নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ইংরেজি সাহিত্যের একজন ছাত্র। আমি শিখতে ভালবাসি।

কৃষ্ণ কমল দাস

ছাত্র,ইংরেজি বিভাগ

কৃষ্ণ কমল দাস › বিস্তারিত পোস্টঃ

একটি চিঠি ও বাস্তবতা

০৭ ই জুন, ২০১৮ রাত ৮:০৯

প্রিয় তারা,
তুমি যে জীবন চাও আমি সেই জীবন নই। আমি যে জীবন যে চাই তুমি সেই জীবন নও।
তোমার জীবনের মানে হলো সামাজকি যোগাযোগ মাধ্যম , আর আমার জীবনের মানে হলো প্রকৃত যোগাযোগ মাধ্যম ।
তুমি জমে থাকো চাইনিস নিয়ে , আমি থাকি আমার রান্না করা জ্বলন্ত ভাত নিয়ে।
তুমি খাবার নিজে খাওয়ার চেয়ে অন্যকে দেখাতে ভালোবাসো ফেসবুকে, আর আমি খাবার চার দেয়ালের মাঝে মুখে গুজি।
তুমি যখন ব্যস্ত থাকো হ্যাংআউটে, আমি তখন ব্যস্ত থাকি টিউশনিতে।
তুমি রাত জেগে পড়ে থাকো ফেসবুকে , আমি তখন ক্লান্ত চোখে থাকি ঘুমের ঘরে।
তোমার যখন সকাল হয়, তখন আমার ভর দুপুর।
তুমি যখন ঘুম থেকে উঠে ডাক পাড়ো নাস্তার জন্য, তখন আমি খাই নিজের রান্না করা অন্ন।

এই হলো আমাদের দুজনের জীবন সেখানে তুমি দোষহীন আর আমি অর্থহীন। তোমাকে তোমার পরিবার নাকি এমন ভাবেই বড় করেছে। আর আমার পরিবার আমাকে জীবন নামের যুদ্ধ ক্ষেত্রে ছেড়ে দিয়েছে। এতে আমার কষ্ট নেই । কারন জীবন নামের যুদ্ধ ক্ষেত্র আমাকে শিখিয়েছে কিভাবে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকতে হয় । কিন্তু তুমি কখনো কারো সাথে সুখে থাকতে পারবে না যদি না তোমার এই পারিবারিক শিক্ষা ত্যাগ করো । তুমি আর ছোট্টটি নেই । তোমার কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই? আমি জানি তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, নেই স্বদ্বিচ্ছা ।

তুমি ভালো থাকো তোমার জীবন নিয়ে। আমি তোমার জীবন কে সম্মান করি । আমিই হয়ত তোমার মত পরিবারে জন্ম গ্রহন না করে ভুল করেছি। তবে সৃষ্টিকর্তা যদি আমাকে আবার কখনো পৃথিবী পাঠায় তো আমি তাকে অনুরোধ করবো যেন আমাকে তোমার মত পরিবারে না পাঠায়। কারন আমি জীবনটা মানুষের মাঝে কাটাতে চাই । তোমার মত নকল সামাজিক জীবন আমার দরকার নেই।
ভালো থেকো ।

ইতি
জয়নুল

( নাম গুলো কাল্পনিক)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৮ রাত ৮:৫৯

রাজীব নুর বলেছেন: ম্যাও প্যাও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.