নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নে দেখা তুই

০৭ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৪৬

আমি তোর খুব
মনের কাছেই থাকি,
বসে বসে রংহীন
অসীম স্বপ্ন আঁকি।

সেই স্বপ্নে তুই আসিস
হলুদ শাড়ি পড়ে ,
আমি যেন এগিয়ে এসে
হাটি তোর হাত ধরে।

তোর খোপায় জড়ানো
বৃষ্টিস্নাত কদম ফুল
ঘাসফুল গুলো মুখিয়ে আছে
হতে তোর কানে দুল।

তোর আঁচলের তলে
বৃষ্টি আছে শুয়ে
প্রেম হয়ে আমাকে
নিয়ে যাবে ধুয়ে।

স্বপ্নে তুই আমার
চুলে কাটিস বিলি,
আয় দুজনে স্বপ্নে এসে
নতুন প্রেমে মিলি।

সেই প্রেমে থাকবে না
হিংসুটে কৃপন সমাজ,
থাকবে পৃথিবী পূর্ন
বসন্ত, হয়ে বার মাস।

সেই বসন্তে থাকবে না
দুষ্ট কোকিলের গান,
এতে তোর কথা শুনতে না
পেয়ে মন করবে আনচান।

সেই বসন্তে থাকবে না
হাজার ফুলের মেলা
তোকে দেখতে দেখতে
আমার চলে যাবে বেলা।

( আমি প্রায় রাতে স্বপ্নে একটি মেয়ে দেখি । কিন্তু তার মুখ স্বপ্নে দেখতে পাই না । সেই মুখ না দেখা মেয়েটা কে কবিতাটা উৎসর্গ করলাম)
ধন্যবাদ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩৮

আকতার আর হোসাইন বলেছেন: হা হা... কে সেই মেয়েটা...

যেন আপনি সন্ধ্যান পান আপনার অবচেতন মনের স্বপ্নে আসা সেই মেয়েটির, এই মোর কামনা।

০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৩

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:২৬

সম্রাট ইজ বেস্ট বলেছেন: হুম! স্বপ্নে দেখা পাওয়া মেয়েটা বাস্তবে সামনে চলে আসুক।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

কৃষ্ণ কমল দাস বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.