নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্

আনজির

আমি একা একা থাকতেই ভালবাসি- "ভালবাসি" কথাটা হয়ত ঠিক না... একা থাকতে থাকতে এমন হয়ে গ্যাছে। আমি সহজে কারো সাথে মিশতে পারি না। একবার মিশলে তাকে সহজে ছাড়তে পারি না। হয় বরাবর কথা বলি... নয়তো একেবারেই বলি না। আমার একটা কথাও যদি ভাল লাগে আপনার... এতেই নিজেকে ধন্য মনে করবো!! .....রুদ্ধ নয় মুক্ত থাকব.....

আনজির › বিস্তারিত পোস্টঃ

কোট সংস্কার আন্দোলন নেতাদের উপর হামলার ঘটনায় নিন্দা জানানোর ভাষা নেই

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১

একটা গণতান্ত্রিক দেশে কি কথা বলার অধিকার নেই? দাবী জানানোর অধিকার নেই?
কথা বল্লেই মার খেতে হবে? দাবী করলেই মার খেতে হবে?
আমরা কি সামন্তযুগে বাস করছি?

একটা দেশ- আমাদের বাংলাদেশ অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে শুধু জনগণের বাচাঁর একান্ত-একাগ্র ইচ্ছার উপর ভর করে। মানুষ বাচঁতে চায়। মানুষ প্রিয়জনদের নিয়ে বাচঁতে চায়। শত অপরাধ, দূর্নীতি, অভাবগ্রস্থতার মধ্যেও মানুষ বাচঁতে চায়। যে ছেলেটা প্রাণের তোয়াক্কা না করে ভূমধ্যসাগর পারি দিয়ে ইউরোপে অভিবাসি হচ্ছে শুধু প্রিয়জনদের কথা চিন্তা করে এবং অবৈধ অভিবাসী হয়ে দেশে রেমিটেন্স পাঠাচ্ছে- তার পাঠানোর টাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। যে ছেলেটা মাস্টার্স পাস করে সারাদিন সেল্সম্যানের কাজ করে মাস শেষে ১৫ হাজার টাকা পাচ্ছে - ঐ টাকায়ই তার বাবা-মা, পরিবার খেয়ে পড়ে বেচেঁ আছে। এই কাজের ব্যবস্থা মানুষ ব্যক্তি চেষ্টায় করছে। আর এ কারণেই দেশ এগিয়ে যাচ্ছে।

যে ছেলেট দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ছে- বেশিরভাগেরই বাবা-মা চেয়ে থাকে কখন তার ছেলে পাশ করে বের হয়ে একটা চাকরি করে পরিবারের হাল ধরবে। এ জন্য তাঁরা জমি বিক্রি করতে্ও পিছপা হন না। তাঁদের স্বপ্ন থাকে তাঁদের ছেলে একটা সরকারী চাকরি করবে।

এই সরকারী চাকরি পেতে গেলে যে কি পরিমাণ পরিশ্রম করতে হয় সেটা শুধু যারা করে তারাই জানে। খেয়ে- না খেয়ে পড়ার টেবিলে বসে থাকে। জীবনের সেরা সময় চলে যায় পড়ার টেবিলে। তবুও চাকরি জোটে না। কারণ এত এত চাকরি প্রত্যাশিদের মধ্যে থেকে লটারিতে তার নাম ওঠে না। হ্যাঁ, সরকারী চাকরি এখন লটারী- চাকরি এখন লটারী তাদের কাছেই- যাদের কোন কোটা নেই, যাদের কোন লিংক নেই, যাদের কোন টাকা নেই!

আজ এত এত বেকারের দেশে ৫৬ ভাগ কোটা শুধু অমানবিক।

যারা আজ আক্রান্ত হয়েছেন- তাদের পরিবার কী করছে , তাদের বাবা-মা , ভাইবোন কোন পরিস্থিতি সাফার করছে এই ব্যপারটা কি ভেবেছে যারা আক্রমণ করেছে। আমরা সবাই বাবা-মায়ের সন্তান। আমরা সবাই মানুষ। আপনারও পরিবার আছে - তাদেরও আছে। মানবিক হোন। মানুষের কষ্টটা বুঝুন।

