নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

কষ্ট পাবে?

২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৪০

আজকে বরং চলেই যাই!
কষ্ট পাবে? হোকনা তবে!!
একটু নাহয় কষ্ট পেলে
আমায়ওতো অনেক দিলে।

মনে আছে সেদিন রাতে.?
ঐযে সে রাত,
ঠান্ডা, ভেজা এক থালা ভাত-
মনে আছে?
বসার ঘরে চলছে টিভি,
কীজানি এক হিন্দি মুভি ।
তুমি আমি এই ঘরে, আর-
সাক্ষী কেবল বন্ধ দোয়ার,
মনে আছে?

না না সে নয় কোন পাপ;
ভালোবাসার একটু হিসাব,
ভাললাগার অঙ্ক হাজারশত।
আমি কিন্তু সময়টাকে
সত্য প্রেমের ঘুর্ণিপাকে
পাকিয়ে ছিলাম করে নিজের মত।
মনে আছে?

অনেক যখন পাক খেয়েছে
আমার হৃদয় তোমার কাছে
হঠাত তুমি সুতোই চেড়ে দিলে।
বল্লে তুমি প্রেম সেতো নয়,
ফুল ফোটানোর মিছে প্রণয়
হেলায় হেলায় আমায় খেছে ছিলে।

তোমার ভাষায় ব্যর্থ আমি
ফুল ফোটানোর খেলায় নামি
হুল খেয়েছি, গুল খেয়েছি শেষে।
না হোক দেখা যাও দূরে যাও...
এখন তবে কী তুমি চাও?
প্রেমের মত অবাক করে হেসে?

আমায় তুমি চাওনা জানি, তবে-
ভালোবাসতে কেনো আমায় হবে?
আর পাবেনা, তুমি আমায়
মিছে মিছির ফুলেরখেলায়-
আজও যদি ভালোবাসি
কষ্ট দেবো কবে?
আজকে তবে চলেই যাই
এর মাঝেই সে রাত খুজে পাবে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ১১:৫২

আলোকিত আধারে বলেছেন: ভালো লাগলো কবিতাটি । আসলে আমাদের জীবনে থাকে নির্মম অবহেলার গল্প। ছোট লোকের গল্প, বড় মানুষের গল্প। জীবনে প্রাপ্তির সাথে সাথে অবধারিত ভাবে কিছু অপ্রাপ্তি আসবে। কষ্টের জীবন মানুষকে শক্ত করে তোলে।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৮

প্রথম বাংলা বলেছেন: অাঁধারে আলোকিত মন্তেব্যের জন্য আলোকিত আধারেকে অনেক ধ্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:০৯

নূর-ই-হাফসা বলেছেন: যারা অবহেলা করে তাদের শাস্তি কষ্ট হওয়া উচিত ।
কবিতা ভালো লাগলো অনেক ।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪১

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ নূর-ই-হাফসা, আপনার সুন্দর মন্ত্যব্যের জন্য

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২২

প্রতিভাবান অলস বলেছেন: কবিতা ভাল লেগেছে

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪২

প্রথম বাংলা বলেছেন: জেনে খুশি হলাম অলস প্রতিভা......

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:৩৯

অবনি মণি বলেছেন: বাহ! সুন্দর কবিতা।

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৪৩

প্রথম বাংলা বলেছেন: কবিতা সুন্দর কিন্তু ঘটনা ব্যদনার নিলে রচিত,

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৫৬

কিরমানী লিটন বলেছেন: ছন্দের নান্দনিক দোলায় মুগ্ধ ভালোলাগা

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ কিরমানী

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১

রাজীব নুর বলেছেন: বেশ ভালো---

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৪

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ জনাব

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪২

জনৈক অচম ভুত বলেছেন: চলে যেতে পেরেছেন?

২৫ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:২৮

প্রথম বাংলা বলেছেন:
হাহাহা.....

পেড়েছি তনুসিক,

মানসিক নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.