নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

গুজবে কান দেবেন না !!!

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮



১। এক বয়স্ক ভদ্রলোক উকিলের কাছে এসেছেন ডিভোর্স নিতে। উকিল বললেন,
- কতদিন ধরে সংসার করছেন?
- তিরিশ বছর।
- কেন ডিভোর্স নিতে চান?
- কারণ আমার স্ত্রী রেগে গেলে আমার দিকে জিনিসপত্র ছুঁড়ে মারে।
- সংসারে এসব হয়। জীবন আর ক'দিনের? তারচেয়ে এতদিন যখন সহ্য করেছেন, বাকী জীবনটাও করুন।
- আর সহ্য করতে পারছি না।
- কেন?
- আগে জিনিস ছুঁড়লে আমার গায়ে লাগতো না। তিরিশ বছর ধরে প্র্যাক্টিস করার কারণে এখন নিশানা মিস হয়না। প্রত্যেকটা জিনিস আমার গায়ে লাগে।

(মর‍্যাল অব দ্য স্টোরি : দীর্ঘদিন ধরে কোন কাজ (ভালো বা মন্দ/ভোট সুষ্ঠু বা কারচুপি) করলে দক্ষতা বাড়ে।)

২। এক বড় নেতার জামাই পরকীয়া করে মেয়ের কাছে ধরা পড়েছেন। মেয়ে আর কিছুতেই সে স্বামীর ঘর করবেনা। তালাক নেবে। নেতা পড়লো বিপদে। মেয়ের ঘর ভাঙ্গলে বদনাম হবে। সামনে ইলেকশন। তিনি জামাইকে ডেকে বললেন, "যে কাজ গোপন করতে পারনা, বৌয়ের কাছে ধরা খাও, সে কাজ কর কেন?"

(মর‍্যাল অব দ্য স্টোরি : চুরিবিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা। হোক সে পরকীয়া বা ভোট কারচুপি।)

৩। এক বয়স্ক ভোটারকে এক সাংবাদিক প্রশ্ন করলেন,
- ভোটের অবস্থা কেমন দেখলেন?
- আগের চেয়ে ভালো। আগে দু' একটা কেন্দ্রে কারচুপি হতো। এখন প্রায় সব কেন্দ্রে কারচুপি হচ্ছে। আগে গোপনে কারচুপি হতো। এখন প্রকাশ্যে হচ্ছে।
- নির্বাচন কমিশনের ভূমিকা কেমন বলে আপনার মনে হয়?
- খুবই ভালো মনে হয়। আগে দু'একটা কারচুপির তদন্ত করতো। এখন কোন কারচুপিরই কোন তদন্ত করেনা।
- নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করতে কি করা উচিত?
- ভোট কারচুপির কোন অভিযোগ বা প্রমাণ যাতে কেউ দিতে না পারে, সেজন্য টিভি ক্যামেরা, মোবাইল ফোন, এসব যাতে ভোটকেন্দ্রে ঢুকতে না পারে, সেজন্য আইন করা উচিত। আর যেসব প্রার্থী বা ভোটার ভোটকেন্দ্রে ঢুকে সিলমারা ব্যালট ধরে ফেলে, তাদেরকে ভোটকেন্দ্রে ঢুকতে না দেয়া উচিত।

(মর‍্যাল অব দ্য স্টোরি : যেভাবেই নির্বাচিত হোন না কেন, সকল বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো উচিত। কারণ নির্বাচনে কারচুপি ঠেকানোর দায় নির্বাচন কমিশনের, প্রার্থীর নয় এবং বৈধ বা অবৈধ যেভাবেই জন্ম হোক না কেন, বাচ্চা (বিজয়ী) আসলে বাচ্চাই !!!)

৪। কৃষ্ণের বাঁশীর সুর শুনে গ্রামের সব মেয়ে কৃষ্ণের প্রেমে দিওয়ানী। কৃষ্ণ যাতে বাঁশী বাজাতে না পারে, সেজন্য এক মেয়ের বাবা যে লোক বাঁশি বানায়, তার বাঁশঝাড়ের সব বাঁশ কিনে নিলেন। তার ধারণা, "না থাকবে বাঁশ, না বাজবে বাঁশী।"

(মর‍্যাল অব দ্য স্টোরি : মানুষ ভোট দেয় মার্কা দেখে, প্রার্থী দেখে নয়। তাই প্রার্থীদের অকারণ প্রচার-প্রচারণা নিষিদ্ধ করা উচিত। আর ভোট না পেয়েও যেহেতু নির্বাচিত হওয়া যায়, সেহেতু নির্বাচন ব্যবস্থাটাই তুলে দেয়া যায়। তাহলে না থাকবে ভোট, না থাকবে কারচুপি (না র‍্যাহেগা বাঁস, না বাজেগি বাঁসুরী) !!!

