নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

শালিকা ও বউ সমাচার

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩০



শালিকা ও বউ সমাচার

শ্বশুরবাড়ীর কোন আত্মীয়, বিশেষ করে শালা-শালীদেরকে বাসায় রাখার উপকারিতা কি?

১। আপনি রোজ ভাল ভাল খাবার পাবেন। গিন্নী খুব যত্ন করে এটা সেটা রান্না করবে।

২। গিন্নীর মন থাকবে প্রফুল্ল। আপনার সাথে কোনরকম বাহাস করবে না। সদা হাসিমুখে কথা বলবে। সাজুগুজু করে এখানে সেখানে বেড়াতে যাবে।

৩।নিজের কাজে ও গল্পগুজবে ব্যস্ত থাকবে। আপনাকে বিরক্ত করবেনা।

৪। বাচ্চারাও খুশী। বাড়ীতে একটা "উৎসব উৎসব" ভাব বিরাজ করবে যা সবার জন্যই ভালো।

৫। শালিকা সুন্দরী হলে আপনারও মন ভাল থাকবে। অফিস থেকে সকাল সকাল বাড়ি ফিরতে ইচ্ছা করবে। বাড়ীর একঘেঁয়ে, গুমোট পরিবেশে বৈচিত্র্য আসবে।ইত্যাদি।

সুতরাং যাদের শালা-শালী আছে, তারা তাদেরকে অতিসত্বর দাওয়াত করে বাসায় নিয়ে আসুন।

এক লোক রাতে দেরী করে বাসায় ফিরলে বৌ দরজা খোলে দেরীতে, রাগারাগি, ঝগড়া করে, খাবার দিতে দেরী করে, মাঝে মাঝে রাগ করে কথা বলা বন্ধ করে দেয় ইত্যাদি। এতে লোকটি বিরক্ত হয়ে আরেকটি বিয়ে করল। তারপর দেখা গেল, কলিংবেল বাজার আগেই কে আগে দরজা খুলবে, খাবার দেবে,... এই নিয়ে দুই বৌয়ের মধ্যে টানাহ্যাঁচড়া শুরু হয়। বড় বৌয়ের দশা দেখে লোকটি মনে মনে হাসে।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ : এই গল্পে আহলাদিত হয়ে দিতীয় বিয়ে করার কথা ভুলেও ভাববেন না। কারণ গল্প আর বাস্তব এক নয়।

এক বন্ধু আরেক বন্ধুকে বলল, "দোস্ত শোন। তোকে একটা গল্প বলি। এক ভদ্রলোকের দুই বৌ ছিল..."। বন্ধুকে থামিয়ে দিয়ে অপর বন্ধু বলল, "দূর! ভদ্রলোকের আবার দুই বৌ হয় নাকি?"

বন্ধুরা, একটু হাসুন এবং খুব খুব ভাল থাকবেন।

মন্তব্য ৭২ টি রেটিং +২/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বউ নাই, ঝামেলাও নাই। :P

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৯

আলপনা তালুকদার বলেছেন: আপাতত। হবে নিশ্চয়। দোয়া করি (বদদোয়া নয়), তাড়াতাড়ি হোক। ধন্যবাদ।

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৩

মোহেবুল্লাহ অয়ন বলেছেন: হা হা, ধন্যবাদ। এত ঝামেলার কথা চিন্তা করে বিয়ে করার কথা ভাবতে ভয় লাগে !

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৫

আলপনা তালুকদার বলেছেন: ঝামেলা ছাড়া জীবন হয়না। ভালো-মন্দ মিলিয়েই জীবন।

৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৪

প্রামানিক বলেছেন: আমার তো শালীই নাই, তাহলে আমার কি হবে- - -- - ?

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৪৭

আলপনা তালুকদার বলেছেন: চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো, পাড়াতো,... যেকোন "তো" শালী হলেও চলবে।ধন্যবাদ।

৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫১

এম আর তালুকদার বলেছেন: এই আইন কার্যকর হলে খারাপ প্রভাব পরতে পারে, এমনও হতে পারে পুরুষদের আন্দোলন করতে হবে পুরুষ অধিকার আইন প্রণয়নের জন্য।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৬

আলপনা তালুকদার বলেছেন: দেখা যাক। সবকিছুর ভালো মন্দ দুটো দিকই থাকে। ধন্যবাদ।

৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৭

প্রামানিক বলেছেন: পাড়াজুড়ে শালী বানিয়ে মনে হয় লাভ হবে না, তারা তো নিজের শালীর মত আমার গিন্নীকে আপন করে নেবে না?

