টেই পাঠকদের মন্তব্যগুলো পড়ুন)। এদের নোংরা ব্যবহারে ব্লগাররা অপমানিত, বিরক্ত। অনেকে চলে গেছেন, অনেকে যাবেন। তাতে আপনার কিছু না হলেও সামুর ক্ষতি হয়। এটা অনেক ব্লগার বলেছেন। সুতরাং আপনার একার কথায় কিছু যায় আসেনা।

৫৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৬

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: স্বতু সাঁই বলেছেন: নিয়াজী এমএজি ওসমানীর কাছে আত্মসমর্পন করে নি, করেছিলো আরোরার কাছে। সেদিন যদি দিল্লী মনে করতো দেশটা তাদের তাহলে আজ আরবের বীর্যে গড়া বাঙালীরা দিল্লীর অধীনেই থাকতো, আর অঙ্গরাষ্ট্র হিসেবে আঙ্গুল চুষতো। আসলে আরব বীর্য ষড়যন্ত্রকারী আর বেইমানীর ডিএনএ বিদ্যমান তাই তাদের বীর্য দিয়েই পয়দা হয়েছিলো মীর্জাফর। যেসব বাঙালীদের মধ্যে আরবের বীর্যের ডিএনএ বিদ্যমান তারা তো কৃতজ্ঞতা বুঝবে না, ইন্দিরা সম্মান দেখিয়ে মুজিবের হাতে বাংলাকে ফিরিয়ে দিয়েছিলো।

স্বতু সাঁই বলেছেন: বাংলাদেশের সিমান্ত রক্ষীরা কতো দক্ষতা ও বাহাদুর তা বোঝা যায় সিমান্তে বাঙালাদের হত্যায় এতো পতাকা মিটিং করে কিছুই করতে পারে না।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

আলপনা তালুকদার বলেছেন: .

৫৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৯

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ৫৬ নং মন্তব্য হলো উপারের অচল মাল হুকনাটা টানা সাঁঝির মনের অভিব্যক্তি।।।

সাইঝির মনের খবর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩০

আলপনা তালুকদার বলেছেন: .

৫৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৩

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ইন্দিরা সম্মান দেখিয়ে মুজিবের হাতে বাংলাকে ফিরিয়ে দিয়েছিলো। - সে এই উক্তির মাধ্যমে আমাদের মহান মুক্তিযুদ্ধ কে অসন্মান করেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩১

আলপনা তালুকদার বলেছেন: .

৫৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: বড্ড ক্যাচাল বেধে গেছে। গঞ্জিকা আর হুঁকোতে ঠোকাঠুকি। অতএব পলায়নপর প্রস্থানই আপাতত সর্বদিক বিবেচনায় মঙ্গলময়।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ভাল বুদ্ধি!

৬০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫২

মলাসইলমুইনা বলেছেন: আল্পনা তালুকদার : অনেক ধন্যবাদ স্বতু সাঁই-এর আমার "ধর্ম এবং মানবিকতা" লেখাটা সম্পর্কে দৃষ্টি আকর্ষণের জন্য | আমার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আপনার জন্য রইলো |আমি লেখাটা পরে কি মন্তব্য করা যায় সেটাই ভাবছিলাম | এতো অযৌক্তিক বলে আর কিছু মন্তব্য করা হয়নি | যুক্তির বাইরে গেলে যে লেখা গালাগালি হয়ে যায় বেশিরভাগ সময় এটা কিছু কিছু ব্লগার যদি মনে রাখেন তাহলে খুবই ভালো হয় |ও আরেকটা কথা, আপনি ব্লগে খুবই ফিট | দু চারজন কি বললো এটা নিয়ে মন খারাপ করে ব্লগ থেকে চলে যাবেন না প্লিজ | আমার বয়স একসপ্তাহের একটু বেশি | তাতেই জনৈক মশহুর ব্লগার এক বিখ্যাত লেখক/ বৈজ্ঞানিকের কথা বলেছেন উনি নাকি আমাদের অল্প পড়া/বোঝা মানুষদের জন্য লিখেন ! এটাও চিন্তা করতে আমাদের সেই ব্লগারের মাথায় আসেনি সেই বিখ্যাত লেখক/বৈজ্ঞানিক যাদের জন্য লিখেন তারা যতই ছোট, অল্প পড়া/বোঝা মানুষই হোক না কেন তারা আমার মতো সামু ব্লগে লেখা একজন ব্লগারের চেয়েও অনেক উচ্চ শ্রেণীর হবেন | আর সেই শ্রেণীর একদল লোককে যে অল্প পড়া/বোঝা মানুষ বলা যায় না এটা কাকে কে বোঝাবে |

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভাল থাকুন।

৬১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৫৯

নতুন বলেছেন: @ আলপনা এবং সাঁই দুজনকেই বলবো ব্লগে বিভিন্ন বিষয়ে কারুর মতের সাথে মতেন মিল নাও হতে পারে....

