নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাজীব

মানুষ আমি আমার কেন পাখির মত মন....

রাজীব

যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে....

রাজীব › বিস্তারিত পোস্টঃ

দেশের রাজনীতির ‘আগুন’ প্রবাসেও, প্রাণ গেল একজনের

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৪

সৌদি আরবে দুই বাংলাদেশির মারামারিতে মারা গেছেন একজন, দেশের রাজনীতি নিয়ে বদানুবাদ থেকে এই মারামারি বাঁধে বলে সৌদি গেজেট জানিয়েছে।



রোববার দক্ষিণ জেদ্দার একটি বাড়িতে লাশ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের তদন্তে মারামারির কারণ বেরিয়ে আসে বলে সৌদি আরবের সংবাদপত্রটির অনলাইন সংস্করণে বলা হয়েছে।



নিহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি। জানানো হয়নি গ্রেপ্তার বাংলাদেশির পরিচয়ও। তবে আটক ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।



লাশের গায়ে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হলে তারা তার বন্ধুসহ পরিচিতদের জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন পুলিশ জানতে পারে দেশের রাজনীতি নিয়ে এই ব্যক্তির সঙ্গে তার এক স্বদেশীর প্রায় তর্কবিতর্ক হত।



পুলিশ ঘটনাস্থল সংশ্লিষ্ট এলাকাসহ তার আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আল-গুলাইল জেলার একটি বাড়ি থেকে আটক করে।



সূত্র: Click This Link



একটি সিনেমার নাম মনে পড়ছে:

আবার তোরা মানুষ হ।





সত্যি, আমরা কবে মানুষ হবো??

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

ইউরো-বাংলা বলেছেন: ধিক্কার জানাই আমাদের কলুশিত রাজনীতিকে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৬

রাজীব বলেছেন: আমাদের নিজেদের মন মানসিকতা ঠিক করতে হবে। আমরাও যদি খালেদা-হাসিনার মত হয়ে যাই তাহলে দেশ কি করে চলবে?

বুঝতে হবে, যে আমরা রাজনীতিক হবার যোগ্য নই, তাই ওনাদের মত আচরন না করে মানুষ হতে হবে।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৩

ভিটামিন সি বলেছেন: ভাইরে আর কইস না। সিংগাপুরেও পাবলিক এমন লাগা লাগে, মনে হয় কারো বাপের সম্পত্তি কেউ দখল করছে।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

রাজীব বলেছেন: দুর্ভাগ্য

৩| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কানে ধইরা আন্দামান পাঠায়া দেয়া উচিত

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯

রাজীব বলেছেন: ঠিক বলেছেন।

৪| ১৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০২

নীল জানালা বলেছেন: হিসাবে সামান্য ভুল হৈসে। প্রান আপাতত একজনের গেলেও আসলে গেসে দুইজনের। খুনী বেকুবটারও মৃত্যুদন্ডে প্রান যাইবো।

১৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০০

রাজীব বলেছেন: প্রান হয়ত ২ জনের যাচ্ছে, কিন্তু ইমেজ নস্ট হচ্ছে সেখানকার ২০ লাখ বাংলাদেশীর।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

বেলা শেষে বলেছেন: This is the Tresedy of Bangladesh. Painful for every Bengal. Thenk you very much brother.Assalamualikum.

২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

রাজীব বলেছেন: আমরা কবে মানুষ হবে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.