নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

দুইটি গল্প

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২১



ওয়াদার খেলাফ করা অন্যায় !!!

গল্প - ১

এক হতদরিদ্র কৃষকের একটিমাত্র ছাগলের বাচ্চা হবে। পেটে ব্যথা উঠেছে। ছাগল সেই ব্যথায় ছটফট করছে। কিন্তু বাচ্চা হচ্ছে না। কৃষক ভয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো এই বলে যে, "হে আল্লাহ! ছাগলটা কষ্ট পাচ্ছে। আপনি ওর প্রসব করিয়ে দিন। বিনিময়ে আমি একটা উট আপনার ওয়াস্তে কোরবানী করব।"

এই দোয়া শুনে এক প্রতিবেশী অবাক হয়ে বলল, "সে কি! তোমার তো আরেকটা ছাগল কেনারই সামর্থ্য নেই! উট কোরবানী কিভাবে দেবে?" কপট হাসি হেসে কৃষক বললো, "আগে তো বাচ্চা হোক। পরে আর দেবনা।"

একথা শুনে আল্লাহ ভীষণ রেগে গেলেন। তিনি সাথে সাথে ছাগলটির প্রসব করিয়ে দিলেন। ছাগলটির ফুটফুটে চারটি বাচ্চা হলো। তাই দেখে কৃষক মহাখুশী। রাতে শুয়ে কৃষাণী আবার তাকে মনে করিয়ে দিল উট কোরবানীর কথা। সে বলল, "তুমি কিন্তু আল্লাহকে কথা দিয়েছ যে, উট কোরবানী দেবে। না দিলে ওয়াদার খেলাফ হবে। আল্লাহ রুষ্ট হবেন। তখন আমাদের বিপদ হতে পারে।"

কৃষক বললো, "বললেই যে দিতে হবে, একথা কে বলেছে? সামর্থ্য থাকতে হবে না? আমার তো সামর্থ্যই নেই। সামর্থ্য না থাকলে দেব কোত্থেকে? আল্লাহর সেটা বোঝা উচিত।"

কৃষাণী বিরক্ত হয়ে বলল, "সামর্থ্য আছে কি নেই, সেটা কথা দেবার আগে ভাবা উচিত ছিল।"

কৃষক মহাবিরক্ত হয়ে বলল, "তখন তো বিপদ থেকে উদ্ধার পাবার চিন্তায় অস্থির ছিলাম। যেকোন উপায়ে বিপদ থেকে উদ্ধার পাবার চিন্তায় ছিলাম। সামর্থ্য আছে কি নেই, সেটা ভাবার সুযোগ ছিলনা। আর ওয়াদা না করলে কি আল্লাহ এত তাড়াতাড়ি ছাগলের প্রসব করিয়ে দিতেন? দ্যাখনি, কি সুন্দর স্বাস্থ্যবান চারটা বাচ্চা হয়েছে?"

কৃষাণী স্বামীর কপটতায় বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়লো। আল্লাহ হতবাক হয়ে তাদের কথা শুনছিলেন। রাতে চোর এসে বাচ্চাসহ ছাগলটি চুরি করে নিয়ে গেল। সকালে চাষী দুঃখে মরে যেতে লাগলো। সে তখন কিভাবে একটা উট কেনা যায়, সেই চিন্তায় অস্থির হয়ে গেল। কিন্তু কোন উপায় বের করতে পারলো না। রাতে দুশ্চিন্তায় সে ঘুমাতে পারেনা। এর সাতদিন পর কৃষকের একমাত্র ছেলে পুকুরে পরে মারা গেল। চাষী কেঁদে কেঁদে আল্লাহর কাছে তার ওয়াদা খেলাফের পাপের জন্য ক্ষমা চাইলো। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন।

গল্প - ২

এক বিখ্যাত বাঈজীর নাচ দেখার জন্য এক রাজা বিশাল আয়োজন করলেন। তাঁর সভাসদ, বন্ধু সবাইকে আমন্ত্রণ জানালেন। বিশাল ভোজের ব্যবস্থা হলো। জলসাঘর নতুন ঝাড়বাতিতে সাজানো হলো। সবাই নাচ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। এমন সময় বাঈজী জানালো, আজ সে নাচবে না। তার মুড নেই। একথা শুনে রাজার সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জিজ্ঞেস করলো, "একথা আগে বললে না কেন?" বাঈজী বলল, "আগে বললে আমার নাচ দেখার জন্য আপনারা কি এত ব্যাকুল হতেন?"