আপনি আপনার যুক্তি দিয়ে আলোচনা করবেন.... এটাই ব্লগের বড় শক্তি.... এটাই ব্লগের বড় একটা উদ্দেশ্য...

এটা যদি না মাথায় রেখে যদি ব্যক্তিগত আক্রমন শুরু করেন তবে সেটা ছেলেমানুষী...

সাঁই আপনি সহব্লগারকে মূখ` বলেছেন যেটা ঠিক হয়নি। আশা করি সরি বলবেন ।

আলপনা ব্লগে হাজারো মানুষ কমেন্ট করে তাই এই রকমের কমেন্টের উত্তরেই তার সাথে বোঝাপড়া করবেন....

কারুর জন্য ব্লগ ছেড়ে যাবার প্রশ্ন আসেনা.... সেটা বোকামী...

পড়ুন...লিখুন... সাথেই থাকুন.... ভালো থাকুন...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৭

আলপনা তালুকদার বলেছেন: মতের অমিলে তর্ক করা আর অকারণে গালি দেওয়া - এদুটো এক নয়। সরি বলার জন্যও সততা লাগে, আত্মোপলব্ধি লাগে, যেটা সবার থাকেনা। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। অবশ্যই ভেবে দেখব। ভাল থাকুন।

৬২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:৩৮

শিখণ্ডী বলেছেন: আল্পনা তালুকদারের মাস্টারি পছন্দ হচ্ছে না! সামুর সবাই কি আপনার ছাত্র নাকি, যে এত ভাব ধরে থাকেন। চলে যাবেন তো যান, এত বার বার বলার কী আছে? না কি ভাবছেন শর্ষের তেলের বোতল নিয়ে সবাই হুমড়ি খেয়ে পড়বে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:০৮

আলপনা তালুকদার বলেছেন: আপনি এই পোস্টে পাঠকদের মন্তব্যগুলো পড়ে দেখুন। বুঝতে পারবেন, শুধু আমি না, কিছু ব্লগারের আপত্তিজনক মন্তব্যের কারণে অনেক ব্লগার অপমানিত, বিরক্ত, অনেকে ব্লগ ছেড়ে চলে গেছেন, অনেকে যেতে চাইছেন। সামুর এরকম পরিবেশ যেকোন লেখকের জন্য সুখকর নয়। সামুর পরিবেশ ভাল হওয়া দরকার। এখানে কেউ পেটের দায়ে বা অপমানিত হতে আসেনা। আত্মসম্মানবোধ সবার আছে। সামুর মডারেটররা আছেন সে কারণেই।

৬৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৩:০৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: বাদ দিন। ফালতু লোক নিয়ে এত সময় নষ্ট করার কিছু নেই।

আপনি সম্ভবত ব্লগ পাড়ায় নূতন। তাই এদেরকে বেশী গুরুত্ব দিচ্ছেন। ইগনোর করে চলুন, এদের সব কথা সিরিয়াসলি নেবার কোন মানে নেই।

উপদেশ মনে হলে খুব দুঃখিত। তবে এটা আমার দীর্ঘ ব্লগ জীবনের অভিজ্ঞতা লব্ধ জ্ঞান।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১০

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, নতুন। জ্বি, এবার থেকে ইগনোর করব। ডিলিট বা ব্লক। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৬৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:১৫

Mysterious Mystery বলেছেন: জ্ঞানী মানুষ সব ধর্মেই কমবেশি আছে, আর জ্ঞানীরা কারো ধর্মকে বা ধর্মের মালিক কে নিন্দা করে কথা বলেনা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

৬৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:৩০

ফেল কড়ি মাখ তেল বলেছেন: উপরের মন্তব্যগুলো পড়লাম। বরাবরের মত প্রমানিত হল চোরের মার বড় গলা।
পুরাতন ব্লগার সবাই জানে চাদগাজী একজন নিল্লজ ও মানষিক ভারসাম্যহীন ব্লগার ৬ বার ব্যান খাওয়া, তাই এই পাগল
কি বল্ল তাতে কিছু যায় আসে নাহ???

