নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

তোমাকে চাইছি

০২ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৩১

তোমাকে চাইছি, কারণ-
মনের গহিনে প্রেমের মিছিল করছেযে আকুপাকু।
তোমাকে চাইনা, কারন-
কমে যদি যায় ভালোবাসি যতটুকু।

মনের আকাশে তোমার প্রেমের সৌরজগৎ ঘুরে-
তাই প্রেমেতে চাইছি তোরে।
সৌরজগৎ ঘিরে আছে দূর অন্ধকারটা জানি-
তাই প্রেমেতে বিরহ টানি।

নয়নে আমার আলোকের নেশা তাই-
আবার ফিরিয়া আসি,
বার বার তুকে ভুলে যেতে চেয়ে
বার বার ভালোবাসি।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

বিজন রয় বলেছেন: এই তোমাকে'র আড়ালে অন্য কিছু পেলাম।
ভাল লেগেছে।
+++

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৫

প্রথম বাংলা বলেছেন: যেটা পেয়েছেন যত্নকরে রাইখেন। প্লাস প্লাস প্লাস

২| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২০

হাবিব বলেছেন: সুন্দর এক ভালো লাগা আর ভালোবাসার অনুভুতি

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৫

প্রথম বাংলা বলেছেন: সুন্দর একটি ধন্যবাদ

৩| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৬

প্রথম বাংলা বলেছেন: মন্দ বলেননি?

৪| ০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

ওমেরা বলেছেন: মন যাকে চায় তাকে কি ভুলা যায়! কবিতা সুন্দর হয়েছে ।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

প্রথম বাংলা বলেছেন: হিয়া টুপটাপ জিয়া নষ্টাল
মিঠে কোয়াশায় ভেজা আস্তিন
আমি ভুলে যাই কাকে চাইতাম
আর তুই কাকে ভালবাসতিস?
=====
সময় সব ভুলিয়ে দেয়, শুধু বেদনাটা থেকে যায়।

৫| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৭

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৩৯

প্রথম বাংলা বলেছেন: ধন্যবাদ জনাব.....।

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

ফারিহা হোসেন প্রভা বলেছেন: বাহ! সুন্দর কবিতা।

১২ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৪১

প্রথম বাংলা বলেছেন: নাহ! অত সুন্দর না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.