নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

কুসংস্কারের ফলে মৃত্যু

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫২

লোকগুলো রাস্তারো ঐ দিকে ভিড় জমাচ্ছে ৷ চা খাচ্ছিলাম, পুরো কাপ শেষ না করেই আমিও কৌতূহল বসতো বিষয়বস্তুটা জানার জন্য ঘটনাস্থলে গেলাম ৷ সবাই একবার দেখেই চলে যায় ঘটনাটি বুঝতে দেরি হচ্ছিল, ইতোমধ্যে একজন চিৎকার করে সবাইকে বললেনঃ হুজুর এসেছে, তাকে রোগীর কাছে যেতেদিন ৷ সুযোগ টা পেয়ে মৌলভী সাহেবের পিছন পিছন সেই রোগীর একদম কাছে চলে গেলাম ৷ প্রথমে দেখেই মায়া লাগছিল আমার ৷ রোগীর নাম সুমাইয়া (ছদ্মনাম) বয়স প্রায় ছাব্বিশ, এক পুত্র সন্তানের জননী ৷ যন্ত্রনায় ছটফট করছে হাত দিয়ে বার বার ইশারা করছে যে আমার খুব কষ্ট হচ্ছে,আমি বাঁচতে চাই, আমার সন্তানকে মানুষ করতে চাই ৷ হুজুর লক্ষ্য করলেন যে সুমাইয়ার দাত লেগে আছে ৷ সুমাইয়া নিজেও শত চেষ্টা করে ছাড়াতে পারছে না, হুজুর এক ভদ্রলোককে জিজ্ঞেস করলেন রোগীর সমস্যা কি, কখন থেকে হয়েছে ইত্যাদি ইত্যাদি ৷ ভদ্রলোক সব খুলে বললেন পরে জানতে পারলাম উনি সুমাইয়ার ভাই, দেখে শিক্ষিত মনে হল ৷
সাইড থেকে কানে আওয়াজ আসছে, জীনে ধরছে এই কারনে হুজুরের কাছে আনা হইছে কেউ কেউ আবার বলাবলি করছে যত বড়ই শয়তান জীন হোক না কেন হুজুরের এক ফু তে পাতালে চলে যাবে ৷ এদিকে হুজুর মুখ দিয়ে কি যেন বিরবির করছে ঠাওর করতে পারলামনা, হাতে পানি নিয়ে তাতে তিন বার দম দিয়ে সুমাইয়ার মুখে ছুড়ে মারলো, তারপর একটি সাদা কাপড়ে খোপ কেটে সেখানে কিছু আরবি বর্ণ লিখলো, সেই কাপড় মুড়িয়ে তার ব্যাগ থেকে সরিষার তেল বের করে কাপড়টি চুবিয়ে নিল তারপর তাতে আগুন ধরিয়ে দিল ৷ আমি আমার এক পরিচিত কে জিজ্ঞেস করলাম উনি এমনটা করলো কেন ? সে উত্তর দিল, জীনের গায়ে আগুন ধরানো হচ্ছে ৷ অন্যদিকে সুমাইয়ার অবস্থা ক্রমেই খারাপ হয়ে যাচ্ছে ৷ অল্প সময়ের মধ্যে কোন পরির্বতন না হলে বাচানো সম্ভব না ৷ হুজুর একের পর এক চেষ্টা চালাচ্ছে তাবিজ কবজ থেকে শুরু করে তার সাধ্যের মধ্যে সমস্ত তদবীর চালিয়েছেন দুই ঘন্টা অতিবাহিত হয়ে গেছে সুমাইয়ার কোন পরির্বতন হয় নি ৷ সে আগের থেকে আরো খারাপ অবস্থায় চলে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছেন ৷ ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষের কথার অবশেষে তাকে ক্লিনিকে নেওয়া হল ৷ তাতে কোন লাভ হয় নি, অপারেশন থিয়েটারে সুমাইয়া প্রান ত্যাগ করেন ৷ কর্তব্যরত ডাক্তার জানান তিনি স্টক করেছিলেন ৷ এ ঘটনার পর থেকে হুজুর কে আর এলাকায় দেখা যায় নি ৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.