ম্যডাম আপনি ব্যক্তি পরিচয়ে ব্লগিং করেন, আপনার একটা সামাজিক স্টেটাস আছে। আমি কখনো দেখি নাই আপনি সাই বাবা বা চাঁদগাজীর কোন পোস্টে মন্তব্য করেছেন। সাই তিনি কেন জানি ব্লগের সুরু থেকে আপনার পিছনে লেগে আছে। ওনার নানা লেখা আপনাকে ঊৎসগ্র, আপনার পোস্টে এসে নানাবিধ খারাপ ভাষা চয়নে করে আসছে। আপনি মুখ বুজে সহ্য করে আসছেন।

এখন অভিযোগ করেছেন আপনাকে এসে ই কিছু ব্লগার হাতে লাঞ্ছিত হতে হচ্ছে। চাদগাজী সাই এইসব নিক থেকে আজে বাজে মন্তব্য করবে। আশ্চয্যর ব্যপার এই ব্লগে এইদল নামধারী নারী ব্লগার তারা কেউ এখানে এসে একবার প্রতিবাদ করলো নাহ, অথচ দেশের জন্য তাদের প্রান একদম বেড়িয়ে যায়।


আপনার ব্লগ ছেড়ে যাওয়া কে আমি সাধুবাদ জানাই,যতক্ষন পযন্ত একে ব্যন করা নাহ হচ্ছে। সামুর প্রতিস্টাতা ও নাকি একজন নারী. দেখতে চাই নারী প্রতি তাদের কেমন সহনশীলতা???

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৬

আলপনা তালুকদার বলেছেন: সামুর প্রতিষ্ঠাতা নারী। আমার পোস্ট স্টিক হবার পর তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন, আমাকে ব্লগে পেয়ে ওনারা সম্মানিত, এমন কথাও বলেছেন। ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এরপর থেকে এসব ব্লগারকে ইগনোর করব। ডিলিট বা ব্লক। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। ভাল থাকুন।

৬৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: আসলে আমার কমেন্টে আরো দায়িত্বশীল হওয়া উচিৎ। আপনার ব্লগিং জীবন আনন্দের হোক । এই কামনা করলাম ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জ্বি, যেকারো পোস্টে মন্তব্য করার সময় সবার আরো দায়িত্বশীল হওয়া উচিত। ভাল থাকুন।

৬৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫৪

গড়াই নদীর তীরে বলেছেন: ব্লগে দেখা যাচ্ছে, সাঁই সহযোগে নিক নিতে পারলেই কিছু ভক্তিবাদি ব্লগার এসে বাবা বাবা ডেকে ভেট দেয়া শুরু করে।

আমি এমনিতেই বেশি হাটি। রাস্তায় "হাটা বাবা" হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এখন ভার্চুয়াল জগতে "বাবা" হওয়ার জন্য সাঁইযুক্ত একটা মাল্টি তৈরি করব কি না চিন্তা করছি।
যদিও ইয়াবা খাওয়া বা নিজের অজ্ঞতাকে পাণ্ডিত্য মনে করা এই দুইটার কোনটাই আমার পক্ষে সম্ভব হবেনা!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ধন্যবাদ।

৬৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: @ কাউয়ার জাত ভায়া,
জ্ঞানমার্গ দর্শন না হলে যা হয়, তাই চলছে বাহ্য দুনিয়ায়। আমরা সবাই সেই স্রোতেই গা ভাসিয়ে চলি।
তাইতো নিজের অনুভবের বাইরে ভিন্নতর সত্য সন্ধ্যানীদের বুঝতে না পেরেই অবুঝ উপমায় ডাকি। তাতে তার বা তাদের কিছূ না হলেও নিজের শূন্যতাটা যে প্রকাশ হয় তাকি উপলদ্ধি করতে পারেন।

কুঁড়ের_বাদশা বলেছেন: @ কাউয়ার জাত

এই গাঁজাখোর দেখছি অল্পদিনে ব্লগে কিছু ভক্তও তৈরি করে ফেলেছে। বিদ্রোহী ভৃগু এবং আরো দু' চারজন ব্লগার দেখি সাইজি ডাকে! আবার দোয়াও চায়। বাপরে বাপ কতবড় দীক্ষাগুরু! (আসলে গাঁজায় গাঁজা আকর্ষণ করে)।

