নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

মায়ের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে দেয় ।

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৮

ঘটনা হলো কালকে আমরা সব বন্ধুরা মিলে এবারের ঈদুল ফিতরের শেষ আড্ডা দিতে ছিলাম । এমন সময় এক বন্ধু আরেক
বন্ধুকে বললো কি রে খালাম্মা আজ বাসায় কি রান্না করছে ?
তো সেই বন্ধু বললো আজ আমাদের ঈদের শেষ ছুটির দিন তাই
মা গরুর মাংস রান্না করছে । ওমনে ও বন্ধুটির মনটি খারাপ হয়ে গেল । কারন আমাদের ওই বন্ধু সে হিন্দু ছিল ।
পরে পাশে থেকে আরেক বন্ধু বললো কিরে তোর মন খারাপ হলো কেন ?
পরে ও বললো খালাম্মা রান্না করছিল মুরগির মাংস রান্না করতো ।
পরে আরেক বন্ধু বললো কেনরে তুই গরুর মাংস খাচ্ছ না ?
সে বললো না আমি খাই না । কেনরে তোর কি এলার্জি আছে ?
নারে ভাই ওরকম কিছুই না । তহলে ! আমি হিন্দু । আমাদের গরুর মাংস খাওয়া নিষেধ । আরেক জন তাকে বললো কেনরে তোদের ধর্মে গরুর মাংস খাওয়া নিষেধ কেন । ও বললো আমরা গরুকে মা বলে মনে করি তাই আমাদের গরুর মাংস খাওয়া নিষেধ । আরেক বন্ধু তার পায়ের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা দোস্ত তোর পায়ের জুতাটা কি প্লাস্টিকের ?
ওর কথার উত্তরে সে বললো না আমার পায়ের জুতা চামড়র । তা ওটা কিসের চামড়া ? সে বললো এটা গরুর চামড়া দিয়ে তৈরি ।
তা তোরা গরুরকে মা মনে করিছ তার জন্য গরুর মাংস খাছনা ।
কিন্তু তোরা যে গরুকে মা মনে করিছ আবার সে মায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে ঠিকি পায়ে দিছ ।

মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:০০

আমি মিন্টু বলেছেন: এ ধরনের পোস্টের জন্য কৃতপক্ষ আপনাকে ব্যান করতে পারে কারন আপনি অন্যের ধর্ম নিয়ে কি সব উল্টাপাল্টা লেখছেন ।

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০৮

বাড্ডা ঢাকা বলেছেন: মিন্টু ভাই বেশি কর কর কইরেন না ।
আর বেশি বেশি কর কর করলেও মনে হয় না মডুরা আপনেরে বেশি একটা পষন্দ করে ।
শুনলাম সেদিন আপনি নাকি ওয়াচে আছেন তার জন্য পোস্ট দিতে পারেন না ।
দেখেন এখন আমার পোস্ট নিয়ে একটু চামচামি করে সেফ হতে পারেন কি না ।

২| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন: আপনার এই পোস্ট এখনো দৃশ্যমান কারণ মডুরা ঈদের ছুটিতে নাক ডেকে ঘুমাচ্ছে !!
আপনাকে ব্যান করা হোক তা চা্ই না তবে এই পোস্টটিকে অনতিবিলম্বে সরিয়ে ফেলার
জন্য অনুরোধ করছি। কাউকে কটাক্ষ করে বা কোন ধর্মের প্রতি অবমাননাকর কোন পোস্ট
কাম্য নয়।

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০২

বাড্ডা ঢাকা বলেছেন: নূর মোহাম্মদ নূরু ভাই আমি তেমন কোন লেখা পড়া করি নাই । তাই শিক্ষা নিয়ে তেমন কোন মাথা ব্যথা নাই ।
তার পরেও আমার আপনাদের মত কিছু লেখকদের পড়া লেখা নিয়ে চিন্তা হয় আসলে আপনেরা সত্যয়কি পরীক্ষাা
দিয়ে বড় ক্লাস পার হয়েছেন নাকি বই দেখে লেখে পরীক্ষার হলে পাশ করেছেন তা চিন্তার বিষয় ।
আপনি এত বড় মাপের একজন ব্লগার অথচ কোন লেখা ধর্ম নিয়ে আর কোন লেখা লেখা ঘটনা ঘটে যাওয়া শেয়ার
তাও জানেন না । আপনার এই পোস্ট এখনো দৃশ্যমান কারণ মডুরা ঈদের ছুটিতে নাক ডেকে ঘুমাচ্ছে !!
আপনাকে ব্যান করা হোক তা চা্ই না তবে এই পোস্টটিকে অনতিবিলম্বে সরিয়ে ফেলার
জন্য অনুরোধ করছি। কাউকে কটাক্ষ করে বা কোন ধর্মের প্রতি অবমাননাকর কোন পোস্ট
কাম্য নয়।

আমাকে বুঝিয়ে দেন আমি এখানে আমার কোন বক্তব্য রাখছি কি না । আর ব্যন করার কথা বলছেন ব্যন করলেই কি আর ওয়াচ
করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ।
অলড্যা বেস্ট ভালো থাকবেন আসা করি এবং অতন্ত খুশি হবো এর পর থেকে আপনাদের মত বড় মাপের লেখকগুলো আমাদের মত ছোট লেখকদের পোস্টে না আসলে ।

৩| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:২৮

সুমন কর বলেছেন: ব্যাপারটা আসলে সে রকম নয়, কিছু হিন্দু গো-মাংস খায় - এটা সত্য।

এটা সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির ব্যাপার। কিছু খারাপ লোক কি সব দেশে, সব ধর্মে নেই? তাঁদের জন্য তো আর সম্পূর্ণ দেশ বা ধর্ম খারাপ হতে পারে না। একজন মানুষ চাইলে মন থেকেই পবিত্র থাকতে পারে।

বাংলাদেশের মানুষ শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হয়েছে কয়জন ???

