নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

আঙ্গুর ফল টক

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৮

গল্পটা সবাই জানেন , আঙ্গুর ফল কখন টক হয় । চলুন আজকে একই সাঁচের নতুন গল্প শোনাই

আমি সময় কাটানোর জন্য মাঝে মাঝে লেখালেখি করি । তো এইসময় এর ফেমাস কিছু থ্রিলার লেখকদের দেখে নিজেরও মনে হইলো বাহ আমিও লিখবো । থ্রিলার লেখা এ আর কি এমন ব্যাপার ।
যাইহোক লেখা শুরু করলাম ৫ লাইন লিখে আর কি লিখবো খুজে পাইনা । তিনদিন চেস্টা করেও গল্পের প্লট এর সাথে লেখার কোন মিল ঘটাতে পারি নাই । বাধ্য হয়ে ঘোষণা দিলাম , " থ্রিলার কি মানুষ পড়ে ! "
নাহহ এইখানেই থেমে থাকি নি । এরপর ঐ থ্রিলার লেখক কে সমালোচনা করতেও আমি বিন্দুমাত্র পিছপা হই নি ।

হুম্ম গল্পটা শুধু আমার নয় । আমাদের বাঙ্গালীর । আমাদের স্বভাবই হয়েছে আঙ্গুর ফল টক টাইপ । নিজে কখনো ভালো কিছু করতে না পারলে অন্যের ভালোকেও আর ভালো নজরে দেখি না ।
এতক্ষন বকবক করলাম এক কারনে ,
সাম্প্রতিক সময়ে আয়নাবাজি মুভি বাংলাদেশে রীতিমত ঝড় তুলেছে । সবার মুখেই প্রশংসা । ট্রেইলার দেখে আমার কাছেও মুভিটা জোশ মনে হয়েছে । যেহেতু নিজের শহরের কোন প্রেক্ষাগৃহে সিনেমাটা মুক্তি পায় নি সেহেতু আমারো এখনো হলের পর্দায় সিনেমাটির মুখ দর্শন করা সম্ভব হয় নি ।
এই আয়নাবাজি নিয়েই এক ভাইকে ব্লগ লিখতে দেখলাম । উনার ভাষ্যমতে ফারুকী গ্যাং ( আমি আসলে এখনো শিওর না ফারুকী গ্যাং বলতে কাকে কাকে বুঝাচ্ছেন ) এর মুভি মানেই আমাদের সুশীল সমাজের লাফালাফি ।
সারা ব্লগ মিলে উনি মুভি সম্পর্কে কমেন্ট করেছেন শুধু " ভালো " অথচ মুভিটার খারাপ দিক উনি পুংখানো পুঙ্খ ভাবে লিখে গেছেন ।
ক্যান ভাই একজন ভালো কিছু করতেছে আমাদের হজম হয় না ক্যান ?
মানে নিজে আঙ্গুর ফল পাড়তে পারি নাই এজন্যই আঙ্গুর ফল টক ?
বাংলা মুভি নামক আঙ্গুর ফল যে কখনো মিস্টি হতে পারে তা আমরা ভুলে গেছি ।

বিঃদ্রঃ বাংলাদেশের আঙ্গুর ফল আসলেই টক ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ১:৪৮

সুমন কর বলেছেন: ঠিক বলেছেন !! ;)

০৩ রা অক্টোবর, ২০১৬ দুপুর ২:৩৯

অমিত বসুনিয়া বলেছেন: :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.