একথা মন্ত্রী গিযে রাজাকে জানালো। রাজা মহা রাগান্বিত হয়ে জল্লাদকে ডেকে ওয়াদা খেলাফ এবং রাজার সাথে মিথ্যাচার ও ছলনা করার অপরাধে বাঈজীর মৃত্যুদণ্ডের আদেশ দিলেন।

এগুলো নিছকই গল্প। বাস্তবতার সাথে এসবের কোন যোগসূত্র নেই। বন্ধুরা, আপনারা ওয়াদা করার আগে ভেবেচিন্তে ওয়াদা করবেন এবং কখনোই ওয়াদার খেলাফ করবেন না। কারণ ওয়াদা ভঙ্গ করা পাপ এবং আল্লাহ ওয়াদা ভঙ্গকারীকে পছন্দ করেন না।

মন্তব্য ৩৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

ঠ্যঠা মফিজ বলেছেন: ভীষন ভালো লাগল লেখাটা পড়ে ধন্যবাদ বোন আলপনা তালুকদার ।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকুন।

২| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৮

রাজীব নুর বলেছেন: প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা বা ওয়াদা পালন করা মানব জীবনের একটি মহত্তম গুণ।

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:০১

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। আর কোনকিছু দেবার সামর্থ্য না থাকলে মিথ্যা ওয়াদা করা অনুচিত।

৩| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৪৩

চাঁদগাজী বলেছেন:

কৃষক যখন উট কোরবাণীর ওয়াদা করছিলো, শুনেছিলেন "প্রতিবেশী"; রাতে শুয়ে "কৃষাণী" কৃষকে "আবার" কোরবাণীর কথা মনে করায়ে দিলো!

গল্পে গরমিল আছে!

১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৮

আলপনা তালুকদার বলেছেন: গাজীভাই, আপনার কোন তুলনা হয়না!!! আপনার মত এমন কুটিল মানুষ আমি আমার জীবনে আর একজনও দেখিনি। গল্পে কোথাও বলা হয়নি, কৃষকের ওয়াদার সময় কৃষাণী সেখানে ছিলনা। সে ছিল। কিন্তু ওয়াদার সময় প্রতিবেশী যখন কথা বলছিল, সে তখন চুপ ছিল। গল্প কবিতায় কিছু কথা অব্যক্ত থাকবে। পাঠক কল্পনা করে নেবে। অশেষ ধন্যবাদ। দীর্ঘদিন পর সামুতে ফিরে এসে আপনাকে অবিকল আপনার স্বমূর্তিতে দেখে ভীষণ খুশী হলাম। ভালো থাকুন।

৪| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫

চাঁদগাজী বলেছেন:


ছাগল চুরি হয়ে গেলো; এখানে শেষ নয়, ৭ দিন পর কৃষকের ছেলের মৃত্যু হলো! গল্পে আল্লাহ'কে ক্রুদ্ধ ও দয়ামায়াহীন হিসেবে দেখানো হলো না?

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আলপনা তালুকদার বলেছেন: গল্প তো গল্পই। লেখকের ক্ষমতা অসীম!!!!

৫| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্ট শিক্ষণীয়। অনেক পর ব্লগে এলেন। আশা করি নিয়মিত হবেন কেমন??

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। কথা দিতে পারছি না। তবে এই ব্লগে নিয়মিত না থাকলেও লেখা চলছে নিয়মিত।

৬| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৬

নাহিদ০৯ বলেছেন: শিক্ষনীয়। আপনার ব্লগ অনুসরন করে রাখছি। অনেকদিন পরেই ব্লগে আসলেন

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ধন্যবাদ।

৭| ১৭ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:৫৮

নতুন নকিব বলেছেন:



Welcome! Your feedback for Chadgazi is interesting.

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

আলপনা তালুকদার বলেছেন: Thanks.

৮| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

আকিব হাসান জাভেদ বলেছেন: ভালোবাসার ওয়াদা না রাখলে তার ক্ষমা ও আল্লাহ করবেন না । ভালোবাসার ওয়াদা সবচেয়ে বড় ওয়াদা । যাই হউক ওয়াদা প্রত্যাশা ফিরিয়ে নিতে নেই । আল্লাহ মানুষের মনের খবর জানেন আগে থেকেই । তাই মন দেখেই দন দেন। তারপর পরীক্ষা করেন ইমানের। সুন্দর গল্পে সুন্দর বিশ্লেশন। ভালো লাগলো ।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১১

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৯| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

কাছের-মানুষ বলেছেন:
পোষ্ট শিক্ষণীয় ।
আমার ভাল লাগা রইল।

১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:১২

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১০| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ওয়াদা ভঙ্গ করলে তাকে 'মোনাফেক' বলা হয়...

বাঈজীর গল্পটা আগের গল্পের সাথে কোন সম্পর্ক নেই। যদিও বাঈজীর গল্পে ওয়াদা ভঙ্গের কারণ দেখিয়েছেন। আসলে বাঈজীর গল্পটাতে শিক্ষণীয় কিছু নেই...

