নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

বাধা দিতে পারিনি

১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১১

এই অন্ধকারেও !
অতীত আমাকে একা থাকতে দেয় নি
মুঘল সন্যদের মত
আমার উপর হামলা করেছে ৷
আমাকে বন্ধি করে নিয়ে গেছে
সেইখানে, যেখান
আমার দেওয়া পত্রটি
টুকরো টুকরো হয়ে পড়ে ছিল,
অতীতকে বাধা দিতে পারি নি ৷
'
সে আমাকে বলল, "এই অভাগা
তোর মনে পড়ে" ?
তোর দেওয়া শেষ পত্রখানি নিয়ে
বৃষ্টির জল ছোট্ট শিশুর মত
খেলা করতে করতে,
হালুয়া বানিয়ে দিয়েছিল !
সে দিন বৃষ্টিকে বাধা দিতে পারি নি ৷
'
অতীত কে বললাম, "বন্ধ করো বন্ধ করো
সে দিনের ক্ষতবিক্ষত শরিরের ঘা
এখোনো শুকায় নি ৷
তারপর সে আমাকে
টেনে হেচড়ে নিয়ে গেল,
হাই স্কুলের গেটের সামনে ৷
এই ঘোর অন্ধকারেও
গেট আমাকে দেখে চিনতে পেরেছে ৷
গেট বললো, কি গো মূর্তি মানব
আমার সাথে পাল্লা দিয়ে তো
বেশ তিন টি বছর দাড়িয়ে কাটিয়েছো
এই নিশীথে আমার কাছে
হার মানতে এসেছো,
নিরবে তার অপভাষা সয্য করেছি
কারন এখানেই,
কোন এক নারীর অপভাষা সইতে সইতে
দুটি কানে মরিচিকা পড়ে গেছে,
সে দিন ও বাধা দিতে পারিনি তাকে ৷
'
আজও পারিনি অতীত কে,
এই অন্ধকারে !
'
তারপর অতীত আমার চোঁখ বেধে
নিয়ে গেল সেইখানে, যেখানে
অনেক কবর, তার উপরে কবর ৷
অতীতকে ভীত গলায় বললাম
হে অতীত, এ তুমি আমায়
কোথায় নিয়ে এলে ৷
অতীত আমায় দৃঢ় কন্ঠে বলল,
চিনতে পেরেছো তাহলে ৷
অতীতকে বললাম,
এতো আমার প্রেমের সমাধি স্থান
যেখানে প্রেমকে জ্যান্ত কবর দেওয়া হয়েছিল
কেউ বাধা দিতে পারেনি ৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৯

ফুলফোটে বলেছেন: অতীত এমনি হয়...।টেনে হিচরে নিয়ে যায় আবার অতীতের কাছেই...।।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩০

হাবিবুর অন্তনীল বলেছেন: ঠিক বলেছেন ৷

২| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অতীত অতীতই । পিছুটান থাকতে নেই । আমাদের চলতে হয় সমুখে ।

৩| ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫০

শতদ্রু একটি নদী... বলেছেন: পিছনে তাকাইয়া হাটতে গেলে উস্টা খাইতে হয় ভাই।

২০ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৩৮

হাবিবুর অন্তনীল বলেছেন: আমার কি দোষ ভাই? সব দোষ তো অতীতের সেইতো আমাকে ................

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.