নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

( কবিতার নাম যে যার মত করে দিয়ে নেন। কারন যে আমাকে কবিতার নাম ধার দেয় , আজ সে দেউলিয়া)

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮


হারিয়েছো তুমি তারার মাঝে,
যেখানে তোমার কান্না বাজে।

হারিয়েছো তুমি হেমন্ত ঘাসে,
যেখানে তুমি পিষ্ঠ হচ্ছো বারো মাসে।

হারিয়েছো তুমি কথার ফাঁকে,
যেখানে বিষাদ কবিতা আঁকে।

হারিয়েছো তুমি মনের ঘরে,
যেখানে ভালোবাসা অভাবে মরে ।

হারিয়েছো তুমি না বলে,
যেখানে মন তোমায় খুজে চলে।

হারিয়েছো তুমি মাটির বুকে,
যেখানে আছো তুমি খুব সুখে।
...................................
এসো ফিরে মনের কোণে,
যেখানে মন স্বপ্ন বোনে।
উৎসর্গঃ সরি , উৎসর্গ করার মত কেউ নাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:১৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতা ভালো লাগলো।

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৩৬

রিকতা মুখাজীর্র্ বলেছেন: হারানো কবি.।ভালো লাগল

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৪০

কৃষ্ণ কমল দাস বলেছেন: হারানো কবি .......................হাহাহাাহা......আমি তো হারাই নাই।
মন্তব্য করার জন্য ধন্যবাদ

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৬

অতঃপর হৃদয় বলেছেন: হুম। বেশ!!!

০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১০:৫৯

কৃষ্ণ কমল দাস বলেছেন: হুম ....ধন্যবাদ..............হাহাহাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.