পুণশ্চ : আমি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কথা বলছি না।

মন্তব্য ৭৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২২

স্রাঞ্জি সে বলেছেন: প্রীশু নিয়েন।


গল্প কবিতা পড়তে পড়তে হয়রান।

এই সন্ধ্যায় আপনার এই ব্লগ পইড়া হাসায় লইলাম।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৭

আলপনা তালুকদার বলেছেন: গুড! আমার লেখা সার্থক!!!

২| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

চাঁদগাজী বলেছেন:


ব্লগে যারা বাংলা বুঝেন না, তাঁদের সাহায্য করতে চেয়েছেন দেখে ভালো লাগলো, "না র‌্যাহেগা বাঁস, না বাজেগি বাঁসুরী"।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

আলপনা তালুকদার বলেছেন: গাজীভাই, ওটা হিন্দী উচ্চারণ। বাংলাটা আগে লিখেছি।

৩| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

কানিজ রিনা বলেছেন: আমি বাংদেশের নির্বাচনের কথা বলছি
না হা হা হা। অনেক দিন পর কেমন
আছ? অনেক খুশি হলাম তোমার লেখা
পেয়ে। অভিনন্দন

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

আলপনা তালুকদার বলেছেন: ভাল আছি আপা। জ্বি, অনেকদিন পর। এরমধ্যে অনেক লিখেছি। আমার একটা লেখা প্রায় দেড় কোটি পাঠক পড়েছে অন্য আরেকটা ব্লগে। আপনি ভাল আছেন তো?

৪| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৮

উম্মু আবদুল্লাহ বলেছেন: মজা পাইলাম। নির্বাচন নিয়ে আরেকটি বিষয় বিরক্তিকর লাগে। নির্বাচন শেষ হবার আগেই নির্বাচন কমিশনারের সন্তুষ্টি প্রকাশ।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

আলপনা তালুকদার বলেছেন: জ্বি। নিজের দায়িত্ব শেষ করে।

৫| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

কিশোর মাইনু বলেছেন: আমার কাছে সেরা লেগেছে মোনালিসা।।।
Creative but true...

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা। ধন্যবাদ। মানুষ ঘটনা নিজের মত করে বানায়। ছবিটা তার প্রমাণ।

৬| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪১

টারজান০০০০৭ বলেছেন: মগা পাইলাম আফা !

মনা লিসা ইউরোপ, মেরিকায় গেলে জন্মদিনের পোশাক পরিতো কিনা ঝাতি উহা ঝানিতে চায় !

নির্বাচনে ঠক খাইয়াছেন মনে হইতাছে !

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

আলপনা তালুকদার বলেছেন: মাগুরা ইলেকশনের পরিণতি কি ভুলে গেছেন?

৭| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

দীপঙ্কর বেরা বলেছেন: ফেসবুকে পড়লাম।
দারুণ।

৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৮| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩

ফেনা বলেছেন: সুন্দর হয়ছে।
ভাল লাগল।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৭

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। খুশী হলাম।

৯| ৩১ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫

সাদা মনের মানুষ বলেছেন: পুনশ্চটাই সব থেকে মজাদার :)

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:০৮

আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! ধন্যবাদ।

১০| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১১

উম্মু আবদুল্লাহ বলেছেন: আচ্ছা প্রথমটা মনে হয় আমি আগেও শুনেছিলাম। তবে বাকীগুলো নূতন।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩২

আলপনা তালুকদার বলেছেন: তাই? ধন্যবাদ।

১১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:১৫

উদাসী স্বপ্ন বলেছেন: এসব তো নতুন না। এরশাদ চাচ্চু নামনের পর থেকেই দেখতেছি। ১৮ হবার আগেই তিনবার ধানের শীষে ভোট দিছিলাম

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

আলপনা তালুকদার বলেছেন: সেই। আমরা বদলাবো না।

১২| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:২৭

সুলতান মুহাম্মদ রিয়াজ চৌধুরী বলেছেন: না হেসে পারলাম না।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৩

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

১৩| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সময়োপযোগী কৌতুক। ভালো লাগল...

