নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

:):):)(:(:(:হাসু মামা

:):):)(:(:(:হাসু মামা › বিস্তারিত পোস্টঃ

ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান

০১ লা মে, ২০২০ রাত ১১:৪৪

ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান । বৈশাখের শুরুতেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে আচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান।
ইতিমধ্যে বঙ্গোপসাগরে ফুঁসতে শুরু করেছে ঘূর্ণিঝড় আম্ফান। এই ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড। বঙ্গোপসাগরে
অবস্থিত এই ঘূর্ণিঝড় আম্ফান যথেষ্ট শক্তিশালী বলে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছেন ।এপ্রিলের শেষে অথবা
মে মাসের প্রথমে উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় আম্ফান । তবে কোন উপকূলে আছড়ে পড়বে আম্ফান
তা এখনো স্পষ্ট নয়। সাগরে থিতু হলে স্পষ্ট হবে ঘূর্ণিঝড় আম্ফান এর অভিমুখ বা কোথায় আছড়ে পড়বে সেটা জানা যাবে।

মৌসুমের প্রথম সাইক্লোনটি এপ্রিলেই তৈরি হওয়ার কথা। শীঘ্রই বঙ্গোপসাগরে এই মৌসুমের প্রথম সাইক্লোন তৈরি হতে চলেছে। এর জেরে ২৭ এপ্রিল আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পরদিন ২৮ এপ্রিল একই অঞ্চলে থেকে তা শক্তি সঞ্চয় করে।
২৯শে এপ্রিল ওই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়। ৩০শে এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে সমুদ্রের ওপর দিয়ে বইতে শুরু করবে।

তথ্যসূত্র: ভয়ঙ্কর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’ যে সময় আঘাত হানবে
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’
সকল ঘূর্ণিঝড়

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২০ রাত ১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৯৯১ সালের ২৯ এপ্রিল ম্যারি এ্যান লন্ডভন্ড করে দিয়েছিলো
দক্ষিন পুবাঞ্চলীয় পুরো উপকুল। এবারও তার পদধ্বনি শোনা যাচ্ছে।
আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন

০৬ ই মে, ২০২০ রাত ১১:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: আমিন !

২| ০২ রা মে, ২০২০ রাত ১:২৩

রাজীব নুর বলেছেন: এই মাসেই এই ঝড় হবে।
না জানি কপালে কি আছে!

০৬ ই মে, ২০২০ রাত ১১:৩৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সব তার ইচ্ছে।

৩| ০২ রা মে, ২০২০ ভোর ৪:১৩

নেওয়াজ আলি বলেছেন: অনেক ক্ষতি করে ছিল

০৬ ই মে, ২০২০ রাত ১১:৩৯

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।

৪| ০৩ রা মে, ২০২০ রাত ১১:৪৪

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: শুনলাম এটা এই মাসের ভিতরেই হওয়ার সম্ভবনা বেশি।

৫| ০৬ ই মে, ২০২০ রাত ১১:৪০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.