নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

কথা বেশি কইয়া লাভ নাই ক্যাচাল হইবো কিন্তু !

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৪


১৯৮৯ সালের জানুয়ারি মাস থেকে ২০১৬ সালের ৩১ শে
আগস্ট পর্যন্ত কাশ্মীরে ইন্ডিয়ান আর্মির নির্যাতনের একটি
পরিসংখ্যান
নিহত কাশ্মীরের নাগরিক - ৯৪,৫০৪ জন
থানা হেফাজতে মৃত্যু - ৭,০৬২ জন
ঘরবাড়ি ধ্বংস - ১,০৬,২৬১ টি
বিধবা হয়েছে - ২২,৮২৪ জন নারী
এতিম হয়েছে - ১,০৭,৫৮৬ জন শিশু
ইন্ডিয়ান আর্মি কর্তৃক গণধর্ষণের ঘটনা - ১০,৪৩৩ টি
আরেকটি বিষয় জেনে রাখা প্রয়োজন।কাশ্মীর পৃথিবীর
সবচেয়ে বেশী সামরিক সৈন্য দ্বারা নিয়ন্ত্রিত এলাকা।এই
ক্ষুদ্র এলাকার বিদ্রোহ দমনে রাখতে ইন্ডিয়া মোতায়েন
করেছে প্রায় দশ লক্ষ সেনাসদস্য। =p~
কাশ্মীরিরা স্বাধীনতার জন্য যুগের পর যুগ জীবন দিয়ে
যাচ্ছে কিন্তু তবুও তারা ইন্ডিয়ার সাথে থাকতে রাজি নয়।দুঃখজনক
বিষয় হচ্ছে,৬৯ বছর ধরে ইন্ডিয়ান আর্মির এই বর্বরতার
বিরুদ্ধে সারাবিশ্ব নীরব ভুমিকা পালন করলেও সম্প্রতি ইন্ডিয়ান
১৭ জন আর্মির নিহতের ঘটনায় ঠিকই নিন্দার ঝড় উঠিয়েছে। /:)
প্রায় এক লক্ষ কাশ্মীরীকে হত্যা করা তাদের কাছে
জঙ্গিবাদ নয় কিন্তু কয়েকজন আধিপত্যবাদী সৈন্য মারা
গেলে সেটা ঠিকই জঙ্গিবাদ! :-0

মন্তব্য ৪২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৮

আদর্শ সৈনিক বলেছেন: কাশ্মির ইস্যু নিয়ে সবাই যে ভাবে যুদ্ধ শুরু করেছে সবার উচিৎ Deeply কিছু বিষয় বোঝার চেষ্টা করা..
আমরা সবাই জানি, বাংলাদেশের উপর পাকিস্তান একসময় অত্যাচার করত, সেই অত্যাচার থেকে রক্ষা পেতে বাংলাদেশ স্বাধীনতা চেয়েছিল এবং যুদ্ধ করে সেই স্বাধীনতা পেয়েছিল। আর এ স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহযোগিতাও করেছিলো। তাই অনেকে বলবেন আমাদের ভারতের পক্ষ নেওয়া উচিত.....
পক্ষ যারই নিন না কেনো এখানে মূল বিষয় ভারত অথবা পাকিস্তান নয়, এখানে মূল বিষয় এবং মূল সমস্যা হলো কাশ্মির।
কাশ্মিরের মানুষের অবস্থা এখন ১৯৭১ সালের বাংলাদেশের মতন। কাশ্মির এখন ভারতের অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির জন্য স্বাধীনতাকামী হয়ে উঠেছে। তারা ভারত থেকে মুক্তি চেয়ে স্বাধীনতার জন্য ভারত মেলেটারীদের সাথে (১৯৭১ এ পাক মেলেটারীর এবং বাংলাদেশের মতন) যুদ্ধে লিপ্ত হচ্ছে। আর এসময় দেখা যাচ্ছে কাশ্মীরের স্বাধীনতার জন্য পাকিস্তান সহযোগিতা করছে যেমনটা বাংলাদেশের জন্য ভারত করেছিল।

তো এবার আপনারা সিদ্ধান্ত নিন , "আপনাদের কার পক্ষে থাকা উচিৎ.." যারা বাংলাদেশের মতন করে কাশ্মিরকে অত্যাচার, নির্যাতন করছে তাদের পক্ষে?? নাকি যারা কাশ্মিরের স্বাধীনতার জন্য সহযোগিতা করছে তাদের পক্ষে??

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এত কিছু বুঝিনা আমি কাশ্মিরের স্বাধীনতার পক্ষে।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৩

প্রামানিক বলেছেন: পরিসংখ্যানটি জানা ছিল না। ধন্যবাদ

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটি স্বাধীন কাশ্মির চাই।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

গেম চেঞ্জার বলেছেন: কাশ্মির এখন ভারতের অত্যাচার, নির্যাতন থেকে মুক্তির জন্য স্বাধীনতাকামী হয়ে উঠেছে। তারা ভারত থেকে মুক্তি চেয়ে স্বাধীনতার জন্য ভারত মেলেটারীদের সাথে (১৯৭১ এ পাক মেলেটারীর এবং বাংলাদেশের মতন) যুদ্ধে লিপ্ত হচ্ছে। আর এসময় দেখা যাচ্ছে কাশ্মীরের স্বাধীনতার জন্য পাকিস্তান সহযোগিতা করছে যেমনটা বাংলাদেশের জন্য ভারত করেছিল।

আপনি কি কাশ্মিরের ইতিহাস জানেন?? তাদের স্বাধীন দেশে কারা প্রথম হামলা করেছিল?? কাশ্মিরের জনগণের অধিকার হরণ করেছিল কারা?