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

বাড্ডা ঢাকা বলেছেন: অসংখ ধন্যবাদ সুমন ভাই বিষটি বোঝার জন্য বা উপল্পদ্ধি করার জন্য । আপনার সাথে সহমত । আমি পোস্টটি আসলে কোন ধর্মকেই ছোট করার জন্য দেই নাই । আমাদের বন্ধুদের মধ্যে যে ঘটনাটা হয়েছে তাই শেয়ার করেছি ।

৪| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪

রাজ হাসান বলেছেন: সুমন কর যথার্থই বলেছেন,এটা সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির ব্যাপার। তবে গো-মাংস খাওয়াটা যে নিষেধ/হারাম তা কিন্তু নয়।

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১১

বাড্ডা ঢাকা বলেছেন: একদম ঠিক বলেছেন সহমত । তার পরেও এ বিষয়টি নিয়ে অনেক বাঙালিদের মধ্যে মত পার্থক্য আছে । ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

৫| ২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫১

রূপা কর বলেছেন: সুমন ভাই এর সাথে সহমত

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:১২

বাড্ডা ঢাকা বলেছেন: কথা ঐ একটাই হলো । তার পরেও আপনার কোন বক্তব্য নাই থাকলে বলুন ।

৬| ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮

এই আমি রবীন বলেছেন: @ লেখক, আপনার বন্ধু হিন্দু এবং হিন্দুরা গরুর মাংস খায়না এটা না জানা অপরিপক্কতা! (বা "মায়ের গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে পায়ে দেয় ।" এমন বিষয় অবতারণার জন্য আপনার হিন্দু বন্ধুর বাহানার প্রয়াস!)
আপনার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টাকে সাধুবাদ জানাই, তবে আপনার লেখার বিষয় ও উপস্থাপনার মধ্যে কাউকে ছোট করার প্রয়াস আছে, যা পরিত্যাজ্য।
@ রাজ হাসান, আপনি হিন্দুধর্ম সম্পর্কে বেশ জানেন দেখছি, হিন্দুধর্ম সম্পর্কে পড়ালেখা করেছেন, নাকি মনগড়া বলে দিচ্ছেন?

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৪২

বাড্ডা ঢাকা বলেছেন: সরি ভাই আমি কাউকে ছোট করার জন্য পোস্ট দেইনি । তারপরেও যদি কেউ নিজেকে ছোট মনে করে থাকে তাহলে সেইতা তার
বিষয় । বাংলায় বুঝেন এই পৃথিবীতে যে ধর্মের যে আসমানী কিতাবি বলেন কোনতাই মিথ্যা নয় যেমন ।
তেমনি পৃথিবীতে কুরআন আসার পর সকলের জন্য কুরআন হলো আসল আসমানী কিতাব । বাকী সব মিথ্যে ।
ধন্যবাদ ভালো থাকবেন ।
প্রয়োজনে আবার আসবেন । :)

৭| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১০:৩৭

ব্লগার মাসুদ বলেছেন: চেষ্টাকে সাধুবাদ জানাই

৮| ২৩ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

এই আমি রবীন বলেছেন: @ লেখক, কেউ বিরাণী খেয়ে তৃপ্তি পায় না, আবার কেউ ডাল ছাড়া খেতে পারেনা। যে চোখে সবুজ চশমা পরে সে সারা পৃথিবী সবুজই দেখবে এতে অবাক হওয়ার কিছু নেই। তাই আপনাদের অনেকে যখন "বাকী সব মিথ্যে । " বলে তখন আমাদের মুচকি হাসি ছাড়া আর কিছু আসেনা।
কুয়ার ব্যাং কখনও সমুদ্রের অস্তিত্বকে স্বীকার করেনা, তাই বলে সমুদ্র মিথ্যা হয়ে যায় না।

৯| ২৩ শে জুলাই, ২০১৫ দুপুর ১:১৪

আমি বন্দি বলেছেন: বুঝিনা কিছু । তবে আমার জানা মতে আমার খুব কোল্জ একজন হিন্দু আছে যে আমার বাসায় এসে কুরবানী
ঈদের সময় গরুর মাংস খেয়েছে ।

১০| ২৩ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

লিংকন১১৫ বলেছেন: জার জার ধর্ম তাঁর তাঁর কাছে সন্মানিয় , কারোর ধর্মের কোন স্পর্শ কাতর জিনিষ নিয়ে আলোচনা না করাই উচিত ।
হা এটা ঠিক এখন অনেক হিন্দুরাই গরুর গোস্ত খেয়ে থাকে ,এখন কার যুগে অনেকে এটা মানেনা । অনেকে খায় আবার অনেক খায়না , গরু তাদের মা বলে তারা তাঁর দুধ পান করে থাকে কিন্তু মাংস খায়না । আমার বন্ধু আমার সাথেই ঈদে মার্কেট করে ও কুরবানির মাংস আমাদের বাসায় এসে খায় । এটা আসলে তাদের ম্যাটার , হিন্দুদের ধর্মে কিছু গুষ্টি আছে তারা গো মাংস খায়না ।
যদিও আমার কাছে তাদের ধর্ম তাকে বড়ই অদ্ভুত মনেহয় , আমি আমার বন্ধু কে অনেক সময় অনেক কথা বলি এটা ঠিক , কিন্তু এভাবে ব্লগে লিখটা অনেকটা কটাক্ষ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.