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

আলপনা তালুকদার বলেছেন: আছে। অপারগতার কারণে কেউ ওয়াদা ভঙ্গ করলে তবু সেটা মানা যায়। কিন্তু বিনা কারণে ইচ্ছা করে অনেকে (বাঈজী) ওয়াদা করে এবং ওয়াদা ভঙ্গ করে, যা অনুচিত। ধন্যবাদ।

১১| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৮:৫৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রথম গল্পে আল্লাহর সাথে বান্দার ওয়াদা নিয়ে গল্প লিখে পরের গল্পে বাঈজী আর রাজার উপমা টানা ভালো দেখায় না। তবে লেখকের ক্ষমতা অসীম...

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:০৭

আলপনা তালুকদার বলেছেন: এটা একটা সমস্যা। আমরা সবকিছুতে ধর্ম টেনে আনি। আমি যে বাঈজীর গল্প বলেছি, সেটা একসময়কার সমাজের অতি সাধারণ একটি ঘটনা। তাই ইতিহাস বদলাবেনা। বিকৃতও হবেনা। যা ছিল, আমি শুধু তাই বলেছি। দুটো গল্প দিয়ে দুটো পরিস্থিতি ব্যাখ্যা করেছি। ধর্মের সাথে মিলিয়ে কিছু লিখিনি। ধন্যবাদ।

১২| ১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: ওয়াদা ভঙ্গ করা আল্লাহ পছন্দ না করলেও আমাদের দেশের নেতারা খুব পছন্দ করেন।

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৫

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। অতি সত্য কথা। ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৪৫

এমজেডএফ বলেছেন:
ম্যাডাম,
ইসলাম ধর্মের ব্যাপারে এ দেশের মুসলমানেরা খুবই সংবেদনশীল! গল্প, প্রবন্ধ, কবিতা যা লিখেন না কেন যতটুকু সম্ভব এই ধর্মটিকে এড়িয়ে যাবেন। আপনি ভালো উদ্দেশ্যে লিখলেও অনেকে ধর্ম অবমননার গন্ধ খুঁজে পাবে।
উদাহরণ: কোনো এক ধর্মান্ধ ব্লগার আমাদের একজন সহ ব্লগারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে তিনি ধর্মকে সুক্ষ্ণভাবে অপমান করেন! এই ব্লগার তাড়াতাড়ি ইসলাম ধর্মের মহীমায় মুনাজাতের সুরে "প্রভু তুমি মহান" নামে একটি পোস্ট ছেড়ে দিলেন, আর সবাই বললেন - "আমীন!" জীবনের ভয় সবার আছে তাই না! ভালো থাকুন।

১৮ ই জুলাই, ২০১৮ রাত ১:৫৩

আলপনা তালুকদার বলেছেন: হিন্দুরাও কিছু কম যান না। তবে আমি লেখক ও পাঠকদেরকে (বিশেষ করে ব্লগের) আমি উদার ভাবতে ভালোবাসি। আর ধর্ম অবমাননা যাদের উদ্দেশ্য, তারা সেটা জ্ঞাতসারেই করে। আমি তাদের দলে নই। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।

১৪| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৫

রক বেনন বলেছেন: আহা! আপনার এই লিখাটি যদি আমাদের রাজনীতিবিদেরা পড়তেন!!

অনেকদিন পরে ব্লগে প্রবেশ করলেন।

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০০

আলপনা তালুকদার বলেছেন: আহা!!! জ্বি, ঠিক। ধন্যবাদ। ভালো ছিলেন তো?

১৫| ১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৬

অপু তানভীর বলেছেন: প্রথম গল্পটা সমসাময়িক এক বিখ্যাত মুনাফিকের সাথে মিলে যায় । এখন কেবল মুনাফিকের ফল পাওয়ার পালা । উপরওয়ালা নিশ্চয়ই তার বিচার করবে ।

গল্প চমৎকার !

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০২

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা !!! ধন্যবাদ।

১৬| ১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬

সামু পাগলা০০৭ বলেছেন: অনেকদিন পরে দেখে ভালো লাগল আলপনা আপু।

গল্প দুটিই শিক্ষনীয়। আর সবচেয়ে বেশি শিক্ষনীয় আপনার দেওয়া ছবির কথাগুলো। গল্পটিকে অন্যদিকে না টেনে, খুঁত না ধরে শিক্ষনীয় ব্যাপারটি বা ম্যাসেজটি সবার অনুধাবন করা উচিৎ।

সুন্দর পোস্টে ধন্যবাদ।
শুভকামনা!

১৮ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকুন।

১৭| ১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আর সুন্দর গল্প উপহার দিন।

১৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৯

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, নিশ্চয়। ধন্যবাদ।

১৮| ২০ শে জুলাই, ২০১৮ ভোর ৫:১৮

সোহানী বলেছেন: ভালোলাগলো।

২০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:০৯

খায়রুল আহসান বলেছেন: গল্পের উদ্দেশ্য মহৎ বলেই প্রতীয়মান হচ্ছে- অর্থাৎ মানুষকে ওয়াদা ভঙ্গের কুফল সম্পর্কে সতর্ক করা; তাই এ গল্পের জন্য আপনাকে সাধুবাদ জানাচ্ছি।

২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৬

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.