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এত কিছু বুঝিনা গুরু শুধু একটি স্বাধীন কাশ্মির চাই।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০

মোঃ মাইদুল সরকার বলেছেন: আমি কাশ্মিরের স্বাধীনতার পক্ষে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:১৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলেই একটি স্বাধীন কাশ্মির চাই।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫১

অদৃশ্য বলেছেন:




অন্যায়, অত্যাচার, নিপীড়ন ও শোষণের হাত হতে মুক্তির জন্য যদি এই বিদ্রোহ হয় তবে তাতে আমার শতভাগ সমর্থন...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলেই একটি স্বাধীন কাশ্মির চাই।

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৮

সাকিব৭৮৯ বলেছেন: আমি মনে করি জম্মু এবং আজাদ কাশ্মির দুটো এক করে কাশ্মির নামে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষনা করা উচিৎ। শুধু ভারতের অংশ কেন পাকি অংশও যুক্ত করা দরকার।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝে দেখতে হবে

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৩৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: এই ক্ষুদ্র এলাকার বিদ্রোহ দমনে রাখতে ইন্ডিয়া মোতায়েন করেছে প্রায় দশ লক্ষ সেনাসদস্য।

১৪ লাখের মধ্যে দশ লাখ যদি শুধু কাশ্মিরেই মোতায়েন থাকতো তাহলে সেভেন সিস্টার বহু আগেই স্বাধীন হইয়া যাইত।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব সিয়ানে সেয়ানে টক্কর।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৫

বিশাল মুজিব বলেছেন: ভারতের ১৮ টা প্রানীকে হত্যার জন্য সারা দুনিয়ায় তোলপাড় কিন্তু যুগ যুগ ধরে ভারতীয় সেনাবাহিনী কতৃক কাশ্মীরের জনগনকে হত্যা করলে কোন প্রতিবাদ হয়না। কারন ওরা মুসলমান।।মুসলমানের জিবনের কোন মূল্য নেই।। বড়ই আজব এই দুনিয়ার মানুষ।।
#stopkilling kasmir
#suppot kasmirean
#stand with ksamir
#freekasmir
#go ahead kasmirean

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:২৫

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলেই একটি স্বাধীন কাশ্মির চাই।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০২

আতাশ ভাই বলেছেন: আমি কাশ্নীর এর পক্ষে

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলেই একটি স্বাধীন কাশ্মির চাই।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৭

ধ্রুবক আলো বলেছেন: কাশ্মীর স্বাধীন হোক, সব যুদ্ধ বন্ধ হোক,,,

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলেই একটি স্বাধীন কাশ্মির চাই।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

ব্লগ সার্চম্যান বলেছেন: কাশ্মীর স্বাধীন হোক

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটাই চাওয়া কাশ্মীর স্বাধীন হোক সব যুদ্ধ বন্ধ হোক।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৬

আল-শাহ্‌রিয়ার বলেছেন: স্বাধীন কাশ্মীর চাই ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমরা সকলেই একটি স্বাধীন কাশ্মির চাই।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

রায়হানুল এফ রাজ বলেছেন: স্বার্থবাদীদের বিরুদ্ধে কিছু করলেই জঙ্গি।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এটা হল পৃথিবীর বুদ্ধি জীবিদের নতুন বয়ান।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৮

হাবিবুর রাহমান বাদল বলেছেন: বিবেক সম্পূর্ণ মানুষ কাশ্নীরের স্বাধীনতার পক্ষে থাকাটাই স্বাভাবিক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই একটি স্বাধীন কাশ্মির চাই।

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৬

হাকিম৩ বলেছেন: কাশ্মীর স্বাধীনতার পক্ষে ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটি স্বাধীন কাশ্মির চাই।

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

লেখা পাগলা বলেছেন: সকলেই স্বাধীনতার পক্ষেই ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৪

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটি স্বাধীন কাশ্মির চাই।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২২

সিদ্‌দিক বলেছেন: আমি দেখতে পাচ্ছি। বিশ্ব মিডিয়া জগতে অনেক সাহসী সাংবাদিক রয়েছেন; এরা একতরফা ভাবে ক্ষমতাসীন, সাম্রাজ্যবাদী ও জুলুমবাজদের চামচামি করার (সৎ!!!) সাহস রাখেন। এদের কাছে দুর্বল ও মজলুম মহল হল জঙ্গি, সন্ত্রাসী ও হাঙ্গামা সৃষ্টিকারী।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভাই এটা হল আমাদের পৃথিবীর কিছু নতুন বুদ্ধি জীবিদের নতুন বয়ান।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পরিসংখ্যানটা কোত্থেকে পাইছেন?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: তথ্যসূত্রা নেট থেকে চুরি করেছি B-)

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬

ফাহাদ জুয়েল বলেছেন: আমি কাশ্মিরের স্বাধীনতার পক্ষে।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সকলের এই প্রাথনা আর একটাই চাওয়া কাশ্মীর স্বাধীন হোক সব যুদ্ধ বন্ধ হোক।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

Hk Saim বলেছেন: অত্যাচারিতরা স্বাধীনতা পাক, স্বার্থবাদীরা নিপাত যাক।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: একটাই চাওয়া কাশ্মীর স্বাধীন হোক সব যুদ্ধ বন্ধ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.