নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানার অদম্য ইচ্ছেসহ আগামীর পথে

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান

আমি প্রতিসাম্য তৈরি করতে ভালবাসি

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান › বিস্তারিত পোস্টঃ

মহাবিশ্বের সাপেক্ষে কতই না ক্ষুদ্র আমরা!!!!!!!!

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০



প্রায় বছর দেড়েক আগে এঁকেছিলাম এই ডায়াগ্রামটা।

দেখে কে কি বুঝছেন জানিনা। এটার ভিতর এখন পর্যন্ত হিসাবকৃত এবং পর্যবেক্ষনশীল আমাদের এই মহাবিশ্বের ব্যাপ্তি বোঝানো হয়েছে।

মাঝে আমাদের সৌরজগৎ। সবচেয়ে কাছের নক্ষত্র আলফা সেঞ্চুরির দুরত্ব ৪.২ আলোকবর্ষ। হিসাবটা হল, আলো এক সেকেন্ডে যায় ১,৮৬,০০০ মাইল। আলো এক বছরে যে পরিমান দুরত্ব অতিক্রম করে তাকে বলা হয় এক আলোকবর্ষ। আমাদের থেকে ৩০ আলোকবর্ষ বিস্তৃতির ভিতর আছে আমাদের সৌরজগতের মত কমপক্ষে ১০০ সৌরজগৎ।

১০০০ আলোকবর্ষ ব্যাসের ভিতর আছে ৩০,০০০ থেকে ৪০,০০০ সৌরজগৎ, যাকে একক হিসেবে বলা হয় “অরায়ন স্পার”। এইরকম ২০০-৩০০ বিলিয়ন “অরায়ন স্পার” আছে আমাদের গ্যালাক্সি মিল্কিওয়ে এর ভিতর।

আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি এন্ড্রোমিডা এর দুরত্ব ২.৫ মিলিয়ন আলোকবর্ষ (কল্পনা করে দেখুন দুরত্ব টা। খেই হারিয়ে ফেলবেন প্রকৃতির বিশালতার মাঝে।) গ্যালাক্সি মিল্কিওয়ে এর মত হাজার হাজার গ্যালাক্সি মিলে তৈরি হয়েছে “ভার্গো সুপার ক্লাস্টার সিস্টেম”। আমাদের থেকে যেগুলো ১৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে।

এরকম এক বিলিয়ন (১০০ কোটি) আলোকবর্ষ বিস্তৃতির ভিতর আছে হাজার হাজার “ভার্গো সুপার ক্লাস্টার সিস্টেম”।

এখন পর্যন্ত ১৩.৭ বিলিয়ন আলোকবর্ষ দুরত্ব পর্যন্ত পর্যবেক্ষন করা সম্ভব হয়েছে।

এবার কল্পনা করুন, এই ১৩.৭ বিলিয়ন আলোকবর্ষের ভিতর অবস্থিত হাজার হাজার “ভার্গো সুপার ক্লাস্টার সিস্টেম” এর ভিতরে থাকা হাজার হাজার গ্যালাক্সির মধ্যে একটা গ্যালাক্সির বিলিয়ন বিলিয়ন সৌরজগতের মধ্যে ক্ষুদ্র একটা সুর্যের গ্রহমণ্ডলীর ভিতর ক্ষুদ্র একটা নীল গ্রহের ক্ষুদ্র একটা শহরের ক্ষুদ্র একটা অংশের ক্ষুদ্র একটা রুমে বসে আমি লিখছি এই লেখা আর আপনারা পড়ছেন।

কতই না ক্ষুদ্র আমরা!!!! এত বড়াই কেন তাহলে আমাদের?

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: কারণ কথা বলতে ট্যাক্স দেয়া লাগে না...

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৩

ইমরান আশফাক বলেছেন: গ্যালাক্সি এন্ড্রোমিডা এর দুরত্ব ২.৫ মিলিয়ন আলোকবর্ষ নয়, ৩ লক্ষ আলোকবর্ষ দূরে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩১

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: জানুন, তারপরে মন্তব্য করুন :)

৩| ০১ লা অক্টোবর, ২০১৬ রাত ১২:৪২

রক্তিম দিগন্ত বলেছেন:
এইসব নিয়ে ভাবতে গেলে শুধু ভাবতেই থাকবেন। সর্বক্ষণ শুধু ইউনিভার্স নিয়েই চিন্তা থাকবে।

আসলেই, খুবই অদ্ভুত, বিস্ময়কর।

আমার কাছে মনে হয়, আমরা মহাবিশ্বের সবচেয়ে বড় ক্যানভাসে আঁকা ছবিতে অভিনয় করে যাচ্ছি। কত ক্ষুদ্র আমরা!

৪| ০১ লা অক্টোবর, ২০১৬ সকাল ৮:২৮

সজীব মোহন্ত বলেছেন: আরে এইসব ভূয়া কথা! আর আমাদের অবস্থান মহাবিশ্বের কেন্দ্রে!

৫| ০২ রা অক্টোবর, ২০১৬ সকাল ১১:১৩

হাসান মাহবুব বলেছেন: এত বড় মহাবিশ্ব, অথচ পৃথিবী ছাড়া কোথাও প্রাণের অস্তিত্ব্ব পাওয়া গেলো না এখনও। এই বিষয়টা ভাবতে অবাক লাগে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.