নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

অমিত বসুনিয়া

পৃথিবীর মৃত্যু ঘটুক শূধু তৃনলতাগুলো বেড়ে উঠুক , ছুয়ে দিক নীল আকাশের ভ্রান্ত সীমানা ।

অমিত বসুনিয়া › বিস্তারিত পোস্টঃ

ভবিষ্যৎ গননাঃ ২০ বছর পরের বাংলাদেশের রাজনীতিতে কি হবে ? কে হবে আমাদের নেতা ?

১৯ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:১৩

ওকে সামুবাসী ,
লেখাটা শুরু করার আগে বলে নেই । আমি অতিক্ষুদ্র একজন বালক । নিচের প্রতিটি লাইন আমার নিজের মনগড়া ।



শুরু করা যাক.

বাংলাদেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি
বাংলাদেশের এই মুহুর্তে ক্ষমতায় আছেন স্বাধীনতা পূর্ববর্তী বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল আওয়ামীলীগ । কেমন করছেন উনারা?
আসলেই এটা প্রশ্নের বিষয় । আমাদের বর্তমান সরকার কি দেশের ভালো করছে । দেশের উন্নতি ঘটাচ্ছে ?
যদি কেউ আমার মতামত জানতে চায় তাহলে আমি বলব, " হ্যা" উনারা ভালোই করতেছেন ।
প্রতিটা মানুষেরই ভালো খারাপ দুইদিক থাকে । অনেকরকম স্ক্যাম এ ভর্তি এই সরকারের ভ্যানিটি ব্যাগ । তারপরেও এনারা দেশের জন্য সেরাটা দিচ্ছে । যদি অন্তর্বতী শাষকের সাথে তুলনা করি তাহলে আমি বলবো কয়েক হাজার গুন ভালো করতেছে ।
২০০১-২০০৬ সালের হিসেব করলেও বলবো ভালো করতেছে ।
১৯৯৬-২০০১ সালের হিসেব করলেও বলবো ভালো করতেছে ।
এখন আসি বিরোধী দল প্রসঙ্গে । অফিশিয়ালী এখন বিরোধী দলীয় নেতা হচ্ছেন জাতীয় পার্টির রওশন এরশাদ । অফিশিয়ালী ।
সত্যিকারে যারা বিরোধী দল তারা কেমন ?
আসলেই বি এন পি কেমন ?
এক্ষেত্রে আমার মতামত হচ্ছে , উনারাও অনেক ভালো । যদি ভালোই না হতো তাহলে দুবার নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করতে পারতো না । এতো এতো মানূষের সাপোর্ট যে দলের পাশে আছে সেটার মধ্যে কিছু তো একটা আছে ।
আর হ্যা আগেই বলেছি ভালো খারাপ মিলেই মানুষ ।



২০ বছর পর কি হবে ?

বর্তমান দুই নেত্রীর বয়স ইতোমধ্যে ৭০ এর কোঠা পেড়িয়ে গেছে । সাধারন যুক্তিতে আগামী ২০ বছর পর অবশ্যই এনারা আর আমাদের রাজনীতির প্রতক্ষ্য কেউ হয়ে থাকবেন না ।
তো যদি আমরা ধরেই নেই । আমাদের প্রধান দুইদল হচ্ছেন আওয়ামীলীগ আর বি এন পি । এবং ২০ বছর পরেও এনারাই থাকেন তাহলে কি হতে পারে ?
কে হবেন আমাদের নেতা ?

সজিব ওয়াজেদ জয় ?



জয় স্যার এর সম্পর্কে বলতে গেলে আমি শুরু যেটা বলবো । যোগ্য বাবার যোগ্য সন্তান । উনি ওয়েল এডুকেটেড ।
কিন্তু উনি কি যোগ্য মায়ের যোগ্য সন্তান ?
হ্যা এখানেই প্রশ্ন থেকেই যায় ।
গত কয়েকবছর অনেক পাব্লিক প্লেসে উনাকে বক্তৃতা দিতে দেখেছি । ঠিক উনার মায়ের মত কিংবা উনার নানা শ্রদ্ধেয় শেখ মুজিব স্যার এর মত নেতাসুলভ বজ্রকন্ঠ এনার নাই ।
অনেকবার এনার কথাবার্তা আমাকে আশার আলো দেখায় অনেকবার আবার সেটা নিভিয়ে দেয় ।
তো , যদি ইনিই আমাদের ভবিষ্যৎ নেতাদের একজন হতে চান তাহলে আমি মনে করি এনার আরো অনেক কিছু শিখে আসতে হবে ।

তারেক রহমান ?



ইনি বাবা/ মায়ের যোগ্য সন্তান ( অন্তত নেতৃত্বের দিক থেকে ) ।
এনার মধ্যে নেতা সুলভ আচরণ জয় স্যারের চেয়ে অনেক বেশি । কিন্তু , এনাকে কি নেতা হিসেবে মানা যায় ?
যত রকম স্ক্যাম এর সাথে জরিত ! আসলেই নানারকম অপকর্মের জল গায়ে মাখতে মাখতে এখন সেই জলে ডুবে আছেন ।
তারপরেও কোনভাবে যদি ইনি এনার অতীতের সব খারাপ কাজগুলো ওভারকাম করে আসতে পারে তাহলে হয়তোবা ইনিও আমাদের নেতা হতে পারেন ।

নতুন কেউ কি ?



