নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

সৌদিআরব কিভাবে আজ ঈদ পালন করলো ?

০৪ ঠা জুন, ২০১৯ রাত ৯:৪২

সেই ছুটো থেইক্কা দেইখ্খা আইসি সৌদিআরব যেইদিন ঈদ হয় ঠিক তার একদিন পর আমাগো দেশেও ঈদ হয় ।
কিন্ত এইবার হল না কেন ? কিছু মাথায় ডুুকছে না। তাহলে কি সৌদিআরব গাজা খেয়ে এইবার ঈদের চাঁদ দেখেছিল ?
নাকি আমরা গাজা খেয়ে চাঁদ দেখতে বসেছিলাম।

কেহ কেহ আবার বলছেন এই ঈদের চাঁদ দেখা বা কাল বাংলাদেশে যাতে ঈদ না হয় সে জন্য দেশের বড় ড়
ঈদ সামগ্রী ব্যবসাহীরা কুুটি কুুটি টাকা দিয়েছেন । কোনটা সত্য আর কোনটা মিথ্যে ।
তাহলে কি সৌদিআরবের আকাশে আমাদের দেশের দুইদিন আগে চাঁদ উঠে ? ;) ;)

আমাদের নিশ্চয় পবিত্র লাইলাতুল কদরের ইতিহাস জানা আছে ।
৬১০ সালে শবে কদরের রাতে মক্কার নূর পর্বতের হেরা গুহায় ধ্যানরত ইসলামের ধর্মের মহানবী, হযরত মুহাম্মদের ( সঃ) নিকট সর্বপ্রথম কোরআন নাজিল হয়। কোন কোন মুসলমানের ধারণা তার নিকট প্রথম সূরা আলাক্বের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়। অনেকের মতে এই রাতে ফেরেশতা জীবরাইল এর নিকট সম্পূর্ন কোরআন অবতীর্ন হয় যা পরবর্তিতে ২৩ বছর ধরে ইসলামের নবী মুহাম্মদের নিকট তার বিভিন্ন প্রয়োজনীয়তা এবং ঘটনার পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট আয়াত আকারে নাজিল করা হয়।মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন এই রাত সর্ম্পকে হাদিস শরীফে অসংখ্য বর্ণনা রয়েছে। এমনকি মুসলমানদের প্রধান ধর্মী গ্রন্থ আল কোরআনে সূরা ক্বদর নামে স্বতন্ত্র একটি পূর্ণ সুরা নাজিল হয়েছে। এই সুরায় শবে কদরের রাত্রিকে হাজার মাসের চেয়ে উত্তম বলে উল্লেখ করা হয়েছে।ইসলাম ধর্ম মতে, মুহাম্মদ এর পূর্ববর্তী নবী এবং তাদের উম্মতগণ দীর্ঘায়ু লাভ করার কারনে বহু বছর আল্লাহর ইবাদাত করার সুযোগ পেতেন। কোরান ও হাদীসের বর্ননায় জানা যায়, ইসলামের চার জন নবী যথা আইয়ুব, জাকরিয়া , হিযকীল ও ইউশা ইবনে নূন প্রত্যেকেই আশি বছর স্রষ্টার উপাসনা করেন এবং তারা তাদের জীবনে কোন প্রকার পাপ কাজ করেননি।কিন্তু মুহাম্মদ থেকে শুরু করে তার পরবর্তী অনুসারীগণের আয়ু অনেক কম হওয়ায় তাদের পক্ষে স্রষ্টার আরাধনা করে পূর্ববর্তীতের সমকক্ষ হওয়া কিছুতেই সম্ভপর নয় বলে তাদের মাঝে আক্ষেপের সৃষ্টি হয়। তাদের এই আক্ষেপের প্রেক্ষিতে তাদের চিন্তা দুর করার জন্য সুরা ক্বদর নাজিল করা হয় বলে হাদিসের বর্ননায় জানা যায়।
নিশ্চয়ই আমি তা (কোরআন) অবতীর্ণ করেছি কদরের রাতে। আর কদরের রাত সম্বন্ধে তুমি কি জানো? কদরের রাত হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সে রাতে ফেরেশতারা ও রুহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, বিরাজ করে উষার আবির্ভাব পর্যন্ত। (সূরা আল-কদর, আয়াত ১-৫)

আমি যতটুকো মনে করি বা বুঝি আমরা যদি পবিত্র কুরআনের ভাষ্য মতে এই পবিত্র লাইলাতুল কদরের রাত্রিকে বিশ্বাস করি
তাহলে আমাদের উচিত যেদিন সৌদিআরব রোযা শুরু করবে আমাদেরও সেদিন শুরু করা । কেননা পৃথিবীতে চাঁদ কিন্তু একটাই
অর্থাৎ চাঁদের হিসেব অনুযায়ী রোযা ও লাইলাতুল কদর । ঠিক সে অনুযায়ী সৌদিআরবের সাথে মিল রেখে একই দিনে আমাদের
ঈদ উদযাপন করা ।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদের একটাই শর্ত চাঁদ দেখতে হবে। বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে ঈদ পালন করতে হবে।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:২৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আকাশ যা মেঘলা অবস্থা তাতে চাদ উঠেছে কিনা বুঝা মুশকিল আমাদের জন্য । ;) ;)

২| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আপনি ও আপনার পরিবারের সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন চিরদিন।

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৬

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক গুরু ভাই।

৩| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ।

***ঈদ মোবারক ***

০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক।

৪| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: মামা,

আপনি দিন দিন ফাউল পোস্ট দিচ্ছেন। আইকিউ এত কম হলে তো সমস্যা! গঞ্জিকা সেবন কি বেড়েছে??;)


