নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

একটি কান্না আর একটি হাসিতে বদলে গেলো বাংলাদেশ

০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:০৭

একটি কান্না আর একটি হাসিতে বদলে গেলো বাংলাদেশ
============
কথায় বলে এটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট আর একটি ভাঙ্গামন যা শিক্ষা দেয় তা সারা পৃথিবীর সকল বিশ্ববিদ্যালয় মিলেও নাকি শিখাতে পারেনা। আমি এই কথাটা শতভাগ বিশ্বাস করি।
মন্ত্রীর হাস্যকর হাসি আমাদের ছাত্র ছাত্রীদের মন ভেঙেগ দিছে, তারা ভাঙ্গা মন নিয়ে সাত দিন যাবত রাস্তায়। আর এই ভাঙ্গামন থেকে জেগে উঠেছে এক নতুন প্রজন্ম।

অনেকে বলেন তাদেরতো পড়ার ক্ষতি হচ্ছে। এবার ক্লাসে ফেরা দরকার। আমি বলি অন্য ভাবে ভাবুন। ক্লাসে তাদেরতো ফেরাই লাগবে। এক সময়তো ক্লাসে ফিরবেই তারা। কিন্তু....

এই সাত দিনে তারা যা শিখলো আর আমাদের যা শেখালো তাকি স্বাধীনতার পর এযাবত কাল শিখতে পেরেছি আমরা ।
আমাদের কলেজ বিশ্ব বিদ্যালয় কি তারা যে বাস্তবতার শিক্ষাটা পাচেছ তা দিতে পারবে? আমার মনে হয়না্

আমি এই ছাত্র আন্দোলনকে বলবো নির্মল বসন্ত। আমাদের বাঙ্গালীজীবনে অনেক কাল ধরে শীত আর খরা চলছে। বসন্ত আসেনা অনেককাল। এবার আমাদের ছাত্ররা নতুর বসন্তের হাওয়া নিয়ে আসলো।

আমরা জানলাম যে, দশ বছর পয়জনিং করে একটা প্রজম্মের মাথায় শিক্ষার বদলে দলীয় আদর্শ ঢোকানোর চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। শাসক গুষ্টির কাছে এই বারতা দিতে পারছে আমাদের ছাত্ররা যে যতই পয়জনিং করুননা কেনো। বসন্তের প্রয়োজনে নির্মল স্বত্বা যেগে উঠবেই।

একটা নতুন পথ একটা নতুন আদর্শের সূচনা হলো এই আন্দোলনের মাধ্যমে। আমাদের ছাত্ররা বুঝতে শিখলো এবং বুঝিয়ে দিলো যে মানুষ মানে তার স্বকীয়তা থাকবেই। যত পয়জনিংই করা হোকনা কেনো একদিন সত্যের প্রয়োজনে অধিকারের দাবিতে সেই স্বকীয়তা জেগে উঠবে।
আজকের এই আন্দোলনর প্রত্যক্ষ ফলাফল হয়তো হবে ছোট কিছু সফলতা । যেমন , শাজাহান খানের পদত্যেগ। ঘাতক চালকদের বিচার। পরিবহন সেক্টরে ব্যপক পরিবর্তন।

কিন্তু এর চাইতেও বড় সফলতা আমি দেখছি আমাদের ভবিষ্যতের অগ্র যাত্রায়। আমাদের একটি প্রতিবাদী স্বচেতন এবং ঐক্যবদ্ধ প্রজন্ম তৈরি হচেছ যারা একদিন বিভিন্ন সমস্যায় জরজরিত এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। অনন্ত মহাকালে মাথা উচু করে টিকে থাকবে বাংগালি জাতি।

ধন্যবাদ শাজাহান খান।

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৮ ভোর ৬:১৪

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: শাহজাহান খান কি পদত্যাগ করেছেন?

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৪৯

প্রথম বাংলা বলেছেন: টাইপিং মিসটেইক ছিলো, বলেছিলাম হয়তোবা.

২| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৭

সূচরিতা সেন বলেছেন: ঠিক বলেছেন এই শিক্ষাথীরাই আগামীতে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কিছু করবে।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫০

প্রথম বাংলা বলেছেন: জী.। স্বপ্ন একবারে শেষ হয় যায়নি এখনো.।

৩| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৩

জগতারন বলেছেন:
শাজাহান খান একজন পদলোভি, নির্লজ্জ ব্যাক্তি।
সরকারকে এমন বেকায়দায় ফেলার কারনে শাজাহান খাঁনকে আগেই সরাইয়া ফেলা উচিত ছিল।

৪| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:১৯

জগতারন বলেছেন:
শাজাহান খান একজন দুর্গন্ধময় ডাইপার (diapers) ছাড়া আর কিছুই না।
সে শুধুই দুর্গন্ধ আর দুর্গন্ধ।
এই হারামী কে সরানো এখন সময়ের ব্যাপার মাত্র।

শেখ হাছিনা যদি মনে করে শাজাহান খান-এর শ্রমিক বাহিনী তার ভোট বাক্স ভরে দেবে
তা শুধুই স্বপ্ন ও অলীক। কারন শেখ হাছিনার ভোট বাক্স ভরবে দেশের মানুষ।
শাজাহান খান-এর মতো পাঠার শ্রমিক বাহিনী না।

আচমত খাঁ মোক্তারের ছাওয়াল 
দানব শাজাহান খাঁ এবার লও ঠেলা।
ধমক আর অপমান কত প্রকার ও কি কি ?

খালুর বসত বাড়ী জবর দখল করেছো !
খালাতো ভাই বোনেরা আজ বাস্তুহারা !!
১৯৭৯ সালে তরুন মেধাবী ছাত্র নেতা 
হেলালুল ইসলাম (রাংগু)-কে 
সর্বহারার গুন্ডা দিয়া গুলি করে মেরে
পথের কাঁটা সরাইয়ে নেতা হয়েছিলে !!!

খালুর দখল করা বাড়ীর সামনে নিজের এক দৈত্তাকৃতি
ছবি টাংগাইয়াছে এই শাজাহান খাঁন
যেন বলতে চান;
"অত্র এলাকায় আমিই বড় দানব,
আমার সামনে আসবিতো এক্কেবারে চাঁবাইয়া খামু"


ওর বাপে মোক্তারি করতো মাদারীপুর কোর্টে,
ওর বাবার নুন আনতে পানতা ফুরাতো।
এখন এই কু**র বাচ্ছার হাজার কুটী টাকা সুইস ব্যাঙ্কে জমা।
এ সব টাকাই বাংলাদেশ ও বাংলাদেশের জনগনের টাকা।

এবার সেই সব স্বেচ্ছাচারির মুখে চপেটাঘাত !!!!

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২

প্রথম বাংলা বলেছেন: অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে হলে এই সকল অবৈধ দূরনীতিবীদ লাগে

৫| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:০৫

রাজীব নুর বলেছেন: আজকের গুজব ছড়ানোতে জামায়াত-বিএনপির চেয়ে বহুগুণে এগিয়ে দেখলাম বামপন্থী কতগুলো ভাঁড়।

০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৭

প্রথম বাংলা বলেছেন: গুজব সমর্থনি করিনা। কিন্তু আপনি গুজব নিয়ে পড় আছেন কেনো রাজিব ভাই।
গুজব বাদ দিলে যে অবশিষ্টটা থাকে সেটাও গজব। দেখেন আজকের প্রথম আলো, বিবিসি বাংলা.....। আর আলজাজিরা।

সরকার ঝামেলা করছে কেনো? শাহজাহান খানকে সরিয়ে দিলেকি সরকার টিকবেনা?
নাকি সরকার শ্রমিকদের ভয় পাচ্ছে?

৬| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৩১

এটম২০০০ বলেছেন: (Those) WHO ARE CONTINUING THE MOVEMENT ARE NOT MERE CHILDREN, THEY ARE THE LIFE BLOOD OF BANGLADESH. They are the only One or One of two dearest children of the elite group, that includes Army, Police, Intelligence Service, Businessmen, Doctors, Engineers, Bureaucrats etc. of Bangladesh.
Damaging one son or daughter of such important personalities can bring fatal consequences.

SO, HASINA NEED TO BE CAREFUL BEFORE UNLEASHING HER WEAPONS.

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০০

প্রথম বাংলা বলেছেন: খালি এলিটের বাচ্ছা কেনো? সাধারনের বাচ্ছা মরলেকি আপনি এটিকে সমর্থন করবেন?

৭| ০৫ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৪২

করুণাধারা বলেছেন: ভালো লাগলো।

০৫ ই আগস্ট, ২০১৮ দুপুর ১২:০১

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.