নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাড্ডা ঢাকা

আমার ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম

বাড্ডা ঢাকা

বেশি কথা কইয়েননা আমি রাজনীতি করি না আপনার সমস্যা কি । রাজাকারের বিচার একদিন না একদিন ঠিকই শেষ হবে ।

বাড্ডা ঢাকা › বিস্তারিত পোস্টঃ

দারুন মজার ছবি ব্লগ ২

১২ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৮

দারুন মজার ছবি ব্লগ

১।
ঘটনা হলো ছবিটি ফেসবন্ধু নিজ হাতে এঁকেছে আমারো ভালো লাগলো তাই শেয়ার
করা।
কবিতাঃ তুমি নীলাময় ।
তুমি নীলাময়,
তাইতো বেশি ভয়,
বিষের রঙও নীল হয়,
তাইতো তোমায় নিয়ে মনে বড় সঞ্চয় ।।

২।



একজন লোক কিছু শাপলা তুলে নিচ্ছেন বাজারে বিক্রি করার জন্য ।

তুমিও জম্ম নিয়েছো আমার জম্মভূমিতে
আমিও জম্ম নিয়েছি এ ভূমিতে
শুধু দুজনে পার্থক্য তুমি থাকো জলে
আমি থাকি স্থলে ।।

৩।
কি হল ছোট বেলার সেই কথা মনে পড়ে গেল নাকি ।
আমার প্রায় মনে পড়ে । আমার নানা মারা গেছেন আল্লাহু তাকে বেহেস্ত নসীব করুন ।
আমাকে যখন এ কাজটির জন্য ডাক্তারের সামনে বসানো হল আমি অনেক ভয় পেলাম
ডাক্তার সাহেবের ছুড়ি দেখে । তখন আমার নানা আমার চোখের সামনে একটি পান দিয়ে ঢেকে রাখলেন ।
আর সাহস দিলেন বললেন এটা তেমন কিছু না এই পিপরায় কামড় দিলে যেমন ব্যথা পাও ঠিক ওইরকম একটু
ব্যথা লাগবে ।ব্যাস তারপর হয়ে গেল কাম ।
৪।
এটা শুধু এই মাঠেই নয় প্রতিটি খেলার মাঠে একই অবস্থা ।

৫।
এদের বিষয় কি ব্যবস্থ নেওয়া যায় সে দায়ত্ব আপনাদের হাতে তুলে দিলাম ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৯

শায়মা বলেছেন: নীল নীল নীলাবতীর ছবি দেখে আমি মুগ্ধ!!!

১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৬

বাড্ডা ঢাকা বলেছেন: আপু আপনি মুগ্ধ হয়েছেন শুনে আমার অনেক ভালো লাগলো ।

২| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৫

আমি মিন্টু বলেছেন: দারুন মজার ছবি ব্লগ দারুন লাগলো :)

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৪

বাড্ডা ঢাকা বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাইয়া ।

৩| ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩০

জুন বলেছেন: ৫নং ছবির দায়িত্ব তো অলরেডি নেয়া শেষ । মজার ছবি ।
+

১৩ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৩৩

বাড্ডা ঢাকা বলেছেন: মন্তব্যে ধন্যবাদ আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.