নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

ব্যথার অশ্রুতে দুটি গাল বেয়ে যায় !

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৩১



আছে বুকের ভেতরে কিছু জমানো মরু !

যতই চাই সেগুলোকে শেষ করতে ! ততই তারা করে শুরু ।

যত ভুলে যেতে চাওয়া !

তত পেছনে ফিরে পাওয়া ।



মনের গভীরে আঁকা আছে যত ঘুমিয়ে থাকা আল্পনা !

নিমেছেই সব হয়ে যায় দু নয়নের জাগ্রত কল্পনা ।



ব্যথার অশ্রুতে দুটি গাল বেয়ে যায় !

এ হৃদয়ের নয়ন ছাড়া তা আর কেউ দেখে নায় ।



আমার মনে আর ব্যথার শ্রাবন আসুক !

বন্ধু তা দেখে সুখের হাঁসা হাঁসুক ।

আমার দুঃখ আমার কাছে !

তবু আমি সুখি এই ভেবে বন্ধু আমার সুখে আছে ।



বন্ধু তুমিও করো কামনা !

সারা জীবন যেন থাকতে পারি নিয়ে তোমার প্রেমের চেতনা ।







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪৯

জাফরুল মবীন বলেছেন: বাহ! সুন্দর কবিতা।

ধন্যবাদ কবি।

২৩ শে মার্চ, ২০১৫ সকাল ৮:০১

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । শুভকামনা থাকলো ।

২| ২৩ শে মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

তুষার কাব্য বলেছেন: ভালো লেগেছে কবিতা ।

ভালো থাকবেন ।

২৪ শে মার্চ, ২০১৫ ভোর ৫:০০

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ শুনে খুশি হোলাম ভাই এই অগোছালো হাতে লেখা কবিতা কারো কাছে ভালো লেগেছে জেনে । শুভকামনা নিরঅন্তর জানিবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.