আপনি দেখে এসেছেন ? এই গাঁজা খওয়ার ব্যপারটা ।কোথায় তাদের এক সাথে গাঁজা খেতে দেখেছেন ? বিদ্রোহী ভৃগু ভাই কম-বেশি সবার পোষ্টে মন্তব্য করেন। এখানে যদি সেই সাইজির সাথে তারা-তারা মন্তব্য চালাচালি করতেন। তাহলে বুঝতাম সেই সাইজি তার দীক্ষাগুরু। এখানে বিদ্রোহী ভৃগু ভাইয়ের বিরুদ্ধে এমন অভিযোগ দিতে পারেন না। আপনার এ লাইনটা একদম হাস্যকর এবং ভিত্তিহীন। আপনি পারলে এই লাইনটা প্রত্যহার করুণ। বিদ্রোহী ভৃগু ভাই ব্লগে ক্যচালবাজদের তালিকায় তার নাম নাই। আর নাহয়, আমি আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে বাধ্য হচ্ছি ।

<< কুঁড়ের_বাদশা ভাই এর প্রতি সশ্রদ্ধ কৃতজ্ঞতা। মো: তানজিল আলমের প্রতিও শুভেচ্ছা এবং ভালবাসা।

স্ব-তু সাঁই এর নামের ব্যাখ্যাতেই প্রকৃত সত্য সন্ধ্যানী আপ্লুত হবেন। নামেই কি সব? না। হালকা মত বিনিময়ে জ্ঞান এবং ভাবের গভীরতা দেখেছি বলেই উনার সাথে পোষ্টে মত বিনিময় হয় বাকী সবার মতোই। হ্যা সবার প্রকাশ ভঙ্গি সবসময় যথাযথ হয়না বটে তাতে কি তার সবই মন্দ হয়ে যায় না। আল্পনা তালুকদারের ঐ পোষ্টেও আমি তাই বলে স্ব-তু সাইকে নিয়ে বলেছি-
যতটুকু জানি উনি খারাপ নন। ভাবনায় গভীরতা ভিন্নতা আছে বটে।
তবে মন্তব্যে শালীনতার বাইরে যাওয়া ঠিক নয় কারোই।

ভিন্নমত হলেই তা উগ্রতায় প্রকাশ সমীচিন নয়। সবাই সমান বুঝবে বা সমান জ্ঞান নিয়ে চলে এমনতো নয়। মাত্রাভিন্নতার মাঝে সু সমন্বয় করে চলাই যোগ্যতা।

আশা করি মিছেমিছি ট্যাগিংবাজি বা ভুল ধারনা বিশ্বাসে সময় নষ্ট না করে মহাকালের বুদ্ধুদ সম জীবনেরও অতি ক্ষুদ্র সময়কে ভাল কাজে ব্যায় করুন। হৃদয়ে প্রশান্তি অনুভব করবেন।


১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৫

আলপনা তালুকদার বলেছেন: "মন্তব্যে শালীনতার বাইরে যাওয়া ঠিক নয় কারোই।ভিন্নমত হলেই তা উগ্রতায় প্রকাশ সমীচিন নয়।" - ধন্যবাদ।

৬৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৫০

স্পার্টাকাস৭১ বলেছেন:

ব্লগার @অর্কের কমেন্ট পড়ে আমি আপনার অন্য পোষ্টগুলা দেখতে গেছিলাম। তাতে আমি সার্টেনলি বলতে পারি ইন ফিউচারে আপনি আরও অনেক বেশি আক্রমনের শিকার হবেন।
আপনার সামনে একটা রাস্তাই এখন খোলা। আপনার কিছু ইয়ার বন্ধু যারা আপনার লেখায় প্রশংসার ফুলঝুরি ছড়ায় তাদের কে রেখে বাকি সবাই কে ব্লক করে দেন। তাতে আপনি শুধু প্রশংসা আর লাইক পাবেন। যদিও এই পদ্ধতি অত্যন্ত হীনমন্য মানুষের কাজ।

আমার জানামতে এই পৃথীবিতে এমন কোন লেখক নাই যাকে সমালোচকরা কখনো গন্ডমূর্খ বলেনি। হুমানয়ুন আহমেদ জাফর ইকবাল শরৎচন্দ্ররাও তা শুনেছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:১৪

আলপনা তালুকদার বলেছেন: ওকে। আক্রমণ করতে দিন। সাঁই ঢেঁকির মত সবগুলোকেই ব্লক করব। আমি ব্লগ ছেড়ে চলে যেতে চাচ্ছিলাম, কারণ আমি ব্লকের অপশনটা জানতাম না। আজ শিখে গেছি। তাই নো চিন্তা। মডারেটররা ব্যবস্থা না নিলেও আমি নিজেই ব্যবস্থা নেব।

