নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্তনীল

হাবিবুর অন্তনীল

সাধারণ মানুষ

হাবিবুর অন্তনীল › বিস্তারিত পোস্টঃ

যে আইন মানিনা

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১




নীরবে আর কালবৈশাখীর বজ্রঘাত কে মানে
দেখি কে ক্ষমতায় দুঃখিনীর প্রাণ হানে ৷
আপন কাফন মস্তকে বেধে, ছুটি
শান দেওয়া অস্ত্র লয়ে দুটি
আমি খুঁজিয়া বেড়াই পাষাণ !
আমি সকল বীরের রুধীর গড়া, শত্রু করবো অবসান ৷
'
যারা যুগ যুগ ধরে মনিবের গ্রাসে
যবে ভাবি, রোষে রোষে ক্রন্দন আসে !
এবার তাদের দেবো চমকিয়া,
কৃষ্ণ তটিনী দেবো থমকিয়া ৷
আমি শাসক মানিনা, আইন জানিনা
আমি শান্ত হবো বিশ্ব ভ্রাতৃত্ব আনিয়া ৷
'
আমি সাধারণ তবু হারাবোনা খেই
স্বর্গ দ্বারে কুল লয়ে যাব রুখার নেই কেউ নেই ৷
এ দল, ও দল নই কোন দলে, নেই বিশৃঙ্খলে
চিপায় পড়ে যাবোনা নতশিরে সেই শাসকের করতলে,
যে ক্ষমতার জোরে আইন গড়ে
তাই আমি ক্রুদ্ধ, সে যেনো জনতার সাথে লড়ে ৷
আমি নিপীড়িতের কথা কই
বিশ্ব ভ্রাতৃত্ব সে তো আনিবোই আনিবোই ৷
'
বুলেটের শব্দে জব্দ, বঙ্গ বীরেরা নয় !
এরা রক্তের খেলা খেলতে জানে, করেনা ভয়
যে বিধানে আম জনতা গাল ভরে দেয় থু,
প্রকৃতিও যে বিধানে কুঁচকায় ভ্রু ৷
সে বিধান কিসের বিধান
রক্তরাগে ভেঙ্গে চুরে করিব খানখান,
আমি সহ্য করব ষোল ঘণ্টায় দিন
শুধু এক প্রহরও কাঁটাবোনা সৈরাচারী আইন ৷নীরবে আর কালবৈশাখীর বজ্রঘাত কে মানে
দেখি কে ক্ষমতায় দুঃখিনীর প্রাণ হানে ৷
আপন কাফন মস্তকে বেধে, ছুটি
শান দেওয়া অস্ত্র লয়ে দুটি
আমি খুঁজিয়া বেড়াই পাষাণ !
আমি সকল বীরের রুধীর গড়া, শত্রু করবো অবসান ৷
'
যারা যুগ যুগ ধরে মনিবের গ্রাসে
যবে ভাবি, রোষে রোষে ক্রন্দন আসে !
এবার তাদের দেবো চমকিয়া,
কৃষ্ণ তটিনী দেবো থমকিয়া ৷
আমি শাসক মানিনা, আইন জানিনা
আমি শান্ত হবো বিশ্ব ভ্রাতৃত্ব আনিয়া ৷
'
আমি সাধারণ তবু হারাবোনা খেই
স্বর্গ দ্বারে কুল লয়ে যাব রুখার নেই কেউ নেই ৷
এ দল, ও দল নই কোন দলে, নেই বিশৃঙ্খলে
চিপায় পড়ে যাবোনা নতশিরে সেই শাসকের করতলে,
যে ক্ষমতার জোরে আইন গড়ে
তাই আমি ক্রুদ্ধ, সে যেনো জনতার সাথে লড়ে ৷
আমি নিপীড়িতের কথা কই
বিশ্ব ভ্রাতৃত্ব সে তো আনিবোই আনিবোই ৷
'
বুলেটের শব্দে জব্দ, বঙ্গ বীরেরা নয় !
এরা রক্তের খেলা খেলতে জানে, করেনা ভয়
যে বিধানে আম জনতা গাল ভরে দেয় থু,
প্রকৃতিও যে বিধানে কুঁচকায় ভ্রু ৷
সে বিধান কিসের বিধান
রক্তরাগে ভেঙ্গে চুরে করিব খানখান,
আমি সহ্য করব ষোল ঘণ্টায় দিন
শুধু এক প্রহরও কাঁটাবোনা সৈরাচারী আইন ৷

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩

মারুফ তারেক বলেছেন: যে ক্ষমতার জোরে আইন গড়ে
খুবই ভালো লাগল।

১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪

হাবিবুর অন্তনীল বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০০

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।

১১ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭

হাবিবুর অন্তনীল বলেছেন: ভালবাসা !!

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২

মারুফ তারেক বলেছেন: সত্যি কথা বলতে কি, সামুতে কবিতা পড়ার লোক খুবই কম। :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.