নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি খারাপ ছেলে

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৯

আমি খারাপ ছেলে ,
কারন
পর্দার সামনে সিগারেটকে ঘৃণা করে
আড়ালে গিয়ে তারই পশ্চাদদেশে চুম্বন করিনা ।
আমি যা করি তা পর্দার সামনেই করি ।

আমি খারাপ ছেলে ,
কারন
ক্লাস রুমের শেষ বেঞ্চে আমার জায়গা
ফার্স্ট বেঞ্চ নামক তখতপোশ আমার সাথে বেমানান ।
স্যার কিছু বললেই হা করে গিলি ,
কিছু জিজ্ঞেস করলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি ।

আমি খারাপ ছেলে ,
কারন
ক্লাস সিলেবাসের গন্ডির মধ্যে নিজের পৃথিবী গড়ে তুলতে পারিনি ।
জ্ঞানের দিগন্তে নিজের মস্তিষ্ক কে ভাসিয়ে দিয়েছে ।
ভালো ছেলেদের মত সিলেবাস মুখস্থ করতে পারিনি ।
সিলেবাস আমার মনে হাজার প্রশ্ন জন্ম দিয়েছে ।

ওহে আমার পিতামাতা ,
তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি
আমি ভালো ছেলে হতে পারিনি ।
তোমার আদর্শের ছিটেফোটা গায়ে লাগাতে গিয়ে
আজ বিসর্জন দিয়েছি ভালোকে
তোমরা আমাকে ক্ষমা করো , আমি তোমাদের খারাপ ছেলে ।

ওহে মেয়েরা ,
তোমরা ভালোছেলেদের বাহুডোরে নিজেকে পিষ্ট করো ,
কারন তোমরা তাদের ভালোবাসার চড়ুই পাখির ডিমেই সন্তুষ্ট
আর আমার ভালোবাসা যে পুরো বিশ্বজগতসম বিশাল
ক্ষমা করো প্রিয়া , আমার ভালোবাসার বৃষ্টির জলে
তোমাকে ভেজাতে পারবো না
ও তোমার সহ্য হবে না , কারন আমি খারাপ ছেলে
তুমি চড়ুই পাখির ডিম নিয়েই থাকো ।

হে সমুদ্র আমাকে ক্ষমা করো ,
কেউ একজন তোমার থেকে এক বালতি জল নিতে বলেছিল
আমি তোমাকেই আপন করে নিয়েছি
কারন আমি খারাপ ছেলে ।

প্রভুর কাছে মিনতি ,
তিনি যেন আমার খারাপ হওয়া থেকে না আটকায়
কারন তিনিও তো জানেন তার শতশত ভালোর মাঝে
আমি এক খারাপ ছেলে
শত পুষ্পের ভীড়ে একটি ক্ষুদ্র কন্টক ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

কালপুরুষ কালপুরুষ বলেছেন: ভালো লাগলো খারাপ ছেলে। কবিতাটা কিন্তু খাসা আছে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

অমিত বসুনিয়া বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫০

শেয়াল বলেছেন: ভাল কোবতি

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৩

অমিত বসুনিয়া বলেছেন: কোবতি ? :/

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৮

মাহফুজ নাজিম বলেছেন: চমৎকার লিখেছেন খারাপ ছেলে।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২১

অমিত বসুনিয়া বলেছেন: ধন্যবাদ , ভালো ছেলে ।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৮

ফরিদ আহমাদ বলেছেন: ওহে মেয়েরা ,
তোমরা ভালোছেলেদের বাহুডোরে নিজেকে পিষ্ট করো ,
কারন তোমরা তাদের ভালোবাসার চড়ুই পাখির ডিমেই সন্তুষ্ট
আর আমার ভালোবাসা যে পুরো বিশ্বজগতসম বিশাল
ক্ষমা করো প্রিয়া , আমার ভালোবাসার বৃষ্টির জলে
তোমাকে ভেজাতে পারবো না
ও তোমার সহ্য হবে না , কারন আমি খারাপ ছেলে
তুমি চড়ুই পাখির ডিম নিয়েই থাকো ।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২২

অমিত বসুনিয়া বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.