নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজাইরা পঁ্যাচাল

আমরা সকলেই এক এক জন বন্দি, আমাদের নিজস্ব গণ্ডীর ভিতর।

আজাইরা পঁ্যাচাল › বিস্তারিত পোস্টঃ

একটি সাক্ষাৎকার ও মমিন সাহেবের কিছু কথা

২৭ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৯

একবার একতা সাক্ষাৎকার এর জন্য ডাকা হল মমিন সাহেবকে। অনেক কষ্ট করে তাকে পাওয়া গেছে। অনেক হন্তদন্ত করে এসে হাজির হলেন শেষ সময়ে তিনি।

অনুষ্ঠানের উপস্থাপক বললেন ক্যামেরা রেডি আছে আমরা এখনই অন এয়ার এ যাব। মমিন সাহেব বললেন কন সমস্যা নেই আমি সবসময়ই রেডি। এইটা করেই খাই রেডিতো থাকতেই হবে। তারপরই তিনি এক গাল হেসে দিলেন।

উপস্থাপক তার আনুষ্ঠানিকতা শেষ করে মমিন সাহেবকে প্রশ্ন করছেন।



]উপস্থাপকঃ রাস্তায় যখন আপনি গাড়িতে বসে থাকেন তখন আপনার কি মনে হয়?



মমিন সাহেবঃ মনে হয় আমি গাড়ি চালাচ্ছি আমার প্রিয়তমা গিয়ার বক্সে আমার হাতের উপর হাতটা দিয়ে রেখেছে। সেক্ষেত্রে আমি গাড়িকে ম্যানুয়াল করে নেই কারণ অটো গাড়িতে তেমন একটা নড়াচড়া হয়না গিয়ার বক্স এর। :D



উপস্থাপকঃ আসলে আমি বলতে চাইছিলাম জ্যাম গরমে আপনার কেমন লাগে বা আপনি কি ভাবেন এই ব্যাপারে।



মমিন সাহেবঃ আসলে ওই একই জিনিশই ভাবি প্রিয়তমা আমার হাতের উপড়ে হাত দিয়ে রেখেছে সেটাই ভালো লাগে। ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় আমার কোন সমস্যা হয় না।

উপস্থাপক বুঝেগেছে ওরে প্রিয়তমার কাছ থেকে সরানো যাবে না তাই অন্য দিকে যায়।

উপস্থাপকঃ আজ আমাদের স্টুডিও তে আসতে আপনার একটু দেরি হয়ে গেছে একদম শেষ সময়ে এসেছেন আপনি, কেন সেটা একটু যদি বলতেন।

মমিন সাহেবঃ সিগন্যাল এর বাতিগুলো লজ্জায় অনেকক্ষণ ধরে লাল হয়েছিলো তাই দেরি হয়ে গেছে।

উপস্থাপকঃ সেটা কেমন যদি একটু বুঝিয়ে বলতেন?

মমিন সাহেবঃ আরে বুঝেননা কেন সবার সামনে change করতে লজ্জা পাচ্ছিল তাই আমার দেরি হয়ে গেল।

উপস্থাপক বুঝে গেছে ওরে নিয়ে আর রাস্তায় থাকা যাবেনা শুধু আজাইরা কথা বলবে। একটু অন্যদিকে যাবার জন্য উপস্থাপক ওনাকে ভিন্ন একটা প্রশ্ন করছেন।

উপস্থাপকঃআমাদের দেশে আপনি কাপড় ছাড়া ছেলেগুলো দেখেন আপনার আনুভুতি কি হয় তখন?

মমিন সাহেবঃ আমার কাছে খারাপ লাগে আবার কিছু কিছু দেখে ভালোও লাগে।

উপস্থাপকঃ ভালো লাগে মানে বুঝলাম না?

মমিন সাহেবঃ ভালো লাগে বলতে আমি বুঝিয়েছি একটু মজা লাগে। সেটা কিভাবে আপনাকে বলি, তিন কি চার বছরের বাচ্ছাছেলেগুলোর শরমঅঙ্গ ( নুনু) দেখতে অনেকটা দেশি পাতি পেয়ারার মত মনে হয় (অবস্থার পরিবর্তন না হলে)। শুধু আপনাকে একটু উলটা করে ভাবতে হবে সামনের দিকটা পিছনের পিছনের দিকটা সামনে নিয়ে ভাবলেই বুঝতে পারবেন।

উপস্থাপক সব ভেবে সাক্ষাৎকার শেষ করলেন তাড়াতাড়ি। যেইভাবে কথা এগুচ্ছে কোথায় গিয়ে ঠেকে আল্লাহ্ মালুম।



অফস্ক্রীন এ তাদের এইবার কোথা হচ্ছে মমিন সাহেব বলছেন কেন আমি এমন বলি জানেন? আমি চাই আমার দেশের মানুষগুলো একটু বুঝতে শিখুক সবাই বলে জ্যাম এ খারাপ লাগে কিন্তু তাকেই দেখবেন সুযোগ পেলে উলটো পথে ডুকে পড়ছে। সবাই প্রতিকার চাই কিন্তু সুযোগ পেলে নিজেই উল্টাটা করে। সেইখানে আমি আমার প্রিয়তমাকে নিয়ে ভাবি তাওতো আমি উল্টা কিছু করছিনা।

পৃথিবীরকোন উন্নত দেশে ট্রাফিক পুলিশ নেই শুধু তারা সিগন্যাল মেনে চলে। আমি সেটাই মেনে চলছিলাম আমি হইত মজা করে বলেছি কিন্তু আমি মেনে চলেছি সবাই কি করছে??

আসুন পাতি পেয়ারার কথায় এই পাতি দেশি পেয়ারা গুলো আমরা সবাই মিলে চেষ্টা করলে ঢেকে দিতে পারি।

আমরা হয়ত মজা করি কিন্তু সত্যিকারের চেষ্টা করলে আমাদের পক্ষেও অনেক কিছু করা সম্ভব।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: টাসকি খেয়ে গেছি! কি বলবো বুঝতেছি না।

২| ২৭ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৩৯

ফিলিংস বলেছেন: কসকি মমিন..... B:-) B:-) B:-)

৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩০

আজাইরা পঁ্যাচাল বলেছেন: টাসকি খাওয়ার কিছু নাই ব্যাপারগুলো এমনই একটু অন্যভাবে চিন্তা করলে ব্যাপারগুলো ঠিক করা যায়। :)

৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩১

আজাইরা পঁ্যাচাল বলেছেন: মমিন মমিন এর ব্যাপারগুলো এইভাবেই প্রকাশ করতে চায়। :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩

অঘটনঘটনপটীয়সী বলেছেন: #:-S 8-| :-B B-)

৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:৫৪

আজাইরা পঁ্যাচাল বলেছেন: আমি কিছু বুঝিনি অঘটন। :(

৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৪৬

অঘটনঘটনপটীয়সী বলেছেন: ডানে বামে তাকিয়ে ব্যাপার গুলো অন্য ভাবে চিন্তা করার চেষ্টা করলাম। তারপর দিমাগ কি বাত্তি জ্বললো। তারপর বুঝতে পারলাম। ;)

৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ২:৫৯

আজাইরা পঁ্যাচাল বলেছেন: শেষ পযর্ন্ত বুঝার জন্য ধন্যব্াদ। :)

৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

আরজু পনি বলেছেন:

উপস্থাপন ভালো লাগছিল না তবে শেষে এসে মেসেজটা ভালো লাগলো ।

১০| ৩০ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৯

আজাইরা পঁ্যাচাল বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সামনে থেকে আর একটু গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.