নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

:গল্প: নবীনবরণ

০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯

পর্ব— ৩
'
যন্ত্রণা পেলে চিৎকার করতে শুনেছি, খুব বেশি যন্ত্রণায় বোধহয় কেউ চিৎকার করতে পারে না যদি পারে তাহলে মুস্তাফিজ কেন করছে না ৷
এম্বুলেন্স এ করে নিয়ে যাচ্ছি ওকে ৷ মাঝে মাঝে সান্ত্বনা দিচ্ছি এইতো কয়েক মিনিটের পথ বাকি ৷
বাপ্পি ফোন করেছে বুঝতে পারলাম ওর জ্ঞান ফিরেছে " মুস্তাফিজের খবর কি?
হাসলাতালে নিয়ে যাচ্ছি তুই সুস্থ হলে আশিস
'
ভর্তি করলাম সরকারি হাসপাতালে , শিমুল ভাই আমাদের সাথে না থাকলে হয়তো একটু হিমসিম খেতাম ৷
ডাক্তার সাহেব কিছু ইনজেকশন লিখে দিল সেগুলো নিয়ে এলাম ৷
সেই যে এক ঘন্টা আগে একবার টিটমেন্ট করে ডাক্তার হাওয়া হয়ে গেছে , কিছুক্ষণ পরে একজন সেবিকা এসে বললেন এই রোগিকে এক্ষুনি এক্স-রে করাতে হবে ৷
'
এক্স-রে করাতে গিয়ে হাজির হলো নতুন বিপদ ৷ আজকে করা যাবে না ওখানের একজন কর্মী জানালেন আজকে ছুটির দিন তাই বন্ধ ৷
কিছুই করার নেই হাসপাতালে এমনটা হওয়া নতুন কিছু না ৷ রোগী মরে গেলেও এদের কিছু এসেযায় না, ডাক্তাররা কেবল পারটাইম জব নিয়ে ব্যাস্ত সকালে এই ক্লিনিক তো বিকালে ওই ক্লিনিক ৷
মুস্তাফিজের কর্তব্যরত ডাক্তারকে বিষয়টি অবগত করলাম তিনি বললেন সমস্যা নেই স্যালাইন ধরানো হয়েছে, ব্যাথা ও ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে কালকে এক্স-রে করালেও হবে ৷
রাত এখন ১০ টা মুস্তাফিজ ঘুম থেকে উঠেছে পা নাড়াতে পারছে না , বললামঃ যন্ত্রণা হচ্ছে,
ও উত্তর দেয় না ৷
কিছু খেতে ইচ্ছে করছে?
তাও উত্তর নেই ৷
তারপর বললাম কিভাবে হলো এটা, আমরা তো একসাথেই ছিলাম বাইক নিয়ে কেন বের হলি ৷
তবুও কিছুই বলে না ৷ তারপর আমাকে বললো অনুষ্ঠান তো ঠিকই চলছে তাই নারে হাবিব ৷ তুই বোধহয় কবিতা আবৃত্তি করতে পারিস নি ৷
: থাক ওসব কথা
আমাকে একটা কবিতা শোনাবি?
দুই লাইন শোনাতে পারি ৷
আচ্ছা !
'
তোমরা কর নবীনবরণ,
হাসপাতালের বেডে আমায়
স্পর্শ করে মরণ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.