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৮:৩৪

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ।

১৪| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:০২

নাহিদ০৯ বলেছেন: আপনি রাজশাহী’র মানুষ। গতকালকে ভোট দিয়ে আজকেই পোষ্ট করলেন। শার্লক হোমস এর দরকার পড়বে না। বাচ্চা বাচ্চা ও আপনার ইশারা বুঝে যাবে।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

আলপনা তালুকদার বলেছেন: তাহলেতো বিরাট ভুল করে ফেলেছি!!!

১৫| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:২২

আবদুল মমিন বলেছেন: পলাপাইন যে হারে ইবলিসের খাতায় নাম লিখাইছে ,আমার মনে হয় এখন আর বাঁশি বাজানোর জন্য বাঁশ এর দরকার নাই । তাল পাতা দিয়াই কাম সারাইয়া নেয় ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। বাঙালী বীরের জাতি!!!

১৬| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৫

প্রশ্নবোধক (?) বলেছেন: আপনার লেখনি জন্য ধন্যবাদ। সম্ভবত আপনি একজন বাস্তববাদী মানুষ।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৩৬

আলপনা তালুকদার বলেছেন: এবং ন্যায়বাদী।

১৭| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৪৩

প্রশ্নবোধক (?) বলেছেন: ন্যায় বিষয়টি স্থানভেদে ভিন্ন রকম। যেমন কাতারে মদ-সেবন অপরাধ, ইউএসএ তে নয়।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২২

আলপনা তালুকদার বলেছেন: অপরাধ বা ন্যায় নির্ধারণ করে আইন ও সমাজ। আমি আমার দেশের এ দুটোর ভিত্তিতে ন্যায়বাদী।

১৮| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ৯:৫১

কলাবাগান১ বলেছেন: বিএনপি এর ব্যরিস্টার খোকন বলেছেন যে সিলেটে সুস্ঠ ভোট হলে বিএনপি নাকি ৩ লাখ ভোটের ব্যবধানে জিততেন। সিলেটে মোট ভোটার কি ৩ লাখ???
ব্যারিস্টার সাহেব বোধ হয় তিন লাখ কিভাবে সংখ্যায় লিখতে হয় জানেন না..।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

আলপনা তালুকদার বলেছেন: কথা বলা রাজনীতিবিদদের স্বভাব। জয়কেও অনেক কথা বলতে শুনেছি। তবে কথা হলো অন্যায় কখনোই শেষ পর্যন্ত কারো জন্যই ভালো কিছু বয়ে আনেনা।

১৯| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন সব মোরাল! যা কেউ না শেখালেও বাস্তবতায় অটো বুঝে যাচ্ছে সবাই!

এখন অন্ধকার গন্তব্যে চোখ বাঁধা বাংলাদেশ- দৌড়াচ্ছে অসীম গতিতে!!!!!
মোরাল অব দা দৌড়- দৌড় শেষ হলে বলা যাবে ;) :P

পোষ্টে +++

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৫

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

২০| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:০৬

সুমন কর বলেছেন: হাহাহাহা.....মোরাল কিন্তু আছে !!

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:২৬

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। খুশী হলাম।

২১| ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৫

আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ভোটের এই কালচার থেকে বের হওয়া কঠিন হবে। বড় কোন অঘটন না ঘটলে এবং আমাদের মানসিকতার পরিবর্তন না হলে সেটা সম্ভব নয়।
কৌতুক হলেও কথাগুলো সত্যি। পড়ে ভালো লাগলো।

৩১ শে জুলাই, ২০১৮ রাত ১১:১৮

আলপনা তালুকদার বলেছেন: ঠিক। ধন্যবাদ।

২২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:২২

উম্মু আবদুল্লাহ বলেছেন: কলাবাগান১ বলেছেন: বিএনপি এর ব্যরিস্টার খোকন বলেছেন যে সিলেটে সুস্ঠ ভোট হলে বিএনপি নাকি ৩ লাখ ভোটের ব্যবধানে জিততেন। সিলেটে মোট ভোটার কি ৩ লাখ???
ব্যারিস্টার সাহেব বোধ হয় তিন লাখ কিভাবে সংখ্যায় লিখতে হয় জানেন না..।


সিলেট কেন, সমস্ত নির্বাচনে সিল দিয়ে বাক্স ভরা হয়েছে। বিএনপির বেকুব দল কি বলল না বলল তা ধর্তব্যের মধ্যে নয়।
বেচারী কামরান হলেন বলির পাঠা। এই লিংক দেখুন:
http://www.newsatbd.net/newsdetail/detail/200/393611

