নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

সুন্দর

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৫৭

সুন্দর সব কিছুই কি জটিল আর কঠিন হয়?
সুন্দর সব কিছুই কি দূলর্ভ হয়?
হলে কেন হয়? উত্তর টা খুব সহজ। সৌন্দের্যর মূল্য অনুধাবনের জন্যই সুন্দর জিনিস গুলো দূলর্ভ , জটির আর কঠিন। প্রকৃতি শুধু মাত্র যোগ্য ও পরিক্ষীত মানুষদের তাদের পরিশ্রমের পুরুষ্কার হিসেবে প্রকৃতির সুন্দর জিনিস গুলো দেয়।
আসলে সুন্দর যদি সহজলভ্য হতো তবে কেউ জীবনে পরিশ্রম করতে চাইতো না। ঈশ্বর হয়ত আমাকে দিয়েও কঠিন পরিশ্রম করাতে চাইছে । যার জন্য প্রতি মূহুর্তে আমাকে ঈশ্বর কিছু সুন্দর স্বপ্ন দেখাচ্ছে। সেই স্বপ্ন গুলো এতই সুন্দর আর এতই জটিল, কঠিন আর দূলর্ভ যে , আমি তার কাছে পৌছাতে কঠিন শারীরিক আর মানসিক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছি।
আমার মনে হয় ঈশ্বর হয়ত আমাকে দিয়ে অনেক বড় কার্য় সম্পন্ন করাতে চায়।
” ঈশ্বর আমি সুন্দর স্বপ্ন ভালোবাসি , তাই কঠিন পরিশ্রমও ভালোবাসি”

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো লাগলো আপনার উচ্চাকাংখা। আপনি একদিন বড় হবেন।







ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩০

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৩

জোলিল বলেছেন: ভালো লিখেছেন ভাই

১৭ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪৫

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks vi

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১২

কানিজ রিনা বলেছেন: পরিশ্রমে বিশ্বাস আর সততায় ধন মেলে।
মানুষ পরমে রতন হয়।
মানুষ গুরু নিষ্ঠা যার। সর্ব সাধন সিদ্ধ হয়
তার। লালন বলেন আপন ঘরে বোঝাই
সোনা, আমি হলেম জন্ম কানা। ধন্যনাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.