নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

লুকায়িত থাকা একজন নবজাতকের আত্ম কথা ।

০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:০৫


প্রথম মাস**
হ্যালো মা.....!! কেমন আছো তুমি? জানো আমিএখন মাত্র ৩-৪ইঞ্চি লম্বা!!
কিন্তু হাত-পা সবই আছে তোমার কথা শুনতে পাই, ভালো লাগে শুনতে।
দ্বিতীয় মাস**
মা,আমি হাতের বুড়ো আঙ্গুল চুষা শিখেছি, তুমি আমাকে দেখলে এখন বেবি
বলবে বাইরে আসার সময় এখনো হয়নি আমার,এখানেই উষ্ণ অনুভব করি খুব।
তৃতীয় মাস** মা
তুমি কি জানো আমি যে একটা মেয়ে? পরী পরী লাগবে আমাকে,আমাকে দেখলে তুমি অনেক খুশি হবে,তুমি
মাঝে মাঝে কাঁদো কেনো মা?তুমি কাঁদলে আমারও কান্না পায়...
চতুর্থ মাস**
আমার মাথায় ছোট্ট ছোট্ট চুল গজিয়েছে মা আমি হাত-পা ভালো ভাবে নাড়াতে পারি, মাথা নাড়াতে
পারি, অনেক কিছুই করতে পারি।
পঞ্চম মাস**
মা তুমি ডক্টরের কাছে কেনো গিয়েছিলে? কি বলেছে ডক্টর? আমি তার কথা শুনতে পারিনি,তোমার কথা
ছাড়া আমি কারো কথা শুনতে পারিনা।
ষষ্ঠ মাস**
মা আমি অনেক ব্যথা পাচ্ছি মা,ডক্টর সুঁচের মতো কি যেনো আমার শরীরে
ঢুকাচ্ছে, ওদের থামতে বলো মা আমি তোমাকে ছেড়ে কথাও যাবোনা মা..
সপ্তম মাস**
মা কেমন আছো? আমি এখন স্বর্গে আছি,একটা এন্জেল আমাকে নিয়ে এসেছে, এন্জেল বলেছে তোমাকে
এবরশন করতে হয়েছে,তুমি আমাকে কেনো চাওনি মা ? আমি কি এতোটাই খারাপ ??
কতজ্ঞতাঃ বন্ধু Yeamin F Obhi (Ovi)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৫

আমি মিন্টু বলেছেন: ভালো হইছে । কবি দেখছি আজকাল কবিতা ছেড়ে আত্ম জীবন ধরছেন ।

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:০৬

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ । হ সব খেয়ে টেস্ট করতে হয় ।

২| ০১ লা আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪

নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: ভাই, এই পোষ্ট টা আমি এই ব্লগে ৫ বছরেরও বেশি আগে লেখছি।

http://www.somewhereinblog.net/blog/nissongojoddha/29145345

০২ রা আগস্ট, ২০১৫ সকাল ১০:০৮

বাড্ডা ঢাকা বলেছেন: এটাতো ভাই আমি লেখি নাই । ফেসবুকে পেলাম পড়ে কষ্ট লাগল তাই কষ্টতাকে সবার মধ্যে শেয়ার করলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.