আর যারা আমাকে বা বিখ্যাতদের গালি দেয়, তারা এটা করে ঈর্ষা থেকে। তারা খুব ভাল করে জানে, তারা কোনদিনই কোনদিক থেকেই আমাকে বা বিখ্যাতদেরকে টপকাতে পারবে না। তারা ব্যর্থতার গ্লানিবোধ থেকে এসব করে। করতে দিন। যারা প্রকৃত লেখক, তারা কখনও কাউকে এভাবে অপমান করতে পারেনা। ধন্যবাদ। ভাল থাকুন।

৭০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:২৪

মহসিন ৩১ বলেছেন: বাক্তিগত আক্রমন সত্যিই ঠিক নয়। কিন্তু ব্লগে সেটা ঠেকানর উপায়ও কম কারন ব্লগ তো সহমর্মিতার স্থান দেয় না, নাহয় তো মদুরাই এ বিষয়ে আগায়ে আসত ;বন্দবস্ত দিত। ব্লগে কে কি লিখবে সেটা ঠিক করে দেয়া এক্তা অপচেস্তা বলে মনে হয় আমার , যদিও আমি নিজেই ব্লগের বাপারে খুব অভিজ্ঞ না-- লেখাও অনেকের চেয়ে অনেক অনেক কম।তবে মানুষের মন তো আর ''কোল মাইন'' না যে ইচ্ছামত খুরলেই কয়লা পাওয়া যাবে। আমার তো সন্দেহই হয়। কচুকাটা করা কি তবে শুধু বাঙলা মায়ের সমস্যা।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৭

আলপনা তালুকদার বলেছেন: কে বলেছে সহমর্মিতার স্থান দেয়না? আমাকে অন্যায়ভাবে আক্রমণ করার কারণে কতজন ব্লগার তাদের ক্ষোভ জানিয়েছেন, দেখেছেন? এটা সহমর্মিতা নয়? আর মডুরা কতটা কি করবে, সেটা তাদের বিবেচনা। তবে লেখকের সুযোগও আছে। লেখক বাজে মন্তব্য ডিলিট ও ব্লক করতে পারে। আমি আজ যেমন করেছি। আর অন্যায় মেনে নেয়াও অপরাধ। তাই আমি আমার মত করে প্রতিবাদ করেছিলাম। কাউকেই তার সীমা অতিক্রম করে কাউকে অপমান করতে দেয়া উচিত নয়। আমার পোস্ট দেয়াতে একটা লাভ অন্তত হলো। সবাই অপরাধীদেরকে চিনলো, জানলো। ধন্যবাদ।

৭১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫১

এম আর তালুকদার বলেছেন: সকলের উদ্দেশ্যে আমার এই কবিতাটি আশাকরি সবাই বুঝতে পারবেন আমার বার্তাটি
ক্রোধ দমাও

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৭২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:২৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: ব্লক করে আপনি ব্লগিং করবেন ? তাহলে আমি বলবো, ব্লগিং অাপনার কম্ম নয় ম্যাডাম। বাংলা ব্লগিং এর গলি ঘুপচি চেনা অাপনার অনেক বাকী..............। একটা ভবিষ্যতবানী করি্, এই মানষিকতা নিযে আপনার এখানে টিকে থাকাটা হবে তেলাপোকার মত টিকে থাকা..............(স্যরি, মনে হয় খুব কঠিনভাবে বলে ফেললাম)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৬

আলপনা তালুকদার বলেছেন: আশা করছি তার দরকার হবেনা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫১

আলপনা তালুকদার বলেছেন: আমার কলিগ (নামটা বলতে চাচ্ছিনা) সামু ছেড়ে চলে গেছে। ব্লগে ছিল সাড়ে আট বছর। ওর ব্লগ পড়া হয়েছিল একলাখেরও বেশী বার। চলে যাওয়াতে ওর কোন ক্ষতি হয়নি। এখনও লেখে। খুব ভাল লেখে। আমিও ব্লগে টিকতে না পারলে চলে যাব। অন্য কোথাও লিখব। এখনও সামু ছাড়াও ৭/৮ জায়গায় আমার লেখা যায়। "ব্লগিং এর ঘুপচি গলি"- চিনতে ইচ্ছা করছে না। এরই মধ্যে যা চিনেছি, তাতে অভিজ্ঞতা মোটেই সুখকর নয়। আপনারা ভাল থাকবেন - সেই প্রত্যাশা থাকবে সবসময়। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.