নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

দু:খ বিলাসী

৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩১

কোনদিন জানবেনা দুখবিলাসীরা
কী ব্যথায় কথা দিয়ে মালা গাঁথা হয়।
কী রকম ব্যবধান প্রেম আর ব্যথিত হৃদয়।

যত ব্যথিত হৃদয়- নির্জলা ব্যথা সব করছে প্রসব
ও প্রেমী সেইসবে তোমাদের দুঃক্ষ বিলাস।
কবিদের সুখ গান ভালোসাবা সব নিভে গেলে
বিষন্ন বাসরে চলে, কবিতার সাথে সহবাস।

কখনো হয়না এক কবি আর প্রেমিকের সুরঞ্জনা
তবুও এমনি হয়--- তোমার রোমান্টিকতা---,
আমার ব্যথার দান তোমার প্রেমের প্রেরনা।

পাদটিকা::: ৪ হাজার কোটি টাকা দিয়ে ইভিএম না কিনে ১০০খানেক কারিগরি কলেজ করা যেতে পারে গ্রাম পর্যায়ে। যদিও অপ্রাসঙ্গিক তাও কইলাম। দূর্নির প্রশ্নে বলছিনা, এসবের আসলে দরকার নাই।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৩

মাহমুদুর রহমান বলেছেন: ৪ হাজার কোটি টাকা দিয়ে ইভিএম না কিনে ১০০খানেক কারিগরি কলেজ করা যেতে পারে গ্রাম পর্যায়ে
যৌক্তিক।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২০

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ

২| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:১৮

রাজীব নুর বলেছেন: দুঃখবিলাসী।

৩| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৫

সাদা মনের মানুষ বলেছেন: চার টাকার বাদাম কিনে খাওয়ার আগে দুইবার ভাবতে হয়, চার হাজার কোটির হিসাব কিভাবে দিব বলেন?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩৩

প্রথম বাংলা বলেছেন: কী বলেন ভাই, ৪ হাজার কোটি টাকাতো কিছুইনা? জানেনা মুহিত সাহেব বলেছে!!

৪| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৪

অব্যক্ত কাব্য বলেছেন: কবিতায় ভালো লাগা জানবেন দূঃখবিলাসী

৫| ৩১ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

প্রতিভাবান অলস বলেছেন: এত হাহাকার ! ভাল লিখেছেন

৬| ৩১ শে আগস্ট, ২০১৮ রাত ৮:৩৪

বাকপ্রবাস বলেছেন: কবিতা সুন্দর
পাদটিকা আরো বেশী সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.