সৌদি কবে ইদ করলো না করলো তাতে আপনার কী? আপনি কি তাদের সাথে ফজরের নামায পড়েন?/ইফতারি করেন? চাঁদ দেখে রোজা শুরু করবেন, চাঁদ দেখে ছাড়বেন।

পুনশ্চঃ
ইসলামিক ফাউন্ডেসন, চাঁদ দেখা কমিটি, আবহাওয়া অধিদপ্তর কিন্তু বসে থাকে না।

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনা এরা আর কবে কখন সত্য প্রকাশ করতে তাদের সাহস আর ঈমান সঠিক ভাবে প্রয়োগ করবে ।
যাই হোক মেঘলার কারনে হয়ত সঁন্ধা বেলা চাঁদ দেখা সম্ভব হয়নি । ;) ঈদমুবারক।

৫| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১০:৪৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: পাঠকের প্রতিক্রিয়া সাহেবের মন্তব্য টা আসলেই যুগোপযোগী হয়েছে।

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৪৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক।

৬| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ১১:০৭

মেঘ প্রিয় বালক বলেছেন: ভাই সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে বলেই ঈদ হয়েছে। নিউজ দেখতে পারেন,arab local news,saudi ministry of health, mbc news ইত্যাদি

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৫০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক। ;)

৭| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৮:৫৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: যারা পাঠকের প্রতিক্রিয়া সাহেবের মন্তব্যকে যুগোপোযোগী বলছেন, তারা কি হিসাব করে দেখেছেন যে আমাদের দেশের ভিতরেই চট্টগ্রাম আর পঞ্চগড়ের মানুষ এক সাথে ইফতার করেন না। কারণ ভৌগলিক অবস্থানের কারণে দুই জায়গার সময় ভিন্ন। তাই সৌদী আরবের কেউ চাঁদ দেখেছে জেনে বাংলাদেশে সিয়াম পালন করলে তাকে কেন সৌদী আরবের সময়ের সাথে ফজরের নামাজ পড়তে হবে?

এবার হিসাব করেন, ভারত-বাংলাদেশ বর্ডারে দুই মুসলিম বসবাস করেন। একজন ভারতের নাগরীক, একজন বাংলাদেশের নাগরিক। দুইজনের বাসার দুরত্ব খুব বেশী হলে ২০০ মিটার। এখন ভারত সরকার আজকে ঘোষণা করলো যে আগামীকাল ঈদ, আর বাংলাদেশ সরকার ঘোষণা করলো আগামীকাল নয় পরশু ঈদ। এখন এই ২০০ মিটারের জন্য এত বড় পার্থক্য কিভাবে হলো? কিভাবে সম্ভব? উত্তরটা সহজ!

উত্তরটা হচ্ছে মুসলিমের ইসলাম পালনের মধ্যেতো দেশের ভেদাভেদ নাই। পুরা মুসলিম একটা জাতি। তাই যখন একজন নিশ্চিত হলো যে অন্তত দুইজন মুসলিম চাঁদ দেখেছে, তখন তার জন্য সেটা মেনে নেওয়াটা ফরজ হয়ে যায়। দেশের ভেদাভেদ আসার কোন যুক্তিই নাই; কারণ ইসলাম তো দেশ ভিত্তক নয়।

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: বুঝিনা আপনাদের মাঝে আর কবে বুঝ জ্ঞান হবে। :)

৮| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাঁদের হিসেবেই সব হবে তা ঠিক কিন্তু আপনি কি করে ভূলে গেলেন আরবের সাথৈ আমাদের সময় ব্যবধান ৩ ঘন্টা !

তাই কোন ভাবেই আরবের সাথে মিল রেখে ঈদ রোজা সালাত করা সম্ভব নয়!
যখন আমাদের যখন ইফতার তারা তখন আসরের সালাতের প্রস্তুিতে!
তারা যখন চাঁদ দেখে ততক্ষনে আমরা তারাবিহ শেষ করে ফেলি!
তাই কোন ভাবেই আরবের স্থানীয় সময় যা জিএমটি ৩+ আর আমরা জিএমটি ৬+ এর অনুসরন সম্ভব নয়।

আপনি যদি বলেন আরবের সাথে মিলিয়ে ফজরের সালাত সকাল ৮-৮:৩০টায় পড়তে রাজি তাহলে চলেন আলোচনা করি ঈদ একই দিনে করার।

সব শেষে ঈদ মোবারক

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদ মোবারক ।

৯| ০৫ ই জুন, ২০১৯ সকাল ৯:১০

নজসু বলেছেন:

০৫ ই জুন, ২০১৯ সকাল ১০:৫১

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঈদমুবারক। ;)

১০| ০৫ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: বিদ্রোহী ভৃগু বিজ্ঞান মনস্ক সাজা সহজ; হওয়া কঠিন।

সৌদী আরবের সাথে একই দিনে ঈদ পালন করলে কেন সৌদি আরবের সময়ের সাথে নামাজ পড়তে হবে? চট্টগ্রাম আর কুড়িগ্রাম; দুইটাই বাংলাদেশের ভুখন্ডে; কিন্তু দুই জায়গার আজকের দিনের মাগরীবের সময়ের পার্থক্য প্রায় ১৫ মিনিট। এখন আপনি কাকে আগে নামাজ পড়তে বলবেন? কাকে পরে পড়তে বলবেন?

যে যার সময়ে পড়বে এটাই নিয়ম।

০৬ ই জুন, ২০১৯ রাত ১২:৩৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম এই বিষয়গুলো মাঝে মাঝে আমাকেও খুব ভাবায় । আপনাকে ঈদের শুভেচ্ছা । ঈদমুবারক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.