নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি - ৪

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

বলুন তো টাকার বিপরীত শব্দ কি?
প্রশ্নটার উত্তর খুজেছি। অনেক গুলো উত্তর পেয়েছি যা আপনাদের বলতে চাই।
এই পৃথিবীতে মানুষ অনেক কিছুকে নিয়ন্ত্রন করে।বড় বড় জাহাজ , উড়োজাহাজ , গাড়ি . গরু, কম্পিউটার , মোবাইল, মহাকাশযান ইত্যাদি ইত্যাদি। যা বলতে গেলে হাজার পৃষ্ঠা শেষ হয়ে যাবে।
কিন্তু মানুষকে নিয়ন্ত্রন করে এমন জিনিসের সংখ্যা হাতে গোনা। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ন হলো টাকা। আপনি মানুন বা না মানুন টাকাই আপনকে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে নিয়ন্ত্রণ করে । টাকাই এক মাত্র বস্তু যার ওপর আপনি প্রথমে নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করেন তারপর টাকা আপনার ওপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে।
মানুষ মনে করে অর্থের মধ্যে সম্মান থাকে , ভালোবাসা থাকে, ভয় থাকে । কথাটা অনেকংশে নির্মম ভাবে সত্য।বর্তমান সমাজ ব্যবস্তায় টাকাই আপনাকে মূল্যবান করে তোলে।
যখন আপনি প্রচুর টাকা উপার্জন করবেন তখন পরিবারেও আপনার গুরুত্ব বেড়ে যাবে আপনার ইচ্ছা অনিচ্ছার ওপর বিশেষ নজর রাখা হবে। এমন কি আপনার বাবা মাও আপনাকে একটু বাড়তি ভালোবাসবে ।
এই ব্যপার গুলো ততক্ষন পর্যন্ত বোঝা যায় না যতক্ষন পর্যন্ত না আপনি হঠাৎ বেকার হয়ে পড়েন। যখনি আপনার প্রচুর অর্থ উপার্জন বন্ধ হয়ে যাবে তখনি আপনি পরিবার, বন্ধু বান্ধব. প্রেমিকা এমন কি সমাজের বিরক্তির কারন হয়ে যাবেন। আপনার সামান্য ভুল গুলো কেউ মাফ করবে না।বাবামায়ের ভালোবাসায় বিরাট ফারাক দেখতে পাবেন। সবচেয়ে নির্মম সত্য হলো যখন আপনি সচ্ছল ছিলেন তখন আপনি অনেকের আবদার পূর্ণ করেছেন। ভাইকে মোবাইল , বোনকে লেপটপ মাকে নতুন আলমারি, বাবাকে দামী পোশাক আর বন্ধুদের ট্রিট সবই করেছেন । কিন্তু যখন আপনি বেকার তখন এদের মধ্যে খুব কম লোকই আপনার সাহায্য করতে এগিয়ে আসবে।
আমি প্রথমে প্রশ্ন করেছিলাম টাকার বিপরীত কি ? টাকার বিপরীত হলো কাছের মানুষদের অসহ্য করুনা । এই করুনা এতই কঠিন যে মানুষ তখন অাত্মহত্যা করতেও পিছ পা হয় না ।
অথচ একটু সহায়তা পেলে হয়ত আপনি ঘুরে দাড়াতে পারেন। কিন্তু তা করতে কেউ রাজি নয়। সবাই তখন আপনার ভুল ধরতে ব্যস্ত থাকবে। আপনাকে কেউ কেউ আবার মহান মহান উপদেশ ও দিবে ।

পৃথিবীতে টাকার এই অসম বন্টনের কারনে পৃথিবী আজ করুনা তলে পদদলিত ।
( ধন্যবাদ)

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

দ্যা ফয়েজ ভাই বলেছেন: টাকার বিপরীত করুণা?
আমার মনে হয় টাকার বিপরীত ভর্ৎসণা আর লাঞ্চনা,গঞ্জনা হয়ত।লেখা ভালো লেগেছে।

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

কৃষ্ণ কমল দাস বলেছেন: ভর্ৎসণা আর লাঞ্চনা,গঞ্জনার চুরান্ত রূপ হলো করুনা...................ধন্যবাদ মন্তব্য করার জন্য।

২| ২৯ শে মে, ২০১৭ রাত ৯:০৪

দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক বলেছেন।

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৩১

কৃষ্ণ কমল দাস বলেছেন: thanks

৩| ৩০ শে মে, ২০১৭ রাত ৩:২৩

জগতারন বলেছেন:
অথচ একটু সহায়তা পেলে হয়ত আপনি ঘুরে দাড়াতে পারেন।
কিন্তু তা করতে কেউ রাজি নয়। সবাই তখন আপনার ভুল ধরতে ব্যস্ত থাকবে।
আপনাকে কেউ কেউ আবার মহান মহান উপদেশ ও দিবে।


পোষ্টে লাইক!!!

৩০ শে মে, ২০১৭ দুপুর ১২:৩২

কৃষ্ণ কমল দাস বলেছেন: Thanks

৪| ৩১ শে মে, ২০১৭ বিকাল ৩:১৪

বিজন রয় বলেছেন: টাকার বিপরীত মানুষ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.