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন।

তারা এখন প্রজ্ঞাপন চায়।

প্রজ্ঞাপন কখন হবে, কিভাবে হবে তার একটি পরিস্কার ধারণা দিলেই তো সবাই সংশয় থেকে মুক্তি পেতো।

আজ এই হামলার পর সবাই আতংকগ্রস্ত। কোন জায়গায় জানি দেখেছিলাম- কোন সিনেমায় মনে হয়: ভিলেন বলছে “মারতে হবে , ভয় দেখাতে হবে! এটাই আমাদের পুঁজি।”

আন্দোলনকারীদের কেন মারতে হবে? এটা তো গণতান্ত্রিক দেশ- বঙ্গবন্ধুর দেশ। এখানেতো কথা বলার অধিকার আছে- এখানে তো ন্যায্য দাবী করার অধিকার আছে!
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর অমর কবিতায় বলেছিলেন “ কেউ যদি ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদি সে হয় তাঁর ন্যায্য কথা আমরা মেনে নেবো।”
এই ছিলো তাঁর নীতি- এমনকি শত্রুর প্রতিও।
আমি তাঁর আদর্শ মেনে চলি।

আমি আতংকগ্রস্থ নই- লজ্জা লাগে! বড় লজ্জা লাগে।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১০

রাকু হাসান বলেছেন: ধিক্কার ওদের !!

২| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:১১

চাঁদগাজী বলেছেন:


প্রথমত: যারা কোটা আন্দোলনকারীদের উপর আক্রমণ চালাচ্ছে, তারা কোন দলের মাফিয়া গ্রুপ ঃবে।

আপনি বলেন, "এটা ... বংগবন্ধুর দেশ"
-শেখ সাহেবকে মেরে ফেললে, এটা কি উনার দেশ থাকে? আপনি কি বাকশাল পছন্দ করতেন?

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:২০

আনজির বলেছেন: ’চাঁদগাজী’ সাহেব আপনি ”ধান ভানতে শিবের গীত” করছেন।

আপনার ফালতু কথা আপনার কাছেই রাখুন।

৩| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কথাগুলো কিন্তু ফালতু নয়, আপনি বলেছেন, "এটা বংগবন্ব্ধুর দেশ"; বংগবন্ধু মানে ৬ দফা ও বাকশাল! আপনি ৬ দফা ও বাকশাল বিশ্বাস করেন?

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৫

আনজির বলেছেন: এই পোস্টের নিচে আপনার কমেন্টটি মানানসই নয় ।

আর হ্যাঁ, আমি যেহেতু বলেছি আমি জাতির জনক- বঙ্গবন্ধুর আদর্শ মানি, সেখানে আপনিই বুঝে নিন।

আমি বঙ্গবন্ধুর সব বিশ্বাস করি এবং মানুষকে ভালবাসি।

এই পোস্টে আপনার এই জিজ্ঞাসা শ্লেষ ছাড়া কিছুই মিন করছে না। জানি না আপনার এই শ্লেষ কী কারণে!

যদি কোন আলোচনা থাকে অন্য কোনদিন প্রাসঙ্গিক আলোচনা করবো।

ভাল থাকুন সবসময়।

৪| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৪৭

সিগন্যাস বলেছেন: হে হে =p~

৫| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৭

রোকনুজ্জামান খান বলেছেন: এটা আমাদের সোনার বাংলাদেশ ।
এখানে আন্দোলন করলে মরতে হবে ।
সরকারের বিপক্ষে কথা বললেই
পা চাটা কুত্তা দের হাতে হেনস্থ হতে হবে ।
কিছুই করাই নাই ,,,কি আমাদের ।
এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ।

৬| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:২১

চাঁদগাজী বলেছেন:



অনেকই শেখ সাহেব-বিরোধী হয়েও কৌশলে হিসেবে শেখ সাহেবের নাম ব্যবহার করছেন আজকাল; আমি সেটা বুঝার চেষ্টা করছি, কোটা নিয়ে লিখতে গিয়ে কেন "এটা শেখ সাহেবের দেশ"এর মতো বাক্য যোগ হচ্ছে?

৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫৩

আনজির বলেছেন: যোগ করেছি কারণ, আমি বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলি- বিশ্বাস করি। বাংলাদেশ যতদিন থাকবে বঙ্গবন্ধুর নাম ততদিন উচ্চারিত হবে- আমি এটাই বিশ্বাস করি।

আমি কৌশলী নই- আমি স্ট্রেইট-কাট। যা বিশ্বাস করি তাই বলি।

আমি মুক্তিযোদ্ধাদের সম্মান করি। কিন্তু যারা দেশবিরোধের- রাজাকারদের এইদেশের নাগরিক বানায়। জাতির পিতার খুনের বিচার বন্ধ করেছিল ইন্ডেমনিটি জারি করে এবং যে মুক্তিযোদ্ধা তা সমর্থন করেছিল এবং জাতির পিতার খুনিদের সুযোগ দিয়েছিল শুধু ক্ষমতার লোভে তাদের মতো মুক্তিযোদ্ধাদের স্বীকার করি না।

আমার মন যা বলে আমি তাই করি।

৭| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: নৈতিক দাবী সফলতা লাভ করুক। সরকার বিরুধী দলকে কোন আন্দোলন করতে দেয় নি। কোটার আন্দোলন কারীদেরও বিরুধীদের মতো দমনের পন্থা বেছে নিয়েেছে বোধহয়। সবার আগে গণতন্ত্র দরকার। গণতন্ত্রের চর্চা দরকার। সেটি হলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে ।

৮| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:০২

রাজীব নুর বলেছেন: কেউ আমার সাথে রাগী কণ্ঠে কথা বললেই আমি সওওব ভুলে যাই!

৯| ৩০ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোন গণতান্ত্রিক দেশের কথা বলছেন?

কোথায় গণতন্ত্র?

অনির্বচাতি স্বৈরাচারিতায় জাতি যখন মাৎসানায় সময় পার করছে- সেই সময়কে?

আর ছাত্রলীগ তো শুধূ সহপাঠী ছাত্রদের উপরই নয়, শিক্ষক, অধ্যক্ষ কে বেঁচেছে তাদের বিষ দৃষ্টি থেকে!!
অথচ সবাই স্পকটি নট! ছি: ধিক্কার!

স্বাধীনতার চেতনার দোহাই দিয়ে আর কত অথ্যাচার করলে জাতি র হুশ ফিরবে?
চেতনার দোহাই দিয়ে আর কত ? আর কত??

১০| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:০৮

নূর আলম হিরণ বলেছেন: কৌটা মোটা না উঠিয়ে দেওয়া হয়েছে! এখন কি জন্য আন্দোলন? এতবড় একটা প্রক্রিয়া বাস্তবায়ন করতে তো সময় লাগার কথা!

১১| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ঠাকুরমাহমুদ বলেছেন: আমি একজন কে চিনি আনজির চৌধুরী চট্টগ্রামের, আপনি কি সেই আনজির ? জানাবেন প্লিজ।
বাংলাদেশে চাকুরী ক্ষেত্রে কোটা বা কোটা সংস্কার কোনো বিষয় নয় এটি একটি রাজনৈতিক খেলা যা আন্দোলনে রুপ নেয় । যাইহোক চাকুরী ক্ষেত্রে বাংলাদেশে প্রয়োজন তদবীর প্রত্যাহার এই তদবীর যতোদিন থাকবে ততোদিন আবুল মালের মতো মাল অর্থ মন্ত্রী হবে আর তার মতোই মাল হবে সরকারী কর্মকর্তা।

১২| ৩০ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:


আপনি বেলেছেন, "আমি বংগবন্ধুর আদর্শ মেনে চলি"!

-প্রশ্ন, বংগবন্ধুর আদর্শ কি?

১৩| ৩০ শে জুন, ২০১৮ রাত ৮:৩১

রসায়ন বলেছেন: আর বলবেন না ভাই, যা শুরু করেছে শালারা

১৪| ৩০ শে জুন, ২০১৮ রাত ৯:৪৯

চেংকু প্যাঁক বলেছেন: কোটা ওয়ালাদের আন্দো্লনের পিছনে ইন্ধন আছে। হঠাৎ করে কোন কথা নাই বার্তা নাই কোটা নিয়ে আন্দোলন আরম্ভ হল। লিবিয়ার মত পরিনতি যাতে বাংলাদেশের না হয়, সে জন্য সবাই সতর্ক থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.