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০০

আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক। ধন্যবাদ।

২৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: নির্মম রসিকতা ।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০১

আলপনা তালুকদার বলেছেন: এবং সত্যি। ধন্যবাদ।

২৪| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৪৭

চাঙ্কু বলেছেন: মর‍্যাল হফ দ্যা পোষ্ট- লেখক লোক হাসাইতে পারে! :P

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০২

আলপনা তালুকদার বলেছেন: সেও বিরাট ক্ষমতা !!!! অনেক ধন্যবাদ।

২৫| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:১৩

কাওসার চৌধুরী বলেছেন:



শুভেচ্ছা রইলো। চারটি কৌতুকই ভাল লেগেছে; তবে সবচেয়ে ভাল লেগেছে (৩) নং টি। এটিতে নতুন রাজনৈতিক ফ্লেভার আছে। আর প্রতিটির নীচে নিজের ব্যাখ্যাটি আরো ভাল লেগেছে।

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৩

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

২৬| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৫:১২

বিষন্ন পথিক বলেছেন: জুক ভালৈসে

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৪

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। জেনে খুশী হলাম।

২৭| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:০৭

রাজীব নুর বলেছেন: পড়লাম। মজা পেলাম।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪০

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

২৮| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১১

ভ্রমরের ডানা বলেছেন:


আমাদের অবস্থা কিছুটা এমন-



"নিজের *দে ন মন গু,

আমারে বলে তোর খান ধু"


ভাষা অশ্লীল! তাই প্রথম অক্ষরটা প্রকাশ করলাম না। তবে এটা বহুল প্রচলিত এক বাগধারা!

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৩৯

আলপনা তালুকদার বলেছেন: শুনিনি।

২৯| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৯

ভ্রমরের ডানা বলেছেন:

দুঃখিত! বলতে ভুলেই গেছি আমি কিন্তু গুজবে কান দেইনি ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থা প্রকাশে বাগধারাটি ব্যবহার করিনি।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪২

আলপনা তালুকদার বলেছেন: করতেও পারতেন। গণতান্ত্রিক দেশ।

৩০| ০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১২:২০

খায়রুল আহসান বলেছেন: ভাল লিখেছেন। ২ আর ৩ নম্বরের মোরাল দুটো দারুণ হয়েছে।

০১ লা আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৩

আলপনা তালুকদার বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকুন।

৩১| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:০৯

সনেট কবি বলেছেন: ঠিক আছে গুজবে কান দিলাম না।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৯

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩২| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

জুনায়েদ বি রাহমান বলেছেন: হা হা... দুঃখের মাঝেও হাসলাম।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

আলপনা তালুকদার বলেছেন: আমিও। ধন্যবাদ।

৩৩| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ছবিটা দেখে হাসলাম । লিখাটাও বেশ ছিল।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১৩

আলপনা তালুকদার বলেছেন: জেনে খুশী হলাম। ধন্যবাদ।

৩৪| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৫

ভ্রমরের ডানা বলেছেন:



গনতন্ত্র বোঝার মত শিক্ষিত জাতি চাই!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১২

আলপনা তালুকদার বলেছেন: গুড।

৩৫| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৫:২৮

ভ্রমরের ডানা বলেছেন:
নো গুড, ভ্যারি ব্যাড!



আমরা এখনো শিক্ষিত হইনি! এটাই মূল সমস্যা! কোন কিছুর যৌক্তিকতা না বুঝে কাজ করা এটা আরো বিশাল সমস্যা!

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৮

আলপনা তালুকদার বলেছেন: তাই??? হবে হয়তো। আমি বোকাসোকা মানুষ। অত বুঝিনা।

৩৬| ০১ লা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

মোহাম্মদ এন ইউ ইসলাম নাজিব বলেছেন: ভাল লিখেছেন...দেশের বর্তমান প্রেক্ষাপটকে ভিন্ন ভাবে তুলে ধরেছেন।

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৫

আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ।

৩৭| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৮:৪০

ফ্রিটক বলেছেন: আপনি নিজেও যে সরকারকে ভয় পান, তার প্রমাণ আপনার পুণশ্চ তে

০১ লা আগস্ট, ২০১৮ রাত ৯:৩৭

আলপনা তালুকদার বলেছেন: ভয় পেলে তো লিখতামই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.