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

আলপনা তালুকদার বলেছেন: তাহলে আপনার গিন্নীর পছন্দের কাউকে আনতে পারেন।

৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৫৯

জ্বলন্ত আলো বলেছেন: ওয়াও বউ নেই ঝামেলাও নেই।

তবে প্রতিদিন বড্ড মিস ভবিষ্যৎ বউকে। :D :D

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০০

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! দিল্লী কা লাড্ডু!!!

৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৪

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর লিখেছেন। রম্যরচনা পাঠে বিমুগ্ধ।
প্রিয় লেখিকাকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৩৮

আলপনা তালুকদার বলেছেন: অনেক কৃতজ্ঞতা জানবেন ভান্ডারী ভাই। আপনার কমেন্ট পড়ে ভীষণ খুশী হলাম। আপনার জন্যও একরাশ শুভকামনা - ভাল থাকুন সবসময়।

৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২৩

প্রামানিক বলেছেন: শালীর অভাব পুরণ করতে গিয়ে এমন ঝামেলায় যাওয়া ঠিক হবে না, পরে বিপদ হতে পারে -- - -। তার চেয়ে এমনিই ভালো আছি। এখন তো গিন্নীর সাথে বুক ফুলিয়ে কথা বলতে পারি, প্রাণ খুলে হাসতি পারি, গলা ছেড়ে গান গাইতে পারি, আমাদের মাঝে কোন জড়তা কাজ করে না। কাজেই বাসায় শালা শালী এনে বাসার পরিবেশ নষ্ট না করাই ভালো।
বাসায় শালা শালী থাকলে বাসার পরিবেশ গোমড়া হয়ে যায়। বউ যেমন স্বামীকে ইচ্ছে মত বকাঝকা দিতে পারে না তেমনি স্বামীও স্ত্রীকে বকতে পারে না। আবার শালা শালীর উপস্থিতে স্বামী স্ত্রী প্রাণ খুলে হাসবে বা গান গাবে তাও পারে না। এতে উভয়ের মাঝে জড়তা যেমন ভর করে তেমনি বুকের ভিতরে চাপা ক্ষোভ জমা হতে থাকে। যা থেকে পরবর্তীতে অশান্তির সৃষ্টি হতে পারে।

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪০

আলপনা তালুকদার বলেছেন: "শ্বশুরবাড়ীর কোন আত্মীয়, বিশেষ করে শালা-শালীদেরকে" আনতে বলেছি। অর্থাৎ এমন কাউকে, যাকে পেলে আপনার গিন্নী খুশী হবে, আনন্দে থাকবে। তার আনন্দ দেখে আপনিও ভাল থাকবেন। ধন্যবাদ।

৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৪০

মাকার মাহিতা বলেছেন: পাড়াতো শালীর সংঙ্গা কি?

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪২

আলপনা তালুকদার বলেছেন: গিন্নীর পাড়ার কোন বান্ধবী, যাকে আপনার গিন্নী খুবই পছন্দ করে এবং যে আপনাকে সেই সুবাদে "দুলাভাই" ডাকে। ধন্যবাদ।

১০| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:১১

এম. হাবীব বলেছেন: দুইটা বিয়ে করতে হপে...... কম্পিটিশন দেখার মজাই আলাদা..... পথ দেখাই দেওয়ার জন্য ধন্যবাদ

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৩

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! বেস্ট অফ কাল (সরি লাক)!!!!

১১| ১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪৮

মাকার মাহিতা বলেছেন: ধন্যবাদ আপনাকে বুঝিয়ে বলার জন্যে...!

১৪ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

আলপনা তালুকদার বলেছেন: ইউ আর ওয়েলকাম!

১২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:০৫

মার্কো পোলো বলেছেন:
পুরোটা পড়ে যা বুঝলাম, শালিকার অশেষ গুণ। শালিকার কারণে বউয়ের সন্তুষ্টি, সংসারে শান্তি, মনের শান্তি।
★জনৈক ব্যাচেলরের উপলব্ধি। :)

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৪

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! বেশ। তাহলে বিয়ে করার সময় শালিকা আছে কিনা তাহা ভালোমত খোঁজ নিয়া তাহার পরে বিবাহের পিঁড়িতে বসিবেন।
আপনার জন্য অশেষ দোয়া রহিল।

১৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:১৯

সুমন কর বলেছেন: হুম ! আমার, শালা ও শালিকা দু'টোই আছে !! তা, আমাদের ভাইয়ার আছে তো ?

