নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

চাকিরতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও কোটা সংস্কার একসাথে করা হোক

২৭ শে জুন, ২০১৮ রাত ৯:৪৩

আজ প্রথমআলো’র খবর অনুসারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার পরামর্শ দিয়েছে সংসদীয় স্থায়ী কমিটি।
এই খবরটা বয়সসীমা পার হয়ে যাওয়া হাজারো বেকারদের জন্য অন্ধকার গুহায় এক চিলতে আলোক রশ্মির মতো।

খবরের লিংক

পৃথিবীর কোন দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত- এর পরিসংখ্যান দেয়ার কোন প্রয়োজন নেই। যদি সংসদীয় স্থায়ী কমিটির পরামর্শ বাস্তবায়ন করা হয় এটাই বেকারদের জন্য সুখের খবর ।

আমি চাই কোট সংস্কার ও চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপন একসাথে জারি করা হোক।

জানিনা কী হবে!

কিন্তু বেকারদের কষ্টের প্রহর যে ‍দিনে দিনে পাহাড় সমান হচ্ছে এটা সত্য।

কী এক অভিশাপ নিয়ে ‍দিন পার করছে এই দেশের শিক্ষিত বেকারগণ তা শুধু তারাই জানে।

আসুন, বিশ্বকাপ দেখার পাশাপাশি আমাদের দাবিগুলোও মহা-সমারোহে তুলে ধরি কতৃপক্ষের কাছে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৮ রাত ১০:০৮

রাজীব নুর বলেছেন: মন্ত্রীদের অবসর নেই। তারা ক্ষুনক্ষুনা বুড়া হয়ে গেছে। ঠিক মতো হাঁটতে পারে না। দশ মিনিট দাঁড়িয়ে থাকতে পারে না। তাদের কোনো অবসর নেই।
আর উজান মানুষের চাকরির সময়সীমা বেঁধে দেয়। নির্বোধের দল।

২| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৫

চঞ্চল হরিণী বলেছেন: লক্ষ কোটি বেকারের সময়ের জোরালো দাবী। পুরোপুরি সহমত।

৩| ২৮ শে জুন, ২০১৮ রাত ৯:১৮

শামচুল হক বলেছেন: চাকরীতে প্রবেশের বয়স সীমা ৩৫বছর করা যৌক্তিক দাবী।

৪| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১৬

ফ্রিটক বলেছেন: দেশের প্রধানমন্ত্রি যদি ৭০ বছর বয়সে বিরতিহীন ভাবে প্রধানমন্ত্রি হতে পারে, বেকারদের চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সমস্যা কোথায় তা আমার মাথায় ঢোকে না।বিচার মানি তালগাছ আমার স্বভাবের পরিবর্তন দরকার

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.