হ্যা এখানে একটা প্রশ্ন । নতুন কেউ কি দেশের হাল ধরতে আসবেন এই দুই বংশ ব্যাতীত ?
আমার কাছে এটার একটা ক্ষীণ কিন্তু উজ্জ্বল সম্ভবনা মনে হয় ।
হ্যা হয়তো আমরা নতুন কোন দল । কিংবা এই দুই দলেরই নতুন একজন নেতা পেতে পারি ।

একজন ভালো নেতা মানে হিরো আলম মানের ভাইরাল কেউ না । তিনি হচ্ছেন এমন কেউ যিনি সবকিছু বুঝেন বিশ্লেষন করতে পারেন । কঠিন সমস্যাগুলো নিজের মাথায় নিতে সেটা সঠিক সমাধান দিতে পারেন ।

বিঃদ্রঃ উপরের কথাগুলো আমার নিজের ছোট্ট মাথা থেকে বের করা বিশ্লেষন । এর মধ্যে অনেক জায়গায় অনেক ফাক ফোকড় থাকতে পারে। অনেক জায়গায় ভুল ও বলে দিতে পারি । তবে এগুলো আমার একান্ত মতামত । না " বি এন পি " না "আওয়ামীলীগ" । যথাসম্ভব নিরপেক্ষ হয়ে আমার সৎ মন্তব্য করেছি ।
আমেরিকানরা যদি ওপেন এ ঘোষণা করতে পারেন " ডোনাল্ট ট্রাম্প আমার প্রেসিডেন্ট না " তারা যদি পাব্লিক প্লেসে দেশের প্রধানমন্ত্রীর ট্রোল বানাতে পারেন তাহলে আমি কি আমার নিজের মতামত দিতে পারবো না !


আর হ্যা ট্রোল কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট কে নিয়েও বানানো হয় ।
তার মানে এই না যে তারা পচে গেছেন ।
একই কথাটা আমাদের দেশের বেলায়ও প্রয়োগ করা যায় ।


কথা হবে আরেকদিন ।
আরেকদিন গননা করবো অন্য কিছু নিয়ে ।
ধন্যবাদ ।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৪১

সাদা মনের মানুষ বলেছেন:
জ্যোতিষরাজ লিটন দেওয়ানই একমাত্র এই ভবিষ্যত খবর বলতে পারবে ;)

২| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:১৪

আহা রুবন বলেছেন: হয়ত অন্যরকম হবে। আপনার ভাবনা করাকে শ্রদ্ধা জানালাম।

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৩০

অমিত বসুনিয়া বলেছেন: ধন্যবাদ

৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৬

সিরাজুল০০৮৮ বলেছেন: you opinion is not so good cause they are not qualified leader for us if they will not change their quality for for us.

১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১০:৫৭

অমিত বসুনিয়া বলেছেন: আমি সেটাই বলার চেস্টা করেছি

৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ সকাল ১১:০১

নতুন বলেছেন: দেশে কি রাজতন্ত্র চলছে নাকি? সবাই রাজার ছেলেকেই রাজা বানাতে হবে তাই নিয়ে ভাবনায় মগ্ন?

এই ভাবনা থেকে না বের হলে কিছুই হবে না।

৫| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:১৮

অমিত বসুনিয়া বলেছেন: হুম্ম ভাই । আমি সবকিছুই বলে দিয়েছি ।
মহাত্মা গান্ধী , রাজিব গান্ধী , ইন্দিরা গান্ধী , সোনিয়া গান্ধী , রাহুল গান্ধী

৬| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

সাহসী সন্তান বলেছেন: নতুন'দার সাথে আমি সহমত! লেখক, আপনি তো একটা দেশের কোয়ালিফিকেশন নিয়ে অন্য আর একটা দেশের ভবিষ্যৎ যাচাই করতে পারেন না! ভারতে রাজতন্ত্রের ন্যায় গনতন্ত্র চলছে বলেও যে সেটা বাংলাদেশেও চলবে এমনটা ভাবা ঠিক নয়!

তাছাড়া তেমন ভাবে যদি চলে তাহলে ভোটে জেতারও তো একটা ব্যাপার থাকে? ঠিক যেমন কংগ্রেসকে হারিয়ে বিজেপি বর্তমানে ভারত শাষন করছে!

৭| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৪৭

পুকু বলেছেন: looking into the present scenario of bangladesh the future of this country is very bleak.if it continues for some more years it will be nothing but a rouge country like pakistan.

৮| ২০ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯

রায়হান চৌঃ বলেছেন: বলে কি ??? এরা বলে নেতা !!
সালার বাংগালীর পাছা মারা নেওয়ার অভ্যাস টা বদলাবে না :(, আরে ভাই এই ২টাকার ছাওয়াল গো ব্যংক একাউন্টে কম হলেও শত কোটি টাকা এখনেই :( !!!! আর নেতা হলে কি করবে ভেবে দেখোছেন ???

৯| ২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪৩

কালীদাস বলেছেন: এক মেন্টালি হ্যান্ডিকেপড আর দশ পার্সেন্ট। এই হল আমাদের ভবিষ্যতের বেস্ট চয়েস।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.