শেষে কিন্তু হাসলাম।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৬

আলপনা তালুকদার বলেছেন: নাই। আমি বাবামার একমাত্র কন্যা। আফসোস!!!!! তবে চাচাতো, খালাতো, মামাতো শালিকা আছে।

১৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার একটাই বউ।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৩৭

আলপনা তালুকদার বলেছেন: আফসোস আপনার জন্যও!!!

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার শালিকা তো পাত্তাই দেয়না আমাকে। আমি তাদের বাসায় গেলে সে চলে যায় তার বি এফ-এর কাছে...

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

আলপনা তালুকদার বলেছেন: নিশ্চয় বিয়ের পর পর আপনি বৌকে বেশী বেশী পাত্তা দিয়েছেন, শালিকাকে কম। তাই তার সাথে আপনার হৃদ্যতায় ঘাটতি রয়ে গেছে। নাহলে এমন হবার কথা নয়। বেশী বেশী ঘুষ দিয়ে দেখতে পারেন, হৃদ্যতা বাড়তেও পারে। আপনার জন্য দোয়া রইলো।

১৬| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪২

প্রামানিক বলেছেন: এক বউয়ে আফসোস হলে হেনা ভাই কি আবার আরেকটা বিয়ে করবে নাকি?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

আলপনা তালুকদার বলেছেন: করতেই পারেন। ওনার কোটা তো চারটা পর্যন্ত।

১৭| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৬

প্রামানিক বলেছেন: স্ত্রীর মন ভালো করার জন্য তো স্বামীই যথেষ্ঠ আবার শ্বশুর বাড়ির লোক লাগবে কেন?

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৪

আলপনা তালুকদার বলেছেন: একটি মেয়ে তার জীবনের অনেকটা সময় কাটায় বাবার বাড়ীর লোকেদের সাথে। তাই সে সবসময় তাদের মিস করে, বিশেষ করে ছোট ভাইবোনদের। কারণ বড় বোনরা তাদের দেখাশোনা করে। প্রতিটা সম্পর্কই আলাদা আবেদন রাখে। তাই "স্বামীই যথেষ্ট" - একথা ঠিক নয়। ধন্যবাদ।

১৮| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: আধুনিক যুগে মনে হয় এটা ঠিক নয়, কারণ মেয়ের পরিবার যখন মেয়ের পছন্দের বরের সাথে বিয়েতে রাজী না হয় তখন বেশির ভাগ মেয়ে বাবা মায়ের গোষ্ঠীকে ফেলে বরের হাত ধরে পালিয়ে আসে। এতে বোঝা যায় স্বামীই মেয়েদের কাছে বড়।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৫

আলপনা তালুকদার বলেছেন: কোন মেয়েই ইচ্ছে করে বাবামাকে ছেড়ে পালিয়ে আসেনা। বাধ্য হয়ে আসে। কারণ সারাজীবন কোন মেয়ে বাবামার সাথে থাকতে পারেনা। তাই সে অনিচ্ছাসত্ত্বেও পছন্দের ছেলের সাথে যায়, অনেকে বাবামার পছন্দে বিয়ে করে নিজেকে সারাজীবনের জন্য অসুখী করে। বাবামার পছন্দের ছেলেকে বিয়ে করলেও তাকে বাবামা, ভাইবোন ছাড়তে হয়। তাতে তাদের প্রতি মেয়েদের টান কখনও কমেনা। আর প্রতিটা সম্পর্কের আবেদন আলাদা। কোনটাই ফেলনা নয়।

