নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি।

আনু মোল্লাহ

আন্‌ওয়ার এম হুসাইন এর ব্লগ

আনু মোল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ইমোশন

০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:১৩

মার্ক টোয়েন একদিন সকাল বেলা বাইরে বেরুবার জন্য রেডি হচ্ছিলেন। একটা জামা বের করে দেখলেন ওটার বোতাম নাই। নিজের মনে বকাবাদ্য করে ওটা ফেলে দিয়ে দ্বিতীয় আরেকটা বের করলেন, ওটারও একই অবস্থা। এবারও একচোট গালাগালি করে নিয়ে আরেকটা বের করে গায়ে দিলেন। দেখলেন এইটারও বোতাম নাই। এইবার মাথাখারাপের মত অকথ্য-কুকথ্য ভাষায় ইচ্ছেমত গালিগালাজ করে নিলেন। গালিগালিতে কড়াইল বস্তি ফেইল। এরপর চতুর্থ জামা বের করে পরতে গিয়ে দেখেন তাঁর স্ত্রী পেছনে দাঁড়িয়ে।

এবার স্বামীকে অপ্রস্তুত করতে তাঁর সম্ভ্রান্ত স্ত্রী, স্পষ্ট উচ্চারণে সমস্ত গালিগালাজ একে একে রিপিট করলেন।

মার্ক টোয়েন কিঞ্চিত লজ্জিত হয়ে বললেন, উচ্চারণ ঠিকই আছে। কিন্তু ইমোশনটা নাই।

ইমোশন এমন একটা জিনিস যেটা পারফেক্টলি দিতে না পারলে, কমিউনিকেশন ব্যর্থ হয়ে যাবে।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:১২

করুণাধারা বলেছেন: গুড গল্প।

০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৫

আনু মোল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় করুণাধারা।

২| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৭

রাজীব নুর বলেছেন: হুম।

০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৬

আনু মোল্লাহ বলেছেন: ধন্যবাদ, প্রিয় রাজীব নুর।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩১

কিশোর মাইনু বলেছেন: হা হা হা।।।
মজা পেলাম।।।

বাট ধ্রুব সত্য।

০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৬

আনু মোল্লাহ বলেছেন: হ্যাঁ, তাই। :)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩০

অন্তরা রহমান বলেছেন: আসলেই। আবেগটাই সব। বাকি যা আছে সব মুখোশ।

০৯ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৮

আনু মোল্লাহ বলেছেন: জ্বী, ঠিক বলেছেন আপু।
ধন্যবাদ ও শুভেচ্ছা নেবেন।

৫| ১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৪

তারেক_মাহমুদ বলেছেন: হুম ইমোশনটাই আসল।

১০ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৩৪

আনু মোল্লাহ বলেছেন: ঠিক বলেছেন তারেক ভাই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.