নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের মন, ভাবনা, অনুভূতি ও ভালবাসা বৈচিত্র্যময় বলেই পৃথিবীটা এত সুন্দর!https://www.facebook.com/akterbanu.alpona

আলপনা তালুকদার

ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী

আলপনা তালুকদার › বিস্তারিত পোস্টঃ

কবিতা : প্রতিবাদ

০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:২৪



তুমি বন্দুক চেনো লাঠি চেনো
মানুষ চেনোনি,
তুমি নেতা দেখ ঘুষ দেখ
প্রতিবাদ দেখোনি!!

তুমি ক্ষমতা চেনো দম্ভ চেনো
জীবন চেনোনি,
তুমি হাসতে জানো ফাঁসতে জানো
ন্যায় জানোনি

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এটা কবেকার ছবি?

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:০০

জগতারন বলেছেন:
@পাঠকের প্রতিক্রিয়া ! -এ সমস্ত সব ছবি চেইন স্বেচ্ছাচারিতার ছবি।
আশা করি সচেতন নাগরিক হিসেবে আপনার বুঝার কথা।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা
হেলালুল ইসলাম (রাংগু)-কে
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!
এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ১১:৩২

ভ্রমরের ডানা বলেছেন:




চোখে যা দেখি তা ভয়ংকর, যা দেখিনা তা আরো ভয়ংকর!

৪| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৭

রাজীব নুর বলেছেন: আমি পুলিশ হলে এদের কানটা টেনে ছিড়ে দিতাম। রাস্তা আটকানো কোন আন্দোলন নয়! অসুন্দর অশ্লীলতাতে দিয়ে জীবনেও কোন আন্দোলনে সফল হবে না। যেহেতু একাডেমিক তাই বিপুল সংখ্যায় বেরিয়ে আসাতে একটি বৃহৎ শক্তি হিসেবে রাজপথ দখল করেছে তারা। কিন্তু তাদের বুদ্ধি এবং বোধগম্যতা তো অবশ্যই পরিপক্ক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.