১৯| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪

প্রামানিক বলেছেন: স্ত্রীরা বাবার বাড়ির লোকজনকে কাছে রাখার চিন্তা ভাবনা করবে কেন? নিশ্চয় স্বামীর প্রতি সে খুশি নয়। যদি স্বামীর প্রতি তার ভালবাসা থাকে তাহলে এমন চিন্তা করতেই পারে না।
যেমন ধরেন-- হেনা ভাই যখন বাসায় থাকে তখন তো ভাবী সবসময় তার পাশে বসে থাকে (হেনা ভাই কিন্তু আপনার বাসার কাছেই বাড়ি এবং আমার খুব ঘনিষ্ঠ যে কারণে তার উদাহারণ দিচ্ছি), তেমনি আমার গিন্নীও একই অবস্থা। কই তারা তো তাদের বাবার বাড়ির ভাই বোনদের জন্য মন খারাপ করে না বরঞ্চ আমরা কাছে না থাকলে হা হুতাস করে মরে। সব চেয়ে বড় কথা হলো-- এই পরিবেশটা স্বামী স্ত্রী মিলে তৈরী করতে হয়, যারা নিজেদের মধ্যে এমন পরিবেশ সৃষ্টি করতে পারে না তাদের জন্য আফসোস।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৩

আলপনা তালুকদার বলেছেন: আপনি বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছেন। এটা একটা ফান পোস্ট। আর সারাজীবনের জন্য স্ত্রীর কোন রিলেটিভকেই রাখা সম্ভব নয়। সাময়িক বেড়াতে আসতে পারে। তাতে বাড়ীর পরিবেশ বদলে যায়। সবার ভাল লাগে। আমার খালারা বেড়াতে এলে এখনও আমার আম্মা ভীষণ খুশী হন, সারারাত জেগে গল্প করেন, ঘুমান না। যে মেয়ে তার বাবার বাড়ীর লোকেদের মিস করেনা, তার সাথে তার বাবার বাড়ীর লোকেদের আন্তরিকতায় ঘাটতি থাকার কথা। বাঙালী কোন মেয়ে তার বাবার বাড়ীর লোকেদের মিস করবেনা, এটা অবিশ্বাস্য। তবে সবকিছুতেই দু'একটা ব্যতিক্রম থাকতেই পারে। ধন্যবাদ।

২০| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৮

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: ১৯৬৯ সালেও পত্রিকাগুলি আজগুবি নিউজ ছাপাতো।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪২

আলপনা তালুকদার বলেছেন: সাবধানবাণী আর কি! ধন্যবাদ।

২১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: মজা পাইলাম।

বিয়ে নিয়ে এরকম বাড়াবাড়ি করার কারনে পশ্চিমে বিয়ে নামক প্রতিষ্ঠানটির অনেকটাই বিলুপ্তি ঘটেছে।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৫

আলপনা তালুকদার বলেছেন: "বিয়ে নিয়ে এরকম বাড়াবাড়ি করার কারনে পশ্চিমে বিয়ে নামক প্রতিষ্ঠানটির অনেকটাই বিলুপ্তি ঘটেছে" - এটা কি আপনার নিজস্ব মত? নাকি কোন গবেষণার ফল?

২২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

এম আর তালুকদার বলেছেন: আমেরিকার আরকানসাসে এখনো একটা আইন আছে যাতে বলা হয়েছে স্বামীরা তাদের বৌকে পেটাতে পারবেন, তবে মাসে একবার।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২২

আলপনা তালুকদার বলেছেন: মাত্র? এটা কিন্তু অন্যায়। স্বামীদের প্রতি ভয়াবহ অবিচার। এই আইনের সংস্কার করা উচিত। মাসে অন্তত দিন দশেক না হলে স্বামীদের কি মান থাকে, বলুন?

২৩| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

এম আর তালুকদার বলেছেন: আমেরিকার আরকানসাসে এখনো একটা আইন আছে যাতে বলা হয়েছে স্বামীরা তাদের বৌকে পেটাতে পারবেন, তবে মাসে একবার।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৩

আলপনা তালুকদার বলেছেন: এই আইনটার কথা অন্য স্টেটগুলো বোধহয় জানেনা। জানলে তারাও.....

২৪| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

এম আর তালুকদার বলেছেন: আমেরিকার আরকানসাসে এখনো একটা আইন আছে যাতে বলা হয়েছে স্বামীরা তাদের বৌকে পেটাতে পারবেন, তবে মাসে একবার।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:২৬

আলপনা তালুকদার বলেছেন: আইনটার ব্যাপক প্রচার দরকার যাতে পৃথিবীর সব দেশের সব স্বামীরা এ সুবিধা ভোগ করতে পারেন।

২৫| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪২

উম্মু আবদুল্লাহ বলেছেন: "বিয়ে নিয়ে এরকম বাড়াবাড়ি করার কারনে পশ্চিমে বিয়ে নামক প্রতিষ্ঠানটির অনেকটাই বিলুপ্তি ঘটেছে" - এটা কি আপনার নিজস্ব মত? নাকি কোন গবেষণার ফল?

