নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

আমি কোন কবি নই

০৫ ই এপ্রিল, ২০১৫ ভোর ৬:০০



আমি কোন কবি নই
আমি কোন লেখক নই
আমি সাধারন মানুষ
তাই কেও ভালো বেসে কাছে টানলে
মহা খুশি হই ।

সে মানুষ শত দুঃখ দিলেও
তা বুকে সহ করে লই ।
আমি অশিক্ষিত
আমি নয় তোমাদের মত শিক্ষিত ।
চাই না সে শিক্ষ্যা
যা মানুষকে দেয় মিথ্যার যন্ত্রনা
কাউকে বলাও যায়না হয়না তার কোন আরাধনা ।


আমি আবারো বলবো সে কথাই
আমি কোন কবি নই
আমি কোন লেখক নই ।
তবু যদি এ হাত তার কাছে খাটা কলম পায়
সে শুধু কিছু লেখতে চায় ।
হতে পারে গল্প কাব্য
নয়ত বা কোন কবিতা ।
তাও হয়ত মনের লুকানো কোন কথা
যা সর্বক্ষন দেয় শুধু ব্যথা ।


যদি লেখতে লেখতে আমি কখনো লেখক হই
তাহলে যেন হতে পারি পৃথিবীর সেরা লেখকটাই ।
যদি কখন পড়তে পড়তে
আমি কোন পাঠক হই
তাহলে যেন আমার হৃদয়ের বুকশেলে থাকে
পৃথিবীর সেরা জ্ঞ্যানভান্ডারের বই ।

একে একে সকল জ্ঞ্যানের ভান্ডার পড়বো
যদি পারি সে ভাবে নিজেকে গড়বো ।

আসুক যত দুংখ ব্যথা
তবু মেনে নেবো যত আছে জ্ঞ্যানের কথা ।
যদি বুঝি একটি বর্ণের অর্থ
তাই হবে সত্য
দেব না আর জীবণটাকে হতে ব্যর্থ ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৬

মোঃ শরিফুল ইসলাম বলেছেন: ভালোই আবেগজড়িত লেখা,লিখতে থাকুন অবশ্যই হতে পারবেন সব৷

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:০৪

ব্লগার মাসুদ বলেছেন: আসুক যত দুংখ ব্যথা
তবু মেনে নেবো যত আছে জ্ঞ্যানের কথা ।
যদি বুঝি একটি বর্ণের অর্থ
তাই হবে সত্য
দেব না আর জীবণটাকে হতে ব্যর্থ


কে বলেছে আপনি কবি নন । এইযে কত সুন্দর একটি কবিতা লেখেছেন ।

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৫

বাড্ডা ঢাকা বলেছেন:
ভালো থাকবেন

৩| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:২৭

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর কবিতা ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

কালের সময় বলেছেন: সুন্দর কবিতা

০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৫৯

বাড্ডা ঢাকা বলেছেন: ভােলা থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.