নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

((((এক দিন আমি চলে গেলে- ছেড়ে এ গ্রহ,যদি আর কোন দিন কোন খানে নাহয় জনম, কেমনে ভাবিব আমি এইখানে শতেক বছর, একশত কোটিবার নিয়েছিনু দম!! ছিলো ঝিনুকের মত গোল নদীটার তিরে মোর ঘর।)))) **ধর্ম বিশ্বাস মানুষকে সুখ দেয়, কারণ ধর্ম মানুষকে আশাবাদী করে, মানুষ বুঝতে পারে

প্রথম বাংলা

দুপেয়ের পরিচয়ে এসেছি মাটির ধামে, মানুষের রূপ পেতে হৃদয়ে কামনা করি রোজ। পরিচয় নেই কিছু আর, এর ভালো যদি খুজে পাই! এই আশাটাই মন সম্বোঝ।

প্রথম বাংলা › বিস্তারিত পোস্টঃ

ভাগাড়ের শিশু

২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৭

জীবন যাত্রী
=================
ক্ষিদের পেটে রাস্তা থেকে নেমে
জাত ভাগাড়ে কুড়োতে গিয়ে শিশু,
খাবার কিছু পায়নি অবশেষ-
পেয়েছে সে আধগলা এক যিশু।

তাকিয়ে দেখে শিশু, যিশু নয় সে
বিমূর্ত এক মূর্তি ভগবান।
একচোখ তার কখ--ন গেছে খসে-
আর এক চোখে হয়তো ধরা’ দেখে অর্ধখান।

অবহেলে ছুড়েই ফেলে মাটির পুত্তলি
এই বিধাতার নেই কোন তার জরুরী দরকার,
এই বিধাতা তাদেরই থাক তবে-
যাদের খেয়ালপনা কেড়ে নিলো ক্ষিদের অন্ন তার।

আজকে ভাগাড় শূণ্য পড়ে আছে,
কপালে তার জুটেছে আজ একটি কেবল ডাব।
আজকে শহর জন শূন্য তাই-
ভাগাড়ে আজ দেশের মতই নিদারুন অভাব।

পথের শিশু ফিরে এলো পথে
পথের সকল অঙ্গ জোড়ে বসেছে হরতাল
এ হরতালের বক্ষবেধি ময়লা নুংড়া পায়ে
হাঠছে শিশু, পা দুটি তার ক্ষুধার্ত বৈতাল।

হরতাল ঠিক বুঝেনা সে, তবু
বোঝতে পারে এ নিদারুণ পেটের অন্তরায়।
শহর জুড়ে জনতা নেই কোনো-
নেতার বড় বাড় বেড়েছে, শহর ভরা তাই।

হাতে নিয়ে ডাবের খোসা শিশু
হাঠছে পথে পাথে।
ঐ নেতারাই আজ এ দেশের যিশু,
অন্ন যে তার আটকে আছে ঐ যিশুদের হাতে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১২

জুনায়েদ বি রাহমান বলেছেন: চোর ডাকাত'রা নেতা হলে যা হয় আর কি!

২| ২৭ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.