বিয়ে নামক প্রতিষ্ঠানটির অবস্থা যে পশ্চিমে বেশ নড়বড়ে তা মোটামুটি ফ্যক্টস দিয়ে সমর্থন করা যায়।

আর তার পেছেন নিশ্চয়ই কোন কারন রয়েছে। "বিয়ে নিয়ে এরকম বাড়াবাড়ি করার কারনে" কথাটি আমার মত।

ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫

আলপনা তালুকদার বলেছেন: প্রথমটা মানলাম। আপনার মতের সাথে একমত হতে পারলাম না। ধন্যবাদ।

২৬| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১১

উম্মু আবদুল্লাহ বলেছেন: পশ্চিমে বিয়ে কেন খুব সহজে ভাংগে তা নিয়ে নীচের সাইটে ১০০ জন ১০০ রকমের মতামত দিয়েছেন। চাইলে দেখে নিতে পারেন। আমি কারো মতামতের সাথেই পুরোপুরি দ্বিমত করিনা কারন বিয়ে/ডিভোর্স বিষয়টিকে কোন একটি ফ্যাক্টর নিয়ন্ত্রন করে না।

https://www.quora.com/Why-is-the-divorce-rate-so-high-especially-in-western-countries-if-love-marriages-work

বিয়ে/ডিভোর্সকে নিয়ন্ত্রন করার মত ফ্যক্টরের অভাব ভেই। Kaustav Mukherjee নামের একজন মন্তব্যকারী উপরের কোরার সাইটে আইনী বিষয়গুলোকেও হিসাবে রেখেছেন। সেই মতামতটিও ফেলে দেবার মত নয়।

ধন্যবাদ।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১১

আলপনা তালুকদার বলেছেন: ডিভোর্সের সবচেয়ে বড় কারণ হলো সামাজিক গ্রহণযোগ্যতা। ওদের দেশে ডিভোর্সকে সামাজিকভাবে খারাপ কিছু বাা অসম্মানজনক মনে করা হয়না বলে সামান্য সমস্যা হলেই তারা আলাদা হয় যা আমাদের দেশে ঘটেনা। এছাড়া ডিভোর্সের আরো অনেক কারণ আছে। আমি শুধু আপনার দেয়া কারণটার সাথে একমত হতে পারিনি। ধন্যবাদ।

২৭| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৫

উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার মন্তব্যের পাতা ভরিয়ে দিতে চাইনা। তবুও আরেকজন কমেন্টারের কমেন্টের উদ্ধৃতি দিলাম। Peter McCann নামের একজন সেই কোরার সাইটে (Click This Link) কানাডার বিবাহ বিচ্ছেদের জন্য নিজের যে মতামত দিয়েছেন সেটাও দেখা যাক।

"In Canada, 76% of divorces are started by women. There are two possible explanations: one, marriage is bad for women, and two, divorce is profitable for women. The converse is marriage may be good for men (married men live longer than single men and report higher levels of happiness) and divorce is an economic disaster for men (as the statistics show).

The divorce laws were changed in 1968, making divorce easier to obtain. Divorce rates increased sharply and have stayed high since then.

So, the answer appears to be: women are less satisfied in marriage (which does not mean that it's men's fault although it might mean that), that women are treated well financially (at least compared to many other countries) and divorce is readily obtainable in Canada."

আমার খুব কাছের কেউ ডিভোর্সের মধ্যে দিয়ে যায় নি। সুতরাং আমার সরাসরি অভিজ্ঞতা নেই, কিন্তু মানুষজনের মতামত বিশ্লেষন করার পরে আমার কাছেও মনে হয়েছে পশ্চিমে ডিভোর্স সংক্রান্ত আইনগুলো হয়তবা সামগ্রিকভাবে বিবাহ নামক প্রতিষ্ঠানটিকে অনেকের কাছে নিরূৎসাহিত করেছে।

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৪

আলপনা তালুকদার বলেছেন: এককভাবে কোন একটি কারণে ডিভোর্স হয়ন। অবশ্যই একাধিক কারণ দায়ী এবং এক এক ব্যক্তির ক্ষেত্রে কারণগুলো আলাদা আলাদা হয়।

২৮| ১৫ ই অক্টোবর, ২০১৭ ভোর ৬:০৪

মলাসইলমুইনা বলেছেন: এতো দেশি পরামর্শ দিলেন I প্রবাসীদের জন্য কিছু পরামর্শমূলক কিছু লিখুন !!

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:১৬

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! কেন? প্রবাসীদের কাছে কি শ্বশুরবাড়ীর লোক বেড়াতে যায়না?

২৯| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:২০

মলাসইলমুইনা বলেছেন: হ্যা তা যাবে না কেন ? খুবই বেড়াতে যায় | কিন্তু তা দিয়েতো পাঁচশালা পরিকল্পনা হবে না মানে দীর্ঘকালীন শান্তি সুখের সমস্যার সমাধান হচ্ছে না তাই বলছিলাম আর কি ?

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৭:৪৩

আলপনা তালুকদার বলেছেন: তাহলে পালা করে আনুন। একজন গেলে আরেকজন.....

৩০| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:২৬

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে।বৌকে কি লেখাটি পড়ানো যাবে?

১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬

আলপনা তালুকদার বলেছেন: নিশ্চয়। আরো ভাল হয়, বৌকে তার প্রিয় কোন মানুষকে বেড়াতে আনার অনুমতি দেওয়া। দেখবেন, খুশীতে আপনার প্রতি তার ভালবাসা আরো বেড়ে গেছে।

৩১| ১৫ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:২২

আমি চির-দুরন্ত বলেছেন: সেজন্যই তো বলে "বউ আমার যেমন তেমন শালী আমার মনের মতন"। :P

১৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:০৬

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ভাল বলেছেন। ধন্যবাদ।

৩২| ১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:০৭

আবু তালেব শেখ বলেছেন: শালী আছে কিন্তু পথের দুরত্ব বেশি তাই শালিকা বাসায় আনা আপাতত অসম্ভব বলে মনে হচ্ছে

১৫ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭

আলপনা তালুকদার বলেছেন: আপসুস!!!!!

৩৩| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:২০

প্রামানিক বলেছেন: "উল্টা বুঝিলে হে রাম" আমিও শালা শালী নিয়ে ফান করতেছিলাম। তবে আগামীতে এ বিষয়ে পোষ্ট দিব।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৪৩

আলপনা তালুকদার বলেছেন: শিওর! বেস্ট অফ লাক!!!

৩৪| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৫৪

এডওয়ার্ড মায়া বলেছেন: ভাইয়া মানে আপনার হ্যাজবেন্ড এই পোষ্ট পড়ছে ত ??
না পড়ে থাকলে এক্কনি পড়ার ব্যবস্থা করুন :) :)

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:০৫

আলপনা তালুকদার বলেছেন: পড়েছে। অনেক আগেই পড়েছে। আমার সব লেখা পোস্ট হওয়ার সাথে সাথেই সে পড়ে। তবে তার ধারণা, লোকে আমার লেখার চেয়ে আমার ছবি বেশী পছন্দ করে। কারণ একই সাথে ফেবুতে ছবি আর লেখা পোস্ট করলে আমার ছবিতে অনেক বেশী লাইক পড়ে। আফসোস!!!!!!

৩৫| ১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৬

এডওয়ার্ড মায়া বলেছেন: ফেসবুক এবং ব্লগ আলাদা জিনিস।
দুইটাতেই দু ধরনের দর্শক পাবেন।
অন্যদের ব্লগে যান-তাদের লেখা পড়েন, লেখার অনুভুতি জানান।
আশা করি তখনি পার্থক্যটা বোঝতে পারবেন।

১৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫২

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

৩৬| ১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমারতো চাচাতো, মামাতো কিম্বা ফুফাতো; কোন রকমের শালী নেই তাহলে আমার কী হবে?





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১০

আলপনা তালুকদার বলেছেন: পাড়াতো, বান্ধবীতো নিশ্চয় থাকবে। তাও না থাকলে আপনার শ্বশুরবাড়ীর যেকোন মানুষ, যাকে আপনার গিন্নী খুউউউবই পছন্দ করেন, তাকে নিয়ে